নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গ্রাফিক ডিজাইনার।

হাসান২৪

হাসান২৪ › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে আয় করার সবচেয়ে বড় মাধ্যম আপওয়ার্ক এর বাংলা ভিডিও টিউটোরিয়াল

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

UpWork হল একটি Freelancing Website বা মার্কেটপ্লেস , যেখানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের কাজগুলি Post করে সাজিয়ে রাখে। এখানে দুই ধরনের ব্যাক্তি রেজিস্ট্রেশন করবে যেমনঃ
১। ক্লায়েন্ট ২। ফ্রিল্যান্সার

আপওয়ার্কে আয়ের ভিডিও দেখুন পানির মতো সোজা আপনিও পারবেনঃ পর্ব-১

ক্লায়েন্টঃ যে ব্যাক্তি কাজ দিবে এবং কাজের বিনিয়মে পারিশ্রমিক দিবে তাকে ক্লায়েন্ট বা বায়ার বলে।

ফ্রিল্যান্সারঃ যে ব্যাক্তি কাজ করবে এবং কাজের বিনিয়মে পারিশ্রমিক নিবে তাকে ফ্রিল্যান্সার বা ওয়ার্কার বলে।

সেই Post গুলো থেকে ফ্রিল্যান্সার বা ওয়ার্কার তাদের দক্ষতা অনুযায়ী এবং পছন্দমত কাজের জন্য Apply করে। এরপর ক্লাইন্ড বা বায়ার যাকে তার কাজের জন্য উপযুক্ত মনে করে তাকে Message এর মাধ্যমে Interview তে ডাকেন এবং দক্ষতা যাচাই করে কাজটি দেন।

কাজ সাধারণত দুইভাবে পোষ্ট করা থাকে,
১। ফিক্সড প্রাইস কাজঃ একটা কাজের জন্য নির্দিষ্ট প্রাইস
উদাহরণঃকোন ব্যক্তিবা প্রতিষ্ঠানের একটি লোগো দরকার এবং এই কাজের বিনিয়মে পারিশ্রমিক $200 দিবে।

২। আওয়ারলি কাজঃ একটা কাজের জন্য প্রতি ঘন্টায় কাজের মুল্য নির্ধারন হয়। ওয়ার্কার যত ঘন্টা কাজ করবে তত ঘন্টার পারিশ্রমিক পাবে।

উদাহরণঃ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করাবে প্রতি ঘন্টায় তার পারিশ্রমিক দিবে $10. এর মানে পার-ঘন্টা কাজ। এই কাজের তদারিক একটি Software দ্বারা নিয়ন্ত্রন করা হয়।

এই UpWork-এ আপনি কাজ করতে চাইলে প্রথমে আপনাকে সদস্য হওয়ার জন্য একটি Account খুলতে হবে। Account খোলা না থাকলে এই কাজের মার্কেটপ্লেসে কোন কিছুই করতে পারবেন না। UpWork-এ কাজের প্রথম স্টেপই হচ্ছে Account খোলা। তাই কিভাবে Account খোলা যায়, কিভাবে কাজের আবেদন করবেন, কাজ পাওয়ার উপায়সহ A-Z খুব সহজ ভাবে দেখানো হয়েছে।
ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

সভ্য বলেছেন: পানির মতো সোজা, পানি কি সোজা না তরল, বলা উচিত বাশেঁর মতো সোজা। তাই না। তো, টাকাটা কিভাবে উত্তোলন করবো তা কিন্তু বলেন নি। বলা উচিত না?

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

হাসান২৪ বলেছেন: তিনটি ভিডিও আছে , সব দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.