| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই ভূলের শুরু পথের শেষে হাপিত্যেশ
রাত ফুরিয়ে গেল দিন এল তবু আমার স্বপ্ন নিরুদ্দেশ
কি হেতু এসেছি ধরায় বুঝিনি এখনো হায় জানি চলে যাব একদিন অজানায়
আগমনের চিহ্ন একে যাব আমি যেন তা কোনদিন বিলীন হয়ে না যায়
তবে কি ভূলের শুরু এখান থেকেই?
আজকের আমি কালকের ভবিষ্যত কালকের আমি বোঝা,
আমার হাতেই আমার প্রতিস্থাপন যেন তা খুবই সোজা!
আশ্রয় আমার দালান কোঠা তবে কেন শেষ আশ্রয় ঝোপের তলায়,
ঘুমের ঘোরে কি দেখব স্বপ্ন নাকি চিরকাল ঘুমাবো সে আধারের মেলায়?
©somewhere in net ltd.