| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহফুজ ইসলাম মেঘ
আত্ম-পরিচয় দেবার মতো এখনো কোন পরিচয় জোগাড় করা হয়নি।
একটা ঝড় উঠবে,
পূবের আকাশ কালো করে,
নির্জীব পৃথিবীকে অন্ধকারে ঢেকে,
আবারও একটা ঝড় উঠবে।
ঝড়ের ঝাপটায় শোনা যাবে
বিভীষনের আর্তচিত্কার,
মেঘনাদের অট্টহাসি,
সিরাজের বিশ্বাসের ক্ষিপ্র আলোক ছটায়,
পুড়ে ছাই হবে মীরজাফরের কালো মন।
একটা ঝড় উঠবে আবার,
কুলির হিংস্র মুষ্ঠি তুলে নেবে
বাবু সাহের পুরু চর্বির স্তর,
হতদরীদ্র চাষার ক্ষুধার্ত দৃষ্টির ভিড়ে
ভষ্ম হবে অসাধু মজুদদার।
.
একটা ঝড় উঠবে আবার,
যারা ডুবেছে পদ্মার জলে,
তারা চেপে ধরবে লঞ্চ মালিকের টুটি,
তার শেষ দমের অপেক্ষায় বসে
থাকবে স্বামী হারা স্ত্রী।
রাস্তায় রাস্তায় মিছিল হবে,
উন্মত্ত্ব স্বরের সব তরুন
যাদের রক্তে ভিজেছে এ কালো পিচ,
তাদের বুকে থাকা প্রতিটি বুলেট
আবারও বিঁধবে সেসব পাপীদের বুকে,
যারা জানেনা,
অন্যের অধিকার গোপনে হরণ, কতোটা পাপ, কতোটা অনিষ্ঠ,
কতোটা দুঃখে, কতোটা কষ্টে
একজন মানুষ নেমে আসে রাজপথে।
কলে কলে সাইরেন বাজবে,
পাথর কঠিন শ্রমিকের হাত
ছিঁড়ে নেবে তাদের অধিকার,
কলের মালিকের আলিশান অট্টালিকা থেকে।
একটা ঝড় উঠবে আবার,
একটা ঝড় উঠবে,
যে ঝড়ে উলট পালট হবে সব।
ধনীর স্থানে চাষা, চাষার ক্ষেতে ধনী,
ভিক্ষের কানা থালা হাতে রাজা
এসে বসবে রাজপথের ধারে।
ঘুষখোর, পেটুক সব আমলার দল,
ক্ষুধার্ত দিন কামলা হয়ে,
একমুঠো ভাতের আশায়
ঘুরো ফিরবে সারাদিন,
অযাচিত সব পাপাচারি,
পুড়ে ভষ্ম হবে সে
ঝড়ের আগ্রাসনে।
আবার একটা ঝড় উঠবে,
পাপে ভরা পৃথিবীটাকে উল্টে দিতে
আবার একটা ঝড় উঠবে।
.
.
.
.
------- মাহফুজ ইসলাম মেঘ
©somewhere in net ltd.