| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য প্রেমে পরা মেয়েটা যখন ছেলেটাকে কোনভাবেই ভালোবাসার মানে বুঝাতে পারছিলো না । ঠিক সেই মুহূর্তে তার বুদ্ধিজীবী বান্ধবী তাকে অনেকটাই উদ্ধার করলো ।
''তুই না হয় ছেলেটাকে টাইটানিক মুভিটা দেখতে বল ''
তার দৃঢ় বিশ্বাস এই মুভি দেখলে শুধু মানুষ কেন গরু ছাগলের মনেও ভালোবাসার আনাগোনা শুরু হবে। তো কথা অনুযায়ী কাজ !
-তুমি টাইটানিক মুভিটা দেখবা ।
-তাহলে কি হবে ?
-দেখতে বলছি দেখবা ।
-তাহলে কি হবে ?
-এক থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো । এতো কথা বলো কেন ? দেখতে বলছি দেখবা ।
-আচ্ছা দেখবো ।
অতি অনিচ্ছা স্বত্বেও যখন ছেলেটা ছবিটা দেখলো । ভালোবাসার আগা-মাথা সে কিছুই বুঝলো না । তারপরেও সে অর্থহীন এক ভালোবাসায় মেয়েটাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখে ।
-মুভিটা দেখেছো ?
-হ্যাঁ
-ভালোবাসার মানে বুঝেছো ?
-না
-এক থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো ।
ছেলেটা চুপ থাকে । সত্য! সে ভালোবাসার মানে কিছুই বোঝে না । শুধু এতোটুকু বুঝতে পারে যে সে মেয়েটাকে ভালোবাসে । হ্যাঁ খুব বেশি ভালোবাসে । আর সেই ভালোবাসার জন্য কোনরকম ডেফিনিশন লাগে না !!
©somewhere in net ltd.