নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"কর্দমাক্ত এই ভুবন"

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৫৩

একটি কাদার গোধূলি....

আমি কর্দমাক্ত এক পৃথিবীর বাসিন্দা,
কাদা ঘেটে, খেয়ে আমার বড় হওয়া।
বড় হওয়া কাদা ছোড়াছুড়িতে শেষ নয়,
কাদা খাওয়ানোতেও তীব্র আকাঙ্ক্ষা।
কাদার পৃথিবী আমায় সরল হতে দেয় না,
জটিল এক যান্তব আকৃতিতে পরিণত করে।
নিজের সাদা শার্টে কাদা নিয়ে খুঁজে ফিরব,
অন্যের সাদা পাঞ্জাবীর ছোপ ছোপ কাদার দাগ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ২:০৫

শাহিন-৯৯ বলেছেন: খুব ভাল বুঝতে পারিনি আপনার কবিতার ভাবার্থ, এটা আমার ব্যার্থতা। তবে কিছু টাইপো মনে হয় আছে যদি একটু খেয়াল করতেন।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ২:৩২

মামুন রেজওয়ান বলেছেন: দুঃখিত এটা আমার ব্যার্থতা যে, বুঝাতে পারি নি। অবশ্য সব কিছু যে, বুঝতে এটাও না। কিছু কিছু জিনিস মাথার উপর দিয়ে যেতে দেওয়াই ভাল। আর আসলেই টাইপো আছে কি? হতে পারে।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

দিবা রুমি বলেছেন:
কাদা দিয়েই আমাদের সৃষ্টি।

ভাল লাগলো আপনার কবিতা।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৫

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যাবাদ তবে এখানে কাদা বলতে ভিন্ন কিছু বুঝিয়েছিলাম।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কাদা বলতে কি বুঝাতে চেয়েছেন জানি না। তবে মনে হয়েছে নেতিবাচক কিছু। সর্বপরি কবিতাটি ভালো লেগেছে।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৬

মামুন রেজওয়ান বলেছেন: হুম ঠিকই ধরেছেন , নেতিবাচক কিছুটা তো অবশ্যই।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

আকিব হাসান জাভেদ বলেছেন: কাদাতে কাদা মাটি । কিছু বুজেছি যা বুজেছি তা প্রকাশ করবো না । তা একান্তই আমার । সুন্দর কথা লিখেছেন।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৬

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ প্রকাশ না করাই শ্রেয় বলে মনে করছি, আপাতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.