নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Be real, be yourself, be unique, be true, be honest, be humble, be happy”

নিক্সন

“মানুষকে ভালবাসার মধ্যে নিহিত আছে পরম তৃপ্তী”

নিক্সন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগাররা প্রকৃত মুসলমান নয়! ভিপি নুরের কণ্ঠে হেফাজতের সুর!

১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫

Click This Link

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর হেফাজতে ইসলামের সুরে কথা বলেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা 'প্রকৃত মুসলমান নয়' বলে তিনি মন্তব্য করেছেন। গত বুধবার ফেসবুক লাইভে এসে নুর বলেন, 'প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।'

বুধবার ছিল পহেলা বৈশাখ ও পবিত্র রমজানের প্রথম দিন। ওই দিন বিকেলে লাইভে এসে ব্যক্তিগত জীবনে তিনি কীভাবে ইসলাম চর্চা করেন, তার কোনো বর্ণনা না দিয়েই পুরোটা সময়জুড়ে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সমালোচনা করেন। নুর বলেন, 'তারা (আওয়ামী লীগ) মুসলমান না। তাদের কোনো বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা। তারা শরিয়াহ ও সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।' ডাকসুর সাবেক ভিপির এমন বক্তব্যের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্যের মিল পাওয়া যায়। কারণ, তারাও শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনার জন্য আন্দোলন করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়ে থাকেন।

নুরুল হক নুর আওয়ামী লীগ সমর্থকদের 'চাঁদাবাজ', 'মাদক চোরাকারবারি', 'ধোঁকাবাজ', 'বাটপার'- এমন অনেক নেতিবাচক বিশেষণে আখ্যায়িত করেন। তিনি বলেন, 'তারা (আওয়ামী লীগ) সপ্তাহে এক দিন নামাজ পড়ে, কিন্তু কখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। তারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, মাদক চোরাচালান করে এবং টেন্ডার ব্যবসা করে। আবার নিজেদের মুসলমান দাবি করে। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারে না। যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারা প্রকৃত মুসলমান নয়।'

সম্প্রতি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এবং হেফাজত নেতার ধর্ম অবমাননাকর তথ্যগুলো সরকারের চাল হিসেবে আখ্যায়িত করেন নুর। তার মতে, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তা করছে।

আলেম-ওলামাদের চরিত্র হরণ করা হচ্ছে দাবি করে নুর বলেন, নবী (সা.) ও সাহাবিদের উত্তরসূরি হচ্ছেন আলেম-ওলামা। এটাও হাদিসে আছে- তোমরা আলেম-ওলামাদের সম্মান করো। আওয়ামী লীগের একদল বিকৃত মস্তিস্কের মানুষ, আওয়ামী উগ্রবাদীরা তাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, চরিত্র হরণ করছে, তারা মুসলমান হতে পারে না। তাদের কোনো ইমান নেই। একটাও ইমানদার না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



উহা হেফাজত নয়, উহা শিবির, বাচ্চা রাজাকার। এই পায়খানা "মুক্তিযোদ্ধা" কোটার বিপক্ষে কথা বলে, ঢাকা ইউনিভার্সিটিতে ভোট পেয়ে গিয়েছিলো।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৮

নিক্সন বলেছেন: বাংলাদেশে এই রকম বহুরূপী মানুষ খুব কম দেখা যায়। ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুরুতেই তাকে শিবির হিসাবে চিহ্নিত করা হয়েছিল।তখন সে বলছিল,আমি ছাত্র লীগ।আস্তে আস্ত সে স্পষ্ট করে সে শিবির।

৩| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পুরাতন হুজুর ভাত পায় না
নতুন হুজুরের আমদানী।
গায়ের লোক জামা পায় না্
উনি পরেন পাঞ্জাবী।

৪| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সিমন্ত বলেছেন: আপনার লেখাটি আমি পড়িনি। শিরোনামটি খুব ভালো হয়েছে - "নুরের কন্ঠে হেফাজতের সুর"।
ইটালীর giordano bruno কে ১৬০০ সালে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। তার দোষ ছিল, তিনি একটি বেয়াদবী দাবী বলেছিলেন। তিনি বলেছিলেন - পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
ওরে bruno বলদ, পৃথিবী যদি ঘুরতো, আমরা কি স্থির দাঁড়িয়ে থাকতে পারতাম? এমন বলদকে তো পুড়িয়ে মারবেই।
এখন কিন্তু সকল বিজ্ঞানীর কণ্ঠে bruno এর সুর পাওয়া যায়। সকল বিজ্ঞানী বলেন - পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
--------- ভুল সুরগুলি একদিন সঠিক হয়ে যায়, এবং সেটা সবার কণ্ঠে শোনা যায়।

৫| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: সেও কী হেফাজত করছে?

৬| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেনার চেয়ে প্রগতিশীল কেউ ছিলেন না?

৭| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬

ahmedshishir700 বলেছেন: এই নূর ও বিক্রি হয়ে গেলো।আফসোস নোংরা রাজনীতি এরেও খেয়ে দিলো!!

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪১

নিক্সন বলেছেন: প্রতি মুহূর্তে কথা পরিবর্তন করেন।

৮| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: নূর উজাইছে। আবার মাইর খাবে সে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.