নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজেই হারিয়ে যেতে পারি নিজের মাঝে । তাই তো এখন তোমার প্রয়োজন অনুভব করি না ।

মেহেদী হাসান মিহি

মেহেদী হাসান মিহি › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্প

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩০

-তুমি না হয় এক কাজ করো , শক্তি দই বিক্রি করো ।

-তুমি এতোটা রেগে আছো কেন ?

-রাগবো নাতো কি ? কিছু একটা তো করো । সামনে মাসে আমার বিয়ে !

-বিয়ে করে ফেলো । আমি যাবো তোমার বিয়ে খেতে ।

-দেখো সব সময় হেয়ালিপনা ভাল্লাগে না আমার । আমি খুব সিরিয়াস মুডে

আছি !

-আমি শক্তি দই বিক্রি করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ?

-তাও তো বাবাকে বলতে পারবো তুমি কিছু একটা করো ।

-কিছু একটা তো এখনো করি ।

-কি করো তুমি ?

-এই তো হাওয়া-বাতাস খাই ।

-বিয়ের পরে কি আমিও হাওয়া বাতাস খাবো ? আমাদের বাচ্চা-কাচ্চাও হাওয়া বাতাস খেয়ে বড় হবে ?

আমি চুপ থাকি । সমস্ত কিছুর উত্তর আমার কাছে নেই । না আছে রিমিকে পাবার কোন আশা । না আমি ওকে হারাতে পারবো । চলার পথে আমি যা শিখেছি তা হলো বাধা ! আমি জানি রিমিকে না পাওয়ার সবচেয়ে বড় বাধাটাই হচ্ছে আমি । আমি চাইলেই তো ওকে পেতে পারি । জানি মস্তিষ্ক কখনো চাবে না ও আমার হোক ।

-আচ্ছা আমি শক্তি দই বিক্রি করলেই কি তোমার বাবা আমাকে মেনে নেবে ?

-তা হয়তো নেবে না । কিন্তু আমি তো তোমার হাতটা শক্ত করে ধরার সাহস পাবো ।

-এখন সাহস নেই ?

-আছে ! চলো তাহলে পালিয়ে বিয়ে করি ।

-রিমি মানুষের পালানোর জন্যও একটা জায়গা লাগে । আমার সেটাও নেই ।

হয়তোবা সেজন্যই কখনো তোমার হাতটা ধরতে চাইনি ।

-আমি তো চেয়েছি

-আমার হাতটা ধরতে চাও কেন ?

-কারন আমি তোমাকে ভালোবাসি ।

-যে হাত তোমাকে আলিঙ্গন করার যোগ্যতা রাখে না সেটা ধরার চেয়ে কি না ধরাটাই ভালো নয় ?

-আমি এতো কিছু শুনতে চাচ্ছি না । শুধু একটা কথা বলবে ?

-বলো কি শুনতে চাও ?

-তুমি কি সত্যি আমাকে ভালোবাসো ?

আমি কঠিন প্রশ্নের সম্মুখীন হই । ভালোবাসা বলতে কি বুঝি আমি ? কারো হাতে হাত রেখে সারাটা জীবন চলা ? জীবনের প্রতিটা
অনুভূতি কারো সাথে ভাগাভাগি করে নেয়া ? নাকি অদূরের ওই দালান-কোঠায় শরীর নিয়ে খেলা ? আমি জানি না , আমি জানি না !


ফেসবুকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.