নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গ্রাফিক ডিজাইনার।

হাসান২৪

হাসান২৪ › বিস্তারিত পোস্টঃ

১০ মিনিটে ভিডিও এডিটিং শিখুন ঘরে বসে ৯৯% গ্যারাণ্টি

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

বিয়ের ফাংশন, পিকনিক ও বিভিন্ন ফাংশনের ভিডিও তাছাড়া ডিজিটাল ক্যামেরা ও মোবাইল এখনতো অনেকরই হাতে, তাই এসব কাজ কাজ ঘরে বসে নিজের মতো করে তৈরী করতে পারেন। যারা কম্পিউটার কিছুটা চালাতে পারে তারা চাইলে ভিডিও এডিটিংয়ের কাজটা নিজেই করতে পারেন। বাজারে অনেক ধরণের এডিটিং সফটওয়্যার থাকলেও Ulead Studio 10, তুলনামূলক ভাবে সহজ। এখানে একই সাথে অডিও এডিটর, ভিডিও এডিটর, ভিডিও পেইন্ট, ভিডিও ক্যাপচার, এনিমেশন তৈরী এবং ভিডিওকে সিডিতে রাইট করা যাবে।
https://youtu.be/z1RGJ52Xmi0


এই টিউটোর‍্যালে প্রথমিকভাবে কি কি শিখতে পারবেনঃ

♦ ভিডিও অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। বিভিন্ন অংশ যোগ করতে পারবেন।

♦ ভিডিও স্লো করতে পারবেন ও ফাস্ট করাও যাবে।

♦ এখানে আপনি আপনার ভিডিও এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে যে কোন ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। তাতে মনে হবে আপনি আকাশে উড়ছেন, সাগরে হাটছেন।

♦ এখানে ভিডিও এর অডিও পরিবর্তন করে অন্য অডিও যেমন গান, ভয়েস ইত্যাদি যোগ করা যাবে।

♦ ভিডিও মধ্যে বিভিন্ন লেখা যোগ করতে পারবেন।

♦ বিভিন্ন ইফেক্ট প্রদান করে ভিডিও মধ্যে নান্দনিক ছন্দ দিতে পারবেন। ভিডিওতে বৃষ্টি, রোদ,বাতাস যোগ করতে পারবেন।

♦ ভিডিও এর উপরের ও নিচের দিকে কালো বর্ডার দেওয়া ইউলিড মিডিয়া স্টুডিওতে খুবই সহজ।

♦ ভিডিও কে উপর, নিচ বা ডান, বামে উল্টানো
♦ স্থির চিত্র দ্বারা ভিডিও তৈরী

টিউটোরিয়ালটি দেখার জন্য ক্লি করুন এখানে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

হাসান২৪ বলেছেন: ভিডিও এডিটিং শিখুন ১০মিনিটে নিজেই ভিডিও তৈরী করুন
টিউটোরিয়ালটি দেখলে অবশ্যই শিখবেন, ৯৯% গ্যারান্টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.