নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এইচ নাজমুল

এম এইচ নাজমুল › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র নামক কাঁচকলা ও তার ভবিষ্যতের আতংক

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩



বর্তমান পৃথিবীর সবাচাইতে জটিল ধাঁধার নাম ডেমোক্রেসি বা গণতন্ত্র।
ডেমোক্রেসি কি? সবার কথার মূল কথা একটাই। তাও আমি আব্রাহাম লিংকনের টা বেস্ট ধরে নিলাম। তাঁর মতে গণতান্ত্রিক সরকার (গভার্ণমেন্ট অফ দা পিউপল বাই দা পিউপল ফর দা পিউপল)।

যদি আব্রাহাম লিংকনের কথা সত্যি হতো তাহলে আজকে আমরা বাংলাদেশ থাকি না মালয়েশিয়া, সিঙ্গাপুর এর মতো উন্নত দেশ হয়ে যাই।

কিন্তু ঘটনা হয়েছে উল্টো । আব্রাহাম লিংকনের ডেফিনেশন টা কে একটু মডিফাই করা হয়েছে। গণতান্ত্রিক সরকার মানে (গভার্নমেন্ট অফ দা পলিটিশিয়ান্স বাই দা পলিটিশিয়ান্স ফর দা পলিটিশিয়ান্স)

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এখন মনে হয় সে দেশের সবচাইতে অসহায় মানুষ কিন্তু তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট। তাঁর অভিশংসন হবে মানে বিচার হবে। হাস্যকর না?? ক্ষমতাসীন প্রেসিডেন্ট এর বিচার হবে!! আমাদের দেশে এই কথা পাগলরে বললেও পাগল আপনাকে পাগল বলবে!
সংসদে বিরোধী দল আছে। তারা আবার সরকার এর রুটি কলার ভাগ নেয়। তারা করবে অভিশংসনের দাবী??
আমি বলছি না মাননীয় প্রধানমন্ত্রীর অভিশংসন করতে হবে। আমি শুধু বলতে চাচ্ছি আছে কি সেই সুযোগ? নেই।

দেশে যা হচ্ছে, যা হয়েছে, যা হবে তার জন্য জবাবদিহিতা কোন দিন ই হবে না। কিন্তু আমরা গণতান্ত্রিক দেশ। গ্ণতন্ত্রের নামের ফাকা বুলিতে দূষিত হয়ে যাচ্ছে আকাশ বাতাস।

এখন যা হচ্ছে তা হতে থাকলে দেশ কোথায় যাবে আমি জানি না। শুধু এইটুকু জানি গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র এর প্রচলন শুরু হয়েছে। এটা কত বছর চলবে জানি না। কত বছর সংসদ বিরোধী দলহীন থাকবে জানি না।

যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে সত্যিকার গণতন্ত্রে আসেন। সব কিছুতে সমতা নিয়ে আসেন। যদি গ্ণতন্ত্রে বিশ্বাস না করেন তাহলে মুয়াম্মার গাদ্দাফির মত নেতা হয়ে যান, মাথায় করে রাখবো কিন্তু গ্ণতন্ত্রের কাঁচকলা দেখিয়ে ইচ্ছেমতো ক্ষমতার আসন দখল করে রাখেন তাহলে মনে রাখবনে একদিন আপনারা সবাই বিচারের মুখোমুখি হবেন। আমি আশা করি সেই দিন আসবে যেদিন দেশে সবাই মিলেমিশে থাকবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

আহমেদ রাতুল বলেছেন: এটা বাংলাদেশ, এখানে সবি সম্ভব।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪

এম এইচ নাজমুল বলেছেন: মাগার গনতন্ত্র অসম্ভব।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

খন্দকার আঃ মোমিন বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি ,সেজে রক্তে ভেজা খুদায় কাতর আমার জন্ম ভুমী ।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

এম এইচ নাজমুল বলেছেন: সত্যি কথা বলছেন।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.