| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বসন্ত এসেছে
কবে কিসে
প্রকৃতি পাঠিয়েছে
তবে এখানে কেন
হৃদয় ছুঁয়ে দিতে
হৃদয় যে নেই
তবে মন ছুঁতে
সে তো হৃদয়ের কাছে
তবে কোথায় যাবে
যে হৃদয় নিয়ে গেছে!!
ভালবাসতেন তাকে খুব
এখন কি ঘৃণা করছি?
তবে বসন্তের কবিতা থেমে কেন
লেখার দিন ফুড়িয়ে গেছে
আপনিতো সত্যিকার কবি নন
সে তো আমি জানি!
কখনো বসন্ত নিয়ে লিখবেন না?
যদি আমি হৃদয় ফিরে পাই
কে ফিরিয়ে দিবে তা?
জানলে ভিক্ষে চেয়ে নিতাম
যদি সে ভিক্ষে না দেয়
তবে ভালবাসা দিতাম
আপনি তো হৃদয়হীন!
ওহ! তাইতো,ভুলে গিয়েছিলাম!
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। সত্যি কথা বলতে আমি ছবি যুক্ত করেছিলাম উপরে রাখার নিমিত্তে কিন্তু নিচে নামল কেন বুঝলাম না।
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
এম এইচ নাজমুল বলেছেন: উপরে কিভাবে ছবি যুক্ত করতে হয় জানি না।জানলে বলবেন।
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন:
উপরের ছবিটা লক্ষ করুন!
উক্ত তীর চিহ্নিত স্থানে ক্লিক করলে লেখার জন্য একা ফাঁকা ঘর আসবে! সেখানে কার্সর রেখে আপনার কাঙ্খিত মন্তব্যটি লিখে তারপর মন্তব্য প্রকাশ করুন অংশে ক্লিক করলে প্রতিউত্তর হয়ে যাবে!
এসম্পর্কে আরো বিস্তারিত জানতে নিন্মোক্ত ছবিটি লক্ষ করুন-

৫|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ ভাই
৬|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কই, প্রতি উত্তর করলেন না দেখি? বুঝতে পারেন নি?
৭|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
এম এইচ নাজমুল বলেছেন: ভাই আমি জানতে চেয়েছি কিভাবে উপরে ছবি যুক্ত করা যায়। আপনি কি নিয়ে বললেন বুঝলাম না। সরি
৮|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ও, আমি বুঝিয়েছি কিভাবে মন্তব্যের প্রতিউত্তর করতে হয়!
আর উপরে ছবি যোগ করা তো আরো সোজা! পোস্ট এডিট করার সময় কিংবা ছবির লিংক আসলে সেটা কাট করে নিয়ে উপরে পেস্ট করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়! এভাবে আপনি হাজার হাজার ছবি পোস্টের যেখানে খুশি যোগ করতে পারেন!
৯|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
এম এইচ নাজমুল বলেছেন: পেরে গেছি।ধন্যবাদ
১০|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন:
আপনার ব্লগের উপরে ডান পাশে সহযোগীতা অপশনে ক্লিক করে তীর চিহ্নিত লেখা দুইটাতে ক্লিক করে বিস্তারিত ভাল ভাবে পড়ুন। তাহলে ব্লগ সম্পর্কে আরো ভাল ভাবে বুঝতে পারবেন!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১
এম এইচ নাজমুল বলেছেন: আচ্ছা ঠিক আছে ভাই
১১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি মন্তব্যের যেভাবে প্রতিউত্তর করে সেভাবে করুন! তাহলে আপনি যার মন্তব্যের প্রতিউত্তর করবেন নোটিফিকেশনে সে জানতে পারবে (একদম উপরে ডান পাশে আপনার ব্লগ নেমের বাম পাশে) ঐখানে দেখবেন আপনার পোস্টে যারা মন্তব্য করবে এবং আপনি যাদের পোস্টে মন্তব্য করবেন তারা যদি প্রতিউত্তর করে তাহলে ওখানে এসে জমা হবে!
তাছাড়া এভাবে প্রতিউত্তর করলে পোস্টও সৌন্দর্যমন্ডিত থাকে!
১২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্।
বেশ ভালো লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭
এম এইচ নাজমুল বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে 'ভালো' শুনে সত্যি আমি আনন্দিত।
১৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮
নীলপরি বলেছেন: বিদ্রোহ হলেও বাসন্তী রং লেগেছে কবিতায় ।ভালো লাগলো ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
এম এইচ নাজমুল বলেছেন: কবিতায় লেগেছে মনে নয়।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।শুভকামনা জানবেন।
১৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লিখেছেন। অজস্র শুভকামনা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ উৎসাহিত করার জন্যে আর মন্তব্য করার জন্যে
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতায় বেশ বিদ্রোহী বিদ্রোহী ভাব! ভালই লাগলো!
তবে ছবিটা নিচে না দিয়ে পোস্টের প্রথমে দিলে সেটা আরো বেশি দৃষ্টিনন্দন হয়!
শুভ কামনা জানবেন!