| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

বিনয়াবনত শ্রদ্ধা তোমায়
হে মন সন্নিহিত প্রিয়া,
তোমার প্রথম চুম্বনের হিলল ,
আমার প্রগাঢ় রাতের অভীপ্সা।
ভাস্বর অনুজ্ঞা তোমার চোখে মুখে ,
এ যেন বহুল প্রতীক্ষার নাশ ,
পুণ্যের সিদ্ধ, পাতকের চূর্ণন ,
নেই কোনো অবকাশ।
আনকোরা বিশৃঙ্খল মন
স্বেচ্ছায় তনু অর্পণ,
শর্বর অরণ্যে , প্রবল ঝঞ্ছায়
বিয়োগ হলো ঊর্দ্ধবসন।
ওষ্ঠযুগল প্রবাহিনীর স্রোতে
ভিজে হলো রঙ্গনা ,
কেটে যায় বিভাবরী পরম আলিঙ্গনে ,
পুলকিত হলো বাসনা।
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০
মায়াস্পর্শ বলেছেন: হিলল মানে ঢেউ। হিলোল ভুল ছিলো।
২|
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২
মিরোরডডল বলেছেন:
আমার জন্য সামান্য কঠিন লেখাটা কিন্তু ভালো লেগেছে, বুঝতে অসুবিধা হয়নি।
এত দারুন লেখা, প্রথম পাতায় না যাওয়ায় সবাই পড়ছে না
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
মায়াস্পর্শ বলেছেন: আমার জন্য ও কঠিন লেগেছে লিখতে। প্রথম পাতার আশায় লিখছি না আপাতত। শিখছি মাত্র। সহায়তা করছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ জানবেন।
৩|
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭
মিরোরডডল বলেছেন:
এরকম কবিতা লেখার পর কেউ যদি বলে শিখছি মাত্র, তারপর আর কিছু বলার থাকে না।
সামুতে অল্প কয়জন কবি এমন করে লিখতে পারে।
সহায়তা করছি আমি? কিছুইতো করিনি ![]()
আমি একজন খুব সাধারন পাঠক মাত্র।
পড়ার পর ভালো লাগার কথা জানিয়ে গেলাম, এইতো।
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮
মায়াস্পর্শ বলেছেন: লেখার চেষ্টা করছি মাত্র।
আপনি অবশ্যই সহায়তা করছেন। প্রথম পাতায় জায়গা পায়নি এখনো। কিন্তু আপনার পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এটা সহায়তার চেয়েও বেশি।
৪|
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৫
মিরোরডডল বলেছেন:
আজ নতুন লেখা নেই যে!
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২
মায়াস্পর্শ বলেছেন: কিঞ্চিৎ অসুস্থ, তারপর নতুন বছরের কর্মব্যস্ততা। দুয়ে মিলে আজ আর হয়ে ওঠেনি। সময়ের সাথে আঁতাত করছি।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১
মায়াস্পর্শ বলেছেন: লিখে ফেলেছি । সহজ সরল লিখনি ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮
মিরোরডডল বলেছেন:
হিল্লোল হবে? জানিনা, তাই জানতে চাচ্ছি।