নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার মাত্র ৮৩২ ভরি সোনার গয়না!

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫০

শেখ হাসিনার মাত্র ৮৩২ ভরি সোনার গয়না!

The cartoon is collected from New Age online

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে মাত্র ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে গতকাল ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। অন্যান্য ব্যাংকে তার এমন আরও লকার আছে কি না, কে জানে! থাক, সবকিছু জানতে হয় না। জেনে লাভ নেই। জানা উচিত নয়। অন্তত সাধারণের।

অবশ্য, আওয়ামীলীগের অন্ধ ভক্তরা এখনও তাকে ফেরেশতার কাতারে রাখতে গলাবাজি করেন। বলতে চান যে, তিনি নিখুঁত একজন নারী। একেবারে দুধে ধোয়া তুলসি পাতার মত। তার চরিত্রে কোন কালিমা নেই। তার কোন দোষ নেই। অথচ একের পর এক দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে তার এবং তার পরিবারের সদস্যদের। জমি, প্লট, অর্থ পাচার কোনো দিকেই তারা পিছিয়ে নেই। তারপরেও অন্ধ আওয়ামী প্রেমীরা সত্যকে আড়াল করে অব্যাহতভাবে চাপাবাজি করে বেড়াচ্ছেন। তাদের এই মিথ্যাচারের শেষ কোথায়?

দেশে কোটি কোটি মানুষ যেখানে দু'বেলা দু'মুঠো ভাত খেতে পায় না সেখানে একজনের ৮৩২ ভরি সোনা! ও আল্লাহ, এই মহাপ্রতারকের খপ্পর থেকে আপনি এই দেশটাকে বাঁচিয়েছেন বলে আপনার কুদরতি পায়ে সিজদাবনত কৃতজ্ঞতা। আল্লাহ, আপনি দয়া করে দেশবাসীকে এই ধরণের ভন্ড, লুটেরা আর ভয়ঙ্কর ডাকাতদের হাত থেকে রক্ষা করুন।

মিথ্যাচারে জড়িত আওয়ামীলীগের উচ্ছিষ্টভোগী নির্লজ্জ প্রতিটি লুটপাটকারীর বিচার হয়তো আইন আদালতে কোনোদিনই হবে না, কিন্তু এ দেশের সাধারণ মানুষ এই ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধীদের কোনোদিনই ক্ষমা করবে না। জনগণের আদালতে এরা উপযুক্ত বিচার এখন যেমন পাচ্ছে, ভবিষ্যতেও অবশ্যই পেতে থাকবে।

তথ্য সূত্রঃ

শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাহাজ্জুতি আশেকে দীন পীরানে পীর হযরত মানবতার আম্মো বিশ্ব নেত্রীয়ে দুনিয়া আল্লামা হাসিনা একাম করতেই পারেনা আপনার অযথা গীবত করছেন!

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৯

নতুন নকিব বলেছেন:



তাহাজ্জুদি আশেকে দীন বলে কথা! তা ছাড়া, আপনাকে আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আপনি যেহেতু বলেছেন, আপনার কথা ফেলে দিই কি করে? ঠিকই, হাসিনা ইহা কখনোই করতে পারেন না! সুতরাং, ইহা আমরা তাহার নামে অবশ্যই গীবত করিতেছি! :)

২| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিন্দুকেরা অমন অনেক কথা বলে। সব কথা আমলে নিতে হয় না।

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

নতুন নকিব বলেছেন:



তা ঠিক। তবে নিন্দুকেরা যত যা-ই বলুক না কেন সিন্দুক খোলা হয়েছে মাত্র দুইটি। এখন দেখার বিষয়, নিন্দুকদের খুশি করতে এমন আরও আরও সিন্দুক পাওয়া যায় কি না।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬

অগ্নিবাবা বলেছেন: তিনি কওমী জননী, তেনারও খুমুস পাওয়ার অধিকার আছে। ইহাতে ভেচারা ভেচরি করার কি আছে?

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

নতুন নকিব বলেছেন:



অতি উত্তম কথা বলেছেন। তার অধিকার থাকবে না তো কার থাকবে? তা ছাড়া, কওমি জননী বলে কথা!

তবে একটা গরীব দেশের প্রধানমন্ত্রীর এত পরিমান স্বর্নালংকার কতটুকু শোভনীয় তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে!

৪| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭

রাসেল বলেছেন: জানতে চাওয়া গীবত কি-

মিথ্যা অপবাদ, অপ্রয়োজনে কারো নিন্দা ছড়ানো, সচেতনতার জন্য কারো নিন্দা ছড়ানো?

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০০

নতুন নকিব বলেছেন:



না, জানতে চাওয়া গীবত নয়। অপরাধীদের পক্ষের কিছু লোক তাদের নেত্রীর এসব গোপন সত্যগুলো বেরিয়ে আসার পরেও ঘুরিয়ে পেচিয়ে এলোমেলো কথা বলতেই থাকবে। তারা এইসব সংবাদকে গীবত বলবেন, এটাও স্বাভাবিক।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২২

জুল ভার্ন বলেছেন: এখনো অনেক কাহিনী বাকী.....

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০১

নতুন নকিব বলেছেন:



জ্বি, সেটাই দেখছি। মনে হচ্ছে, থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে মাত্র।

৬| ২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৭

মাথা পাগলা বলেছেন: এতো দিন পর জানা গেলো? আর ফ্যাসিস্ট স্বৈরাচারীকে চোর ডাকাতের ভয়ে ব্যাংকের লকারে সোনা রাখতে হলো?

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০২

নতুন নকিব বলেছেন:



জ্বি। সাথে করে নিয়ে যেতে পারলে ঠিকই নিয়ে যেতেন। কিন্তু আত্মরক্ষার জন্য পালিয়ে যাওয়ার সময় সেই সুযোগ তাকে দেওয়া হয়নি।

৭| ২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৬

জুল ভার্ন বলেছেন: রাষ্ট্রীয় উপহার সামগ্রীর মালিক রাষ্ট্র, নিজের মনে করে কদুভাতের নানী ছাও-পোনাদের জন্য রেখে দিয়েছিল।

২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৫

নতুন নকিব বলেছেন:



ইহাকেই বলে ভেজালমুক্ত অরিজিনাল স্বৈরাচার। স্বর্ণ গয়না আর কি! গোটা রাষ্ট্রটাকেই তিনি নিজের তালুক মনে করতেন। নিজেকে ভাবতেন এর একমাত্র বৈধ মালিক। এখানে কাকে জীবিত রাখা হবে আর কাকে কবরে পাঠানো হবে, তা একমাত্র তিনিই ঠিক করার অধিকারী ভাবতেন। তা না হলে কি যাকে তাকে টুপ করে পদ্মায় ফেলে দেওয়ার মত ভয়ঙ্কর তামাশা করা সম্ভব হতো মানুষের সাথে?

কত মানুষ যে তার কালো হাতের ইশারায় পৃথিবী থেকে নাই হয়ে গেছে, তার হিসাব কে দিবে? গুমের শিকার অনেকেই তো চির দিনের জন্য হারিয়ে গেছেন। আপনি নিজেও তো তাদের একজন। ভাগ্য সুপ্রসন্ন বলে আপনি ফিরে আসতে পেরেছেন।

মোটকথা, বাংলাদেশের মানুষ তার কাছে অতি তুচ্ছ নগণ্য প্রজা ছাড়া কিছুই ছিল না। এ দেশের মানুষ তার কাছে চরম ঘৃণার পাত্র। তখনও এবং এখনও।

৮| ২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
একটি সরকার কেমন করে স্বৈরাচারী হয়ে উঠে? এমন পুরানো কাসুন্দি নিয়ে ঘাঁটাঘাঁটি মার্কা পোষ্ট তথাপি ন্যারেটিভ দিয়ে বর্তমান কার্যক্রম কে ধামাচাপা দেওয়া। বর্তমান সময়ের ইউনুস অসংলগ্নতা বিএনপি-জামায়াত, কিংস পার্টির স্বেচ্ছাচারিতা নিয়ে তো আপনাকে কখনো প্রতিবাদ বা পোষ্ট দিতে দেখলাম না? দুইদিন পরপর আগুন তৌহিদী জনতার নামে মব সন্ত্রাস এগুলি হাসিনা আইসা করে দিয়ে যায়?

হাসিন এখন অতীত তার বিচার ৫ তারিখে হয়ে গেছে। তার ৫০০০ সোনা দশ হাজার কোটি টাকা কি আছে না আছে সবই মানুষ জানে। এখনকার সাধু-সন্ন্যাসী, পীর-আওলিয়া কার কত ভরি সোনা আর কত হাজার কোটি টাকা সেটা ও চেয়ার ছাড়লে বেড় হবে।
প্রথম দুটি মুছে দিবেন।

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:৫০

নতুন নকিব বলেছেন:



লকার দুইটা মাত্রই তো খোলা হলো! পুরনো কাসুন্দি বলছেন কীভাবে?

হাসিনা অতীত কিন্তু তার পাহাড়সম অপকর্মের ফলাফল আর ভোগান্তি এদেশবাসীকে বয়ে বেড়াতে হবে বহু বছর।

৯| ২৬ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

এ পথের পথিক বলেছেন: উন্নয়ন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন ।

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, তা আর বলতে হয়! হাসিনার একাউন্টের অভাবনীয় উন্নয়ন যে হয়েছে ইহা তো আজ প্রমানিত বাস্তবতা!

হেতে চোরের সর্দারনি। ডাকাতদের লিডার। তাইন অনেক গুণী লুক।

১০| ২৬ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

মাথা পাগলা বলেছেন: কী স্টুপিডিটি! ভল্ট আর লকার কি এক? ভল্টের ভেতরে টাকা থাকে আর সামান্য কিছু লকার থাকে। লকারগুলো আকৃতিতে ড্রয়ারের চেয়েও ছোট হয়। সেই লকার ইয়ার্লি বেসিসে ভাড়া নিয়ে কেউ গয়নাগাটি রাখে, কেউ ম্যুল্যবান দলিল দস্তাবেজ রাখে।
৮০০/৯০০ ভরি/কেজি স্বর্ণ রাখতে হলে তো কয়েকটা লকার নয়, কয়েকটা স্টিলের আলমিরা লাগার কথা। এইদেশের যেমন জনগণ তেমনি সাংবাদিক...! উভয়েই সাংঘাতিক....!
প্রাক্তন ব্যাংকার আমি। এসব দেখে শুনে আমার অবস্থাই এখন- চিনিপাতা দই, দুটি পাকা তেল....

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:১৬

নতুন নকিব বলেছেন:



৮০০/৯০০ ভরি/কেজি স্বর্ণ রাখতে হলে তো কয়েকটা লকার নয়, কয়েকটা স্টিলের আলমিরা লাগার কথা। এইদেশের যেমন জনগণ তেমনি সাংবাদিক...! উভয়েই সাংঘাতিক....!

-মাথা পাগলা, আপনারে কেউ যদি বলদ বলে সে নিশ্চিত একটা বোকা। কারণ, আপনি কোনভাবেই বলদ হওয়ার যোগ্যতাও রাখেন না। স্বর্ণের হিসাব না জেনে আন্দাজে ঢিল ছুঁড়েছেন। এই দেশের জনগণ সাংবাদিক সবার গোষ্ঠী উদ্ধার করেছেন। ঘটনা কী? মাথার তার কি সবই ছিঁড়ে গেছে?

আচ্ছা, থাক চলুন, এবার স্বর্ণের ওজনের হিসাবটা একটু জেনে নিই, ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম
৮৩২ ভরি × ১১.৬৬৪ গ্রাম = ৯,৭০৪.৪৪৮ গ্রাম
গ্রামকে কেজিতে রূপান্তর ⇒ ৯,৭০৪.৪৪৮ ÷ ১০০০ = ৯.৭০৪৪ কেজি

সুতরাং, ৮৩২ ভরি সোনা ≈ ৯.৭০৪ কেজি

আশা করি, এখন থেকে কারও গোষ্ঠী উদ্ধারে নামার আগে কয়েক মুহূর্ত ভেবে নিবেন। ধন্যবাদ।

১১| ২৬ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

মাথা পাগলা বলেছেন: আগের কমেন্টটা আমি শুধুমাত্র ফেবু থেকে কপি করেছি, যার ক্রেডিট সেটা যুক্ত করেছিলাম। কিন্তু কমেন্টে আসেনি। এখানে যুক্ত করে দিলাম।

Laila Afroze

https://www.facebook.com/laila.afroz.7

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



এই কমেন্ট যিনি করেছেন তিনি আইনস্টাইনের সমকক্ষ কেউ হবেন। আর কোনো কিছু না ভেবেই কপি যেহেতু আপনি করেছেন, আপনিও ঐ লেভেলেরই হবেন হয়তো।

১২| ২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৥ মাথা পাগলা, এই মন্তব্যটা আমারও চোখে পড়ল। কিন্তু কিছু করার নেই। পিনাকী আর ইলিয়াসের মুরিদরা যা বলবে তাই সত্যি। ব্রেন খাটানাের দরকার নেই। অন্য কারও বেলায় হলে বলা হতো কড়াইলের ঘটনা ধামাচাপ‍া দিতে এই নাটক সাজানো হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:



মাথা পাগলা, এই মন্তব্যটা আমারও চোখে পড়ল। কিন্তু কিছু করার নেই। পিনাকী আর ইলিয়াসের মুরিদরা যা বলবে তাই সত্যি। ব্রেন খাটানাের দরকার নেই। অন্য কারও বেলায় হলে বলা হতো কড়াইলের ঘটনা ধামাচাপ‍া দিতে এই নাটক সাজানো হয়েছে।

-বৈরাগী, মাথা পাগলার মাথা না হয় পাগলামিতে গুলিয়ে গেছে, আপনারটা গেল কীভাবে? ঐ মন্তব্যটা আপনার চোখে পড়ার পরে আপনার কাছেও কি মনে হয়েছে যে, ৮৩২ ভরি স্বর্ণ রাখতে হলে কয়েকটা আলমারির দরকার হয়??? আপনাদের মাথাও সেই লেভেলের!

১৩| ২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: @ মাথা পাগলা, বৈরাগী- বিচিতে মগজ আর মাথায় মাল থাকলে সাধারণ জ্ঞান হারিয়ে যায়।

সোনা পানির চেয়ে প্রায় ২০গুন ভারি।

এক লিটার একটা বোতলে যদি সোনা ভরা হয় তাহলে প্রায় ২০ কেজি সোনা ভরানো যাবে।

৮৩২ ভরি সোনা ১০ কেজির কিছু কম। আনুমানিক হাফ লিটারের বোতল পরিমাণ। মাথা পাগলা,আপনি যেই ব্যাংকে কাজ করতেন সেই ব্যাংকে হয়তো আপনি আপনার বিচি সংরক্ষণের জন্য সেই সাইজের লকার রেখেছিলেন, কোন ব্যাংকেই হাফ লিটার সাইজের লকার থাকে না এর চেয়ে অনেক বড় থাকে।

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:২৫

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনাকে। ৮৩২ ভরি সোনা রাখার জন্য যে আহামরি বড় একটা জায়গা লাগে না এই অতি সাধারণ জ্ঞানটুকুও অনেকের নেই দেখে আশ্চর্য্য না হয়ে উপায় নেই।

৮৩২ ভরি সোনা ≈ ৯.৭০৪ কেজি।

১৪| ২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: এই কমেন্ট যিনি করেছেন তিনি আইনস্টাইনের সমকক্ষ কেউ হবেন। আর কোনো কিছু না ভেবেই কপি যেহেতু আপনি করেছেন, আপনিও ঐ লেভেলেরই হবেন হয়তো।

জ্বী তিনি একজন পেশাদার ব্যাংকার হিসেবে কথা বলেছেন, আর একজন স্বঘোষিত নিজেকে জ্ঞানী দাবি করে ব্যাংকারের কথাকে গাবেজ বলেছেন। কার লেভেল কোথায়, সেটা বোঝার মতো মস্তিষ্ক আপনার নেই।

@গোবিন্দলগোবেচারা ঘনত্বের হিসাব ঠিক আছে, কিন্তু যখনই বিচি-মগজ-লকারে চলে গেলেন প্রমান হয়ে গেল সমস্যা সোনায় না আপনার মাথায়। হনুমানের পাছা জন্ম থেকেই লাল। বান্দর তার নিজের পাছা থাপড়ে লাল করলেও সে বান্দরই থাকবে।
----------------

ফ্যাসিস্ট স্বৈরাচারীকে চোর ডাকাতের ভয়ে ব্যাংকের লকারে কেন সোনা রাখতে হবে এই ব্যাপারটা বুঝলেই হবে।

২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১৫| ২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রিক্ত আমি, নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই__তাহাজ্জুতি হযরত আল্লামা আশেকে দীন শেখ হাসিনা।

২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩

নতুন নকিব বলেছেন:



আহ! তা আর বলতে হয়! এদেশের মানুষকে ভালোবাসেন বলেই তো লাখ লাখ মামলা দিয়ে অনেককে জেলে ভরে বসিয়ে বসিয়ে খাইয়েছেন। কাজকর্মের ধকল থেকে মুক্তি দিয়েছিলেন। তারচেয়েও বড় অবদান তার, তিনি অনেককে পরপারে পাঠিয়ে চিরমুক্তিও দিয়েছিলেন।

১৬| ২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১১

যারীন তাসনীম আরিশা বলেছেন: নারী নামের কলঙ্ক, লেডী ফেরাউন X((

২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:



তিনি অনেকের প্রিয় এবং আদর্শের প্রতীক।

১৭| ২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

যারীন তাসনীম আরিশা বলেছেন: মাথা পাগলা ও বৈরাগী দুজনই ভরি আর কেজি কি বোঝেনা; বৈরাগী নাকি শিক্ষকতা করে কি পড়ায় তা পরিস্কার!

২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১৮| ২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: আমি মানি না, একজন প্রধানমন্ত্রীর কিছুতেই ৮৩২ ভরি স্বর্ন থাকতে পারে না। কমপক্ষে ৮ হাজার ভরি থাকার কথা। স্বর্নের নৌকাই থাকার কথা- প্রায় ৩০ টা। বাকি স্বর্ন কে বা কাহারা চুরী করলো? হাসিনা দেশ বিদেশ থেকে অনেক স্বর্ন উপহার পেয়েছেন।

২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮

নতুন নকিব বলেছেন:



আপনার সাথে সহমত পোষন না করে উপায় নেই। তার মত একজন প্রধানমন্ত্রীর ৮০০০ ভরি স্বর্ণ থাকাই উচিত! তার থাকবে না তো এই পৃথিবীতে কার থাকবে? :) :) :)

১৯| ২৭ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: বুঝলাম না, এটা নিয়ে এতো বাড়াবাড়ির কী আছে? হিসেব করে দেখলাম যে, এটার বর্তমান বাজার মূল্য ১৭ কোটি টাকার কাছাকাছি। পুরো দেশ ফাঁকা হয়ে গেছে, হাজার বা লাখো কোটি টাকার দূর্নীতি হয়েছে- মানুষ পড়ে আছে এগুলো নিয়ে। আগের সরকারের মতো এই সরকারও দেশ লুটের তালে আছে, তাই এসব নিউজ দিয়ে পাবলিকের মনযোগ ঘুরায় আর কি। আমার কাছে এই এমাউন্ট অস্বাভাবিক লাগতেছে না এই কারণে যে, এতো বছর ক্ষমতায় থাকলে সে বা তার স্বজনেরা হাদিয়া তোহফা পাবেই- আর সে কোন ওলি আউলিয়া না যে, এগুলো পাল্টা দান করার চিন্তায় থাকবে। এই সরকারের লোকজন আগের সরকারের যোগ্য ছাত্র- যানে বড় ইস্যু থেকে কীভাবে মনযোগ ঘুরাতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.