নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এইচ নাজমুল

এম এইচ নাজমুল › বিস্তারিত পোস্টঃ

একটি রক্তাক্ত ভালবাসার কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০


ভূলে গেছো তুমি ভূলে গেছি আমি ভূলেনি সেই ধুলিকণারা
যারা ঊড়ে গিয়েছিল রফিক বরকতের শেষ নিঃশ্বাসে
ধুলিকণারা আজো কাঁদে তাদের জন্য লড়াই করা সৈনিকের শোকে
তারা পারেনি বাঁচাতে তাদের সৈনিককে পারেনি আগলে রাখতে বুকে!

বাংলার বাতাস আজো আগলে রেখেছে তার শহীদ গণের শেষ নিঃশ্বাস
আজো পরম মমতায় লালন করছে সেই হৃদয় কাঁপানো স্লোগান
শত ঝড়েও হারিয়ে যেতে দেয় নি ভাষা শহীদের রক্তের ঘ্রাণ!
মানুষের কানে পৌছে দিবে সেই স্লোগান, নাসিকায় পৌছে দিবে তাজা রক্তের ঘ্রাণ,
বাঙালীর বুকে ছুঁয়ে দিবে সেই নিঃশ্বাস মনে করিয়ে দিবে শহীদগণের আত্মত্যাগ চির অম্লাণ।

তুমি আধুনিক তাই তোমার সন্তান বাবা ডাক জানে না
তুমি আধুনিক তাই তোমার মেয়ে বাংলার সংস্কৃতিকে ঘৃণা করে
তোমার আধুনিকতায় তোমার প্রিয়তমা স্ত্রী পাশ্চাত্য কে আপন করে নেয়
হাজারো ধিক্কার তোমায় আর তোমার আধুনিকতা নামক পরগাছাকে!

এসো খুলে দিই জ্ঞাণের দুয়ার আমাদের অপেক্ষায় বাংলার সমৃদ্ধ সম্ভার
দিয়ে দিই আগামীর ভবিষ্যৎ কে তার শিকড়ের সন্ধান।
বাংলাকে ভালবাসি ধন্য হই বাংলার সংস্কৃতিকে লালন করে,
মায়ের কোলে ঘুমাব আমরা এই স্বপ্ন বুকে রাখি সন্তর্পণে!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার লিখেছেন!
সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৪

এম এইচ নাজমুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতায়
ভাললাগা

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

এম এইচ নাজমুল বলেছেন: শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪

এম এইচ নাজমুল বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

নীলপরি বলেছেন: খুব ভাল হয়েছে ।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

এম এইচ নাজমুল বলেছেন: আপনার ভাল লেগেছে এটা আমার জন্য সত্যিই আনন্দের।
ভাল থাকবেন

৮| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

এম এইচ নাজমুল বলেছেন: কষ্ট করে আমার কবিতে পড়া ও মতামত জানানোর জন্য ধন্যবাদ কল্লোল ভাই।

ভাল থাকবেন।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

এম এইচ নাজমুল বলেছেন: আপনার মত লেখকের কাছে থেকে মন্তব্য পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.