নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

\'মুক্তিযুদ্ধের চেতনা\' এখন এক ব্যবসায়িক শ্লোগান।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

প্রফেশনের কারনে দেশের নানা বয়সী ও পেশার মানুষের কথা হয় নিয়মিত।

সেদিন এক ভদ্রলোকের সাথে কথা হলো যিনি স্বাধীনতা যুদ্ধের সময়, অর্থাৎ, ১৯৭১-এ তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। তাঁর বয়স এখন ৬৩।

ভদ্রলোক নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন।

বেয়াদবি হলে ক্ষমা চেয়ে তার কাছে জানতে চাইলাম, 'আপনি মাত্র ৯ বছর বয়সে কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ করলেন একটু জানাবেন?'

- দেখুন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করিনি, বা করেছি বললেও তা বিশ্বাসযোগ্য নয়; তবে, চেতনায় ছিল মুক্তিযুদ্ধ। - তিনি উত্তর দিলেন।

- আরেকটু খুলে বলবেন? - পাল্টা প্রশ্ন আমার।

- স্কুলে পড়াশোনার ফাঁকে আমরা বন্ধুরা মিলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ খেলতাম, যেখানে আমার রোল ছিল মুক্তিযোদ্ধা। এভাবে, ছোটবেলা থেকেই চেতনায় ছিল মুক্তিযুদ্ধ।

ক্লাইয়েন্টের সাথে তর্ক চলে না, তবে, মুক্তিযুদ্ধ নিয়ে ফাজলামো করার জন্য ইচ্ছে করলো দুই কানের ঠিক নিচে কষে দুটো থাপ্পড় দেই।

এদের কারণেই 'মুক্তিযুদ্ধের চেতনা' এখন এক ব্যবসায়িক শ্লোগান।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেতনা একটি ব্যবসার নাম।

২| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২

সৈয়দ কুতুব বলেছেন: কোনো চেতনাই কাজ করবে না যদি না মানুষের যাপিত জীবন সহজ হয় । মানুষের জীবন কঠিন হয়ে যাইতেসে দিন দিন ।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৩

কলাবাগান১ বলেছেন: রাজাকারদের কাছেই এমন সব গল্প আরেক রাজাকার করে যাতে মুক্তিযুদ্ধ (যেটা তাদের গালে সপাটে থাপ্পড় মনে হয়) কে প্রশ্নবিদ্ধ করা যায়...এসব কারা বলে সেটা সবাই বুঝে

৪| ৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩২

কিরকুট বলেছেন: আমি আপনার এই গপ্প খানা পড়ে মোটেও আশ্চার্য হই নাই । এই গুলা আমার পাড়ার কানা গলির মধ্যে কিছু চিপা টাইপ দোকান আছে সেখানে দোকানের মালামালের চেয়ে কি এক অজানা কারনে কাস্টমার বেশি তো সেই সব স্থান থেকে এই ধরনের সাটিয়ে চড় খাওয়া মার্কা গালগপ্প আমার বাড়ির দারোয়ান শুনে এসে আমাকে তার বত্রিশ দাত দেখিয়ে পুনরায় আবৃতি করে । যদিও ঠাস করে গালে মারি না, চোখের ভাষায় বুঝে যায় । চড় খানা ঠিক কোন জায়গায় দিয়েছি।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
দরিদ্র জর্জরিত দুর্নীতিগ্রস্ত তৃতীয় বিশ্বের দেশ। রাজনীতির পালাবদলে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা আর এই সনদের সুফল ভোগ করতেই পারে! তার ফলে তো মুক্তিযুদ্ধের মাহাত্ম্য কমে যাবে না, দেশের মানুষের আত্মত্যাগ বা নারীদের সাথে সংগঠিত অত্যাচার কে খাটো করে দেখা যাবে না। মুক্তিযুদ্ধ যেমন সত্য; শেখ মুজিবের নামের উপর এই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা ও ধ্রুব সত্য।

২০২৪ সালের এতো প্রযুক্তি হাতে থাকা সত্বেও তো জনবান্ধব দেশপ্রেমিক ইউনূস সরকার জুলাই আহতদের পুর্নাগ তালিকা আর হতাহতের চিকিৎসার ব্যবস্থা করতে পারলো না? ইহার কারন কি?

৬| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেতন ব্যবসায়ী কলাবিজ্ঞানী কিরকুট দাদা রেগে আগুন; চেতনায় আঘাত লেগেছে।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

রাসেল বলেছেন: দেশ স্বাধীনতার পর অনেক মুক্তিযোদ্ধা চুরি বাটপারীতে জড়িত হয়, যা এখনো বিদ্যমান। সেই সব মুক্তিযোদ্ধা লক্ষ্য কি পাকিস্তানিরা চুরি বাটপারি করবে না আমরা থাকতে? ১৯৭১ সালের প্রকৃত মুক্তিযোদ্ধাকে আমার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছি।

৮| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন:
দরিদ্র জর্জরিত দুর্নীতিগ্রস্ত তৃতীয় বিশ্বের দেশ। রাজনীতির পালাবদলে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা আর এই সনদের সুফল ভোগ করতেই পারে! তার ফলে তো মুক্তিযুদ্ধের মাহাত্ম্য কমে যাবে না, দেশের মানুষের আত্মত্যাগ বা নারীদের সাথে সংগঠিত অত্যাচার কে খাটো করে দেখা যাবে না। মুক্তিযুদ্ধ যেমন সত্য; শেখ মুজিবের নামের উপর এই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা ও ধ্রুব সত্য।

২০২৪ সালের এতো প্রযুক্তি হাতে থাকা সত্বেও তো জনবান্ধব দেশপ্রেমিক ইউনূস সরকার জুলাই আহতদের পুর্নাগ তালিকা আর হতাহতের চিকিৎসার ব্যবস্থা করতে পারলো না? ইহার কারন কি?

৯| ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৬

আলআমিন১২৩ বলেছেন: এরা আসলেই দুই গালে চড় খাওয়া ঊচিৎ। সঠিক জীবিত মুক্তিযোদ্ধার আইডি নম্বরও আছে। এ দুটা ভূয়াদের নেই। দেখাতে না পারলে উত্তম মধ্যম দিয়ে পুলেশে দিন।

১০| ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৯

কামাল১৮ বলেছেন: আমাদের সাথে এমন অনেক অল্প বয়সী ছেলে ছিলো।যারা বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে।বর্তমানে আমি ৮০+।

১১| ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:১২

ঊণকৌটী বলেছেন: একটা প্রশ্ন মুক্তি যুদ্ধ কোনটা 1971 না 2024 আগস্ট?

১২| ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:২০

ঊণকৌটী বলেছেন: যেহেতু বাংলাদেশে 16 ডিসেম্বর স্বাধীনতার অনুষ্ঠান বাতিল করে দিয়েছে তাই 16 ডিসেম্বর সম্পূর্ণ ভারতের একমাত্র ভারতের এর মধ্যে বাংলাদেশের কোন অংশ নাই এইটা মাথায় রাখবেন |

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

ধুলো মেঘ বলেছেন: মুক্তিযুদ্ধ আগে একটা মনোপলি ব্যবসা ছিল। এই ব্যবসা এমনই পবিত্র যে এর আশেপাশে অন্য কোন ব্যবসায়ীদেরকে স্টলই খুলতে দেয়া হতোনা। কালের পরিক্রমায় এই ব্যবসা এখন ধ্বসে গেছে। প্রোডাক্টের সেই ভ্যালু এখন আর নেই। কেউ কেনেনা। ব্যসায়ীরা নিজেরা এই প্রোডাক্ট উৎপাদন করতোনা, কিন্তু ষোল আনা লাভ নিজেরাই নিয়ে নিত।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: উনি যে মুক্তিযুদ্ধ বুকে ধারন করেন, এটাই বড় কথা।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩২

শ্রাবণধারা বলেছেন: আমার যতদূর মনে পড়ে, বছর দেড়েক আগেও আপনি এই ব্লগে একজন বিশিষ্ট চেতনা-ব্যবসায়ী ছিলেন।

আপনি গিরগিটির মতো এভাবে পুরো রং বদলে ফেললেন কীভাবে?
আপনি তো সাঙ্ঘাতিক লোক, মশাই!

০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫২

এমএলজি বলেছেন: প্রমান দেখাতে পারবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.