নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজেই হারিয়ে যেতে পারি নিজের মাঝে । তাই তো এখন তোমার প্রয়োজন অনুভব করি না ।

মেহেদী হাসান মিহি

মেহেদী হাসান মিহি › বিস্তারিত পোস্টঃ

নতুনদের ভালোবাসা

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

ছেলেটা সেই তখন থেকে ছবি তোলার জন্য একের পর এক হাসি দিয়ে যাচ্ছে । মনে হচ্ছে যন্ত্রের এই ক্লিক ক্লিক শব্দ তার মাথায় ঠুকে যাবে। কিন্তু সে কথা মুখে বলার সাহস হচ্ছে না । যদি রাগ করে ! সে যে মেয়েটাকে ভালোবাসে । ভালোবাসার মানুষের পাগলামিও তো ভালো লাগে !

-দেখি দেখি বাবু ! একটু হাসো । এইতো এইতো..ক্লিক !
-হ্যাঁ এইটা সুন্দর হইছে । এখন একটু গল্প করি ।
-হয় নাই ! এই ছবিতে আমাকে কালো দেখা যাচ্ছে ।
-অসুবিধা কি । ফটোশপ দিয়ে ধপ-ধপা ফর্সা করে দিও ।
-তার মানে তুমি কি বুঝাতে চাচ্ছো ? আমি কালো ?
-আরে না । আমি সে কথা কখন বললাম ?
-তুমি বলছো ! তুমি বলছো যে আমি কালো ।
-আরে আমি বলি নাই ।
-তুমি বলছো !
-বাদ দেও না । এসো না একটু গল্প করি ।
-রাখো তোমার গল্প । যাও আমার চেয়ে কোন ফর্সা মেয়ের সাথে প্রেম করো ! আমার কাছে আর কখনো আসবা না ।
-তুমি তো আমার পাখি । পাখিকে ছেড়ে আমি কোথায় যাবো ?
-তাই ! এসো এসো কাছে এসো । হাসো হাসো ।..ক্লিক !
-হ্যাঁ । এইটা কিন্তু সুন্দর । এটাতে তোমাকে কালোও দেখা যাচ্ছে না । তাহলে এখন গল্প করি ।
-নাহ! এই ছবিতে আমার মুখ সোজা দেখা যাচ্ছে ।
-তাতে কি হইছে ?
-তুমি বুঝবা না । আবার হাসো ।
-আচ্ছা
-এটা কি ধরনের হাসি । দাঁত বের করে হাসো ।
-আচ্ছা
-রেডি ওয়ান টু থ্রি..ক্লিক !
-দেখো এই ছবির কিন্তু সব ঠিক আছে । কালোও দেখা যাচ্ছে না । আর তোমার মুখোও বাঁকা দেখা যাচ্ছে । এখন গল্প করি ।
-কি গল্প ?
- চলোনা একটু হাটি ।
-এটা তোমার গল্প ?
-হ্যাঁ ।
-আমি পারবো না । আমার পা ব্যথা করে । অন্য কারো হাত ধরে হাঁটো ।
-সত্যি যাবো ?
-যাও বারণ করছে কে !
-ঠিক আছে যাচ্ছি ।
-থাপ্পড় চেনো ?
-মানে ?
-হাতটা ধরবা না ?
-কেন ?
-চলোনা ‌হাত ধরে দুজনে একটু হাটি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.