নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজেই হারিয়ে যেতে পারি নিজের মাঝে । তাই তো এখন তোমার প্রয়োজন অনুভব করি না ।

মেহেদী হাসান মিহি

মেহেদী হাসান মিহি › বিস্তারিত পোস্টঃ

আমার ভালো লাগা

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

তুমি যখন বললে আমার অপেক্ষায় এখনো বসে কেন ? আমি হাসলাম ! তোমাকে ভালো লাগার জন্যই আমি অপেক্ষা করি । তুমি আসবে কি আসবে না আমি তা নিয়ে কখনো ভাবি নি । সেটা তোমার ব্যাপার । আমি তাতে মাথা ঘামাবো কেন ? আমি তোমাকে সব সময় ভালবাসতে চেয়েছি । ভালোবাসার জন্য ভালো লাগাটা জরুরী । তাই তো আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি !
আচ্ছা , বিটিভিতে আলিফ লায়লা দেখেছো কখনো ? সেই যুগের আলিফ লায়লা ! দেখার মধ্যে আলাদা একটা ভালো লাগা ছিল । ছোট থেকে বড় সবাই দেখতো । আলিফ লায়লা , সিন্দাবাদ , মিনা কার্টুন আরো কি কি জানি হতো । আমার স্বল্প মস্তিষ্কের জন্য মনে নাই । সাত দিনের অপেক্ষার পর সেই আলিফ লায়লা দেখার জন্য রীতিমত একটা ঘরোয়া মিলনোৎসব হয়ে যেতো । সময় বদলেছে ! এখন আর আলিফ লায়লা দেখার জন্য বা অন্য কোন অনুষ্ঠান দেখার জন্য সপ্তাহ ধরে অপেক্ষা করা লাগে না । চাইলেই যখন তখন ভিডিও শেয়ারিং সাইটে দেখতে পাওয়া যায় । কিন্তু এখন আর সেই চাওয়াটাই নেই । অপেক্ষা শেষ হওয়ার সাথে সাথে ভালো লাগাটাও শেষ হয়েছে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.