নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"ডাবল স্ট্যান্ডার্ড "

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:১৬

একটা আলাপচারীতা সাথে কিছু চিন্তার খোরাক ছিল নিম্নের লেখাটায়। আমার কাছে মলম নাই তাই আন্তরিকভাবে দুঃখিত।

--আই লাভ ব্রাজিল। এবার ব্রাজিলই কাপ নিবে। 
--কিন্তু ব্রাজিলই কেন ভালবাসলেন ভাই? আরও দল ছিল। মুসলমান হিসাবে সৌদি আরব কিংবা মিশর ভাল হোত না?
--আরে খেলার মধ্যে কেন ধর্ম টেনে আনছেন ভাই? ব্রাজিলের নেইমারকে আমি ভালবাসি কারণ সে খুব ভাল খেলে। তার ধর্ম কি এটা আমার জানার দরকার নেই।

কিছুদিন পর......
--ভাই কেমন চলছে দিনকাল। বিশ্বকাপতো শেষ, এখন কি দেখছেন? 
--আরে ভাই কি যে বলেন, ক্লাবের খেলা চলছে না? 
--তো ক্লাবে কোন দল সাপোর্ট করছেন? 
--অবশ্যই লিভারপুল। 
--কিন্তু অন্য দল নয় কেন? রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার জোয়ারে আপনি লিভারপুল কেন পছন্দ করছেন? 
--আরে কি যে বলেন ভাই, মুসলিম হিসাবে আমি সালাহকে ভালবাসি আর তার খেলাও অসাধারন। শুধুমাত্র ২০১৭ সিজনেই সে ৩২ এর অধিক গোল করেছে লিভারপুলের হয়ে। তা ছাড়া সে কতটা ধার্মিক দেখেছেন। প্রায় প্রতিটা গোল করার পরেই সে মাটিতে মাথা ঠেকিয়ে সিজদাহ করে। 
-- ও সেটা অবশ্য ঠিক বলেছেন। ব্যাপারটা খারাপ না। হাঁটুর উপর কাপড় পড়ে সিজদাহ করছে। তার ধর্ম সম্পর্কে সচেতনতা আসলেই অসাধারন! ও আপনি না বলেছিলেন খেলার মধ্যে ধর্ম টানা যাবে না। 
--ইয়ে মানে............ আসি ভাই। 
.
বিঃদ্রঃ- আমি নিজে খেলা দেখছি সেটা এক কথা। কিন্তু খেলা দেখাটাকে আমি জায়েজ বানানোর চেষ্টা করছি সেটা কিন্তু ভয়ঙ্কর আলাদা কথা।
এই ব্যাপারে আমরা সতর্ক হই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:২৭

স্রাঞ্জি সে বলেছেন: সহমত, হে লেখক।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৯

মামুন রেজওয়ান বলেছেন: প্রথমত ধন্যবাদ। দ্বিতীয়ত দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।

২| ২৬ শে জুন, ২০১৮ রাত ২:৩০

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: সহমত ভাই। কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলা যায় না। বললে যে রি অ্যাক্ট আসে তাতে ভীত হয়ে যাই।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০১

মামুন রেজওয়ান বলেছেন: উত্তরটা আসে এরকম।আরে কি যে বলেন, ইসলাম কি এত কঠিন ধর্ম নাকি? খেলার মধ্যে একটা দল সাপোর্ট করলে কি আর হবে?

৩| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: চিন্তায় আছি। আজ রাত ১২ টায় আমাদের খেলা।
আজ আমাদের নাইজেরিয়ার সাথে জিততেই হবে।
ইনশাল্লাহ জিতব।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০২

মামুন রেজওয়ান বলেছেন: জিত্তা গেছেন কিন্তু আজকে?

৪| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪

একাল-সেকাল বলেছেন: নাইজেরিয়ার মোহাম্মদ মুসা’র ব্যাপারে বাড়তি সতর্কতা আর্জেন্টিনাকে নিরাপদ রাখবে বলে মনে হয়। সাম্পাওলির চলে যাওয়াকে আমি মেসির এবং দলের জন্য পজেটিভ দেখছি।
তবে মোহাম্মদ মুসার ইস্যুতে একজন মুসলিম হিসেবে ধর্ম কে টানছিনা। :)
GOOD LUCK ARGENTINA যদিও আমি ব্রাজিলের সমর্থক :-B

০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৪

মামুন রেজওয়ান বলেছেন: আপনার জন্য ব্রাজিলের জয় কামনা করছি, যাতে আপনাকে কাল কষ্ট পেতে না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.