| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের রঙে মনের আকাশ সাজে রংধনুর সাজ
বাঁধ ভেঙেছে দখিণা হাওয়ায় ঢেউয়ে দিল দোলা
আমি নেই খোঁজ না আমায় চলে যাও যেথায় তোমার কাজ
আমি রঙিণ আমি স্বাধীন খেলি রংধনু সাজানোর খেলা।
তুমি এসেছিলে সেথায় এসেছিল বসন্ত লিখেছিলে অমর কবিতা
মুগ্ধ আমি বিমোহিত হলাম তোমাতে ঘোর অমানিশা ডেকে আনলাম জীবনে
জীবন থমকে দাঁড়িয়েছিল তবু থেমে যায় নি তোমার অকাল বিদায়ে
সঙ্গিনী তুমি বিরহে কাতর নাকি আহ্লাদে নিমজ্জিত জানি না কিন্তু আমি ভাল আছি!
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
এম এইচ নাজমুল বলেছেন: ভাই আমি কবিতাতেই কবি বাস্তবে না
ধন্যবাদ আপনাকে।
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ ভাল লাগল, ভাল থাকা হোক নিরন্তর। ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিন্তু আমি ভাল আছি!

ভালো থাকুক সকল কবিতার কবিরা।
ভালোই।