নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৬

হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

শহীদ ওসমান বিন হাদি, ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি। ক্রুর অট্টহাসি। লাগাতার। অনবরত। দাঁত কেলিয়ে। শয়তানও পারে না এমন হাসি হাসতে। বত্রিশ পাটি দাঁত বের করে এমন জঘন্য হাসির ফোয়ারা বইয়ে দিচ্ছে খুনি ফয়সাল করিম মাসুদ। তাকে ভারত জামাই আদরে আশ্রয় দিয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারত কেন খুনিদের আশ্রয়স্থল? বলছি হাদির কথা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ভাড়াটে খুনিদের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিলেও ১৮ ডিসেম্বর ২০২৫ রাতে তিনি শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্নিঝরা প্রতিবাদের প্রতীক। তাঁর স্বপ্ন ছিল, আধিপত্যবাদ আর গোলামির নাগপাশ ছিন্ন করে বাংলাদেশ একদিন বিশ্ব মানচিত্রে আত্মপরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আধিপত্যবাদীদের ক্রিড়নকরা তার স্বপ্নকে ধূলোয় মিশিয়ে দিয়েছে। ফুল হয়ে ফোটার আগে অঙ্কুরেই হাদিকে নিঃশেষ করে দিয়েছে। কিন্তু একজন হাদিকে সরিয়ে দিলে কী লাভ? ভারতের মনে রাখা উচিত, এদেশের লাখো কোটি তরুণের রক্তে জ্বলছে প্রতিবাদের আগুন- ঘরে ঘরে জন্ম নিচ্ছে নতুন হাদি! এদেশের ঘরে ঘরে এমন কোটি কোটি হাদি আজ দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। ভারতের এটাও মনে রাখা উচিত, এটা সিকিম কিংবা ভুটান নয়, এটা বাংলাদেশ। আগ্রাসন আর আধিপত্যবাদ কীভাবে হটিয়ে দিতে হয়, এদেশের মানুষ তা ভালো করেই জানে।

যখনই এদেশের সাহসী সন্তানেরা ভারতের আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ খুলেছে, তখনই তারা খুনিদের লক্ষ্যবস্তু হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের প্রতিটি কলঙ্কিত অধ্যায়ে ভারতের কালো হাত স্পষ্ট। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকেও একই কারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করলেই নিশ্চিহ্ন করার এই রক্তাক্ত নীতি তাদের পুরনো অভ্যাস। এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, একজন খুনিকে আশ্রয় দিয়ে ভারতের অপরাধবোধের চিহ্নমাত্র নেই। লজ্জা-শরমেরও কোনো বালাই নেই! চক্ষুলজ্জা বলতে একটা টার্ম আছে, নির্লজ্জ এই দেশটির অভিধানে এই শব্দটিরও স্থান নেই সম্ভবতঃ। তারা সবসময় বাংলাদেশীদেরকে করদ রাজ্যের গোলাম হিসেবে দেখতে চেয়েছে। হাদির খুনিকে সীমান্ত পার করে আশ্রয় দিয়ে, ভারতে নিরাপদে লুকিয়ে রেখে তারা আবারও প্রমাণ করেছে- তারা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু। হাদি চলছে কবরে, খুনি হাসছে ভারতে!

ভারতের ধারাবাহিক শয়তানির মুখে এদেশের নিপীড়িত মানুষ মুখ খুললেই আওয়ামী লীগ আর ভারতের নিকৃষ্ট ল্যাসপেন্সাররা শেয়ালের মত হুক্কাহুয়া করে ওঠে। এটা এই ব্লগেও প্রায়শই দেখা যায়। তাবেদারি মানসিকতার ফ্যাসিবাদের দোসরদের বিক্ষিপ্ত আনাগোনা দেখলেই বুঝা যায়, এরা দেশবিরোধী ভারত প্রভূর কেনা দাস। এই শ্রেণির আত্মবিক্রিত অপদার্থদের জন্য করুনা হয়। এই নগ্ন আগ্রাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে। শহীদ হাদির রক্ত বৃথা যাবে না- এই রক্ত থেকেই জন্ম নেবে নতুন বিপ্লব। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আধিপত্যবাদের বিরুদ্ধে এ লড়াই চলবে, অব্যাহত থাকবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জয় এদেশের নিপীড়িত জনতারই হবে, জয় আমাদের হবেই ইনশাআল্লাহ!

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: শত্রু মরলে সবাই হাসে, এ আর নতুন কি?

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩

নতুন নকিব বলেছেন:



সেটা ঠিক কিন্তু ভারত কেন খুনিদের আশ্রয়স্থল? তাহলে কি এটাই প্রমান হয় না যে, এসব খুনের ঘটনায় ভারতের সম্মতি ও সমর্থন বিদ্যমান।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি না বললেও ভারত তাদের সার্থের বিষয় ঠিক রাখার চেষ্টা করবে। এটা সবাই করে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



কিন্তু আওয়ামীলীগ আর ভারতের ল্যাসপেন্সারগণ তো সবসময় ভারত বলতেই অজ্ঞান। ভারতকে তারা দুধে ধোয়া তুলসী পাতা জ্ঞান করেন। ভারতের আধিপত্যবাদ বিরোধী কথা শুনলেই তারা হুক্কাহুয়া করে ওঠে। এই দেশের খেয়ে ঐ দেশে ঢেকুর তোলা এগুলোই দেশের জন্য আসল সমস্যা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু আওয়ামীলীগ আর ভারতের ল্যাসপেন্সারগণ তো সবসময় ভারত বলতেই অজ্ঞান। ভারতকে তারা দুধে ধোয়া তুলসী পাতা জ্ঞান করেন। ভারতের আধিপত্যবাদ বিরোধী কথা শুনলেই তারা হুক্কাহুয়া করে ওঠে। এই দেশের খেয়ে ঐ দেশে ঢেকুর তোলা এগুলোই দেশের জন্য আসল সমস্যা। এরা এদেশে বসবাস করা সেদেশের লোক। সাতচল্লিশে অনেকে এদেশের ভারত ভূক্তির পক্ষে ভোট দিয়েছে। এখন সেই সংখ্যা আরো বেড়েছে। তারা চায় বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাক। ভারতও সেইটা চায়। এটা হলে ভারতের মানচিত্র সুন্দর হয়। ভারতের ইচ্ছা থেকে দেশ বাঁচাতে হলে এ পক্ষের লোকদের ঐক্য লাগবে। সেটাও এখন নাই। লাল-সবুজের পতাকায় শুধুই রক্তের চাহিদা।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০১

নতুন নকিব বলেছেন:



এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। এইসব ভেকধারীদের চিহ্ণিত করার সময় এসেছে। দেশের খেয়ে দেশের পড়ে, দালালি করবে অন্য দেশের, এটা মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৬

ঊণকৌটী বলেছেন: কিছু হলেই খামোখা অন্য কে দোষারোপ না করে যে সর্ষের মধ্যে ভূত আছে তাকে খুঁজন 1. সে একমাস আগে অস্ত্র মামলায় জামিন পেয়েছে খুঁজন 2.কে বা কারা নিশ্চয় লীগ করায়নি হাদীর সাথে তার ঘনিষ্ঠতা ছিলো কেন? 3. গুলি করার পরে পালাতে অনেক সময় নিয়েছিলো বর্ডার ক্রস করার আগে পুলিশ, সেনাবাহিনী, বর্ডার বাহিনী কি করেছিলো ? তাকে পালাতে সাহায্য কারা করেছিল? সুষ্ঠু তদন্ত করেন দেখবেন তার মৃত্যুতে কারা লাভবান হচ্ছে |

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



আপনার সব কথাই সঠিক ধরে নিলাম। শুধু একটা কথার উ্ত্তর দিন, ভারত তার মত খুনিকে কেন আশ্রয় দিচ্ছে??? ভারত কি তাহলে খুনির পক্ষে???

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

অগ্নিবাবা বলেছেন: আমি তো শুনলাম হাদিরে আপনি খুন করেছেন, ভারতের দোষ দিচ্ছেন কেন? প্রমান ছাড়া মনে যা আসে বলে দিলেই সত্য হয়ে যায়? নাকি ৭১ এর প্রতিশোধ নিতে চান? ৭১ এ ভারত জিতেছে, ২৫ শেও জিতবে। আপনারা সারা জীবন হারতেই থাকবেন। জয় বাংলা।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



জানি, সত্য হজম করা কঠিন। ধরা খেয়ে গেলে অনেকেরই মাথা ঠিক থাকে না। তারপরেও, মাথা গরম না করে পারলে শুধু ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিন- ভারত কেন খুনিদের আশ্রয়স্থল???

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: অযথা প্যাচাচ্ছেন। অযথা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এই অভ্যাস ছাড়ুন।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা গতকাল রাতে আগুন দিয়েছে এবং লুটপাট করেছে তারা কারা? তারা ধার্মিক। ধার্মিকেরা ভয়ংকর।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৮

নতুন নকিব বলেছেন:



ল্যাসপেন্সারদের সত্য হজম করতে পারার কথা নয়- এটা জানা কথা। হাদির খুনির পক্ষের ক্রিমিনাল লোকজন আবোল তাবোল বকবেই।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১১

ঊণকৌটী বলেছেন: সাতচল্লিশে অনেকে এদেশের ভারত ভূক্তির পক্ষে ভোট দিয়েছে। এখন সেই সংখ্যা আরো বেড়েছে। তারা চায় বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাক। ভারতও সেইটা চায়। এই বিষয়ে আপনার অনেক ধারণা ঠিক না, পুরনো একটা কথা আছে না মা ভিক্ষা লাগত না কুত্তা সামলা! ভারতকে মাগনা দিলেও ভারত নেবেনা কারণ প্রতিটি দেশ চায় একটা সুস্থ স্বাভাবিক আধুনিক শৃঙ্খল জনসংখ্যা বাংলাদেশে কি কখনো ছিলো ? সেইটা আর নেবার হলে 1971 নিরাপত্তার দোহাই দিয়ে কিছুটা অংশ নিতে পারতো কেউই আটকাতে পারতো না তো তখনই নিলো না এখন কেন লোভ করবে |

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫১

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! অপ্রয়োজনীয় তর্ক করার ইচ্ছে নেই। আপনি যদি পারেন, আপনার দেশ ভারতের কর্তৃপক্ষকে বলে হাদির খুনিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিন। এটা করার মাধ্যমেই প্রমান করা যাবে যে, ভারত খুনি সন্ত্রাসীদের পক্ষে নয়, বরং বাংলাদেশের পাশে আছে।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

ঊণকৌটী বলেছেন: আপনার সব কথাই সঠিক ধরে নিলাম। শুধু একটা কথার উ্ত্তর দিন, ভারত তার মত খুনিকে কেন আশ্রয় দিচ্ছে??? ভারত কি তাহলে খুনির পক্ষে আরে দাদা 144 কোটি লোকের দেশ তার মধ্যে ভাষা সংস্কৃতি মিল আছে এটা তো খড়ের গাদা থেকে একটা সূচ খুঁজে বের করতে বলা হ্যাঁ সে যদি এইখানে এসে অপরাধ মূলক কর্ম করে তাহলেই সম্ভব |

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫

নতুন নকিব বলেছেন:



খুনিকে ধরা পুলিশের পক্ষে কোন ব্যাপারই না। তবে তার জন্য সদিচ্ছা থাকতে হবে।

খোঁজ নিয়ে দেখেন, এই অব্যর্থ নিশানার খুনিকে হয়তো বিশেষ আতিথেয়তায় নিয়মিত পোলাও কোর্মা খাওয়ানো হচ্ছে।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

রাসেল বলেছেন: লাশের রাজনীতি। দেশের হতভাগ্য জনগণের প্রতি আমাদের মহান নিষ্পাপ দেশপ্রেমিক রাজনীতিবিদ; মহাজ্ঞানী, মহাজন প্রশাসক; আইন তার নিজের গতিতে চালানো বিচারব্যবস্থা; শান্তিশৃঙ্খলা রক্ষক; দেশের প্রতিটা ইঞ্চি রক্ষাকারীদের প্রতীকী উপহার।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



হাদির মৃত্যু খুবই শোকাবহ। কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩১

অগ্নিবাবা বলেছেন: ভারত কেন খুনিদের আশ্রয়স্থল??? ভারত কোন খুনিদের আশ্রয় দিয়েছে? ঝেড়ে কাশুন।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৭

নতুন নকিব বলেছেন:



ও আচ্ছা, আপনি তাহলে পৃথিবীতে মাত্রই অবতরণ করেছেন! এখানকার কিছুই জানেন না, তা তো জানা ছিল না। বাংলাদেশ থেকে পলাতক হাজারও খুনিদের অধিকাংশ এখন বহাল তবিয়তে কোথায় অবস্থান করছে? তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, অস্বীকার করতে পারবেন?

হাদির হত্যাকারী এখন কোথায় আছে? ভারত তাকে আশ্রয় দেয়নি??

১১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৯

ঊণকৌটী বলেছেন: আপনার ভাষায় খুনিদের মেইন মাথা ভারতে তো কারা জানি তাকে আদর করে ভারতে নিয়ে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাখার জন্য অনুরোধ করেছেন | উত্তর বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু তাদেরকে তো একটাও প্রশ্ন করতে দেখলাম না |

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। আপনি যদি শিউর হয়ে থাকেন, তাহলে প্রশ্নটা আপনিই করতে পারেন।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫

অগ্নিবাবা বলেছেন: বুঝলাম না নকিব ভাই, গায়েবী জ্ঞান আমার অজানা, যেমন বাংলাদেশে বসবাসরত ২৬ লক্ষ ভারতীয় পরিচয় আমার আজনা, তেমন বাংলাদেশ থেকে কে কারে খুন করে ভারতে আসছে তাও আমার অজানা, তারা কিভাবে আসছে? ভিসা তো শুনলাম দিচ্ছে না, বাগানপোর্টে এলে বিডিআর কেন আটকাচ্ছে না? হাদির হত্যাকারী এখন কোথায় আছে? ভারতে আছে এমন কোনো তথ্য থাকলে জানান, কোন থানা বা কার কাছে খোজ নিন, আমি ধরিয়ে দেবো। আমার মনে হচ্ছে আপনি অনেক কিছুর মাষ্টার মাইন্ড, আপনি জানেন কিন্তু বলছেন না, দেখেন আবার নিজের দলের লোকেরাই আপনাকে ডলা না দিয়ে দেয়।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২২

নতুন নকিব বলেছেন:



বাংলাদেশের মূলধারার সকল মিডিয়া হাদিকে গুলি করার পরে আসামী ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ প্রকাশ করেছে। অনলাইনে একটু খোঁজ নিয়ে নিশ্চিত হতে পারেন। https://www.jugantor.com/national/1040842

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪

অগ্নিবাবা বলেছেন: তাহলে যুগান্তরকে ফোন করে হাদির খুনির লোকেশনটা বলুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৮

নতুন নকিব বলেছেন:



বেশ ভালো। যুগান্তরের ওয়েব পেইজে ওদের কন্টাক্ট নাম্বার আছে তো। ওখান থেকে নাম্বার নিয়ে একটু কষ্ট করে ফোন দিয়ে আপনিই লোকেশনটা জেনে নিতে পারেন।

আশা করি, এই কষ্টটা প্রতিবেশীদের জন্য আপনি অবশ্যই করবেন। তা ছাড়া, শুধু যুগান্তরে নয়, বাংলাদেশের মূল ধারার প্রায় সকল পত্রিকায় এই খবর ছাপা হয়েছে, সুতরাং, যে কোন পত্রিকায় ফোন করে জানার চেষ্টাটা করতেই পারেন।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: ওসমান হাদীর মৃত্যুতে তারা এতটাই শোকগ্রস্ত যে ব্যাপক লুটপাটের সহিত তাদের শোক পালনের নমুনা:

১. ছায়ানটের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ।
২. প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ।
৩.ধানমন্ডি ৩২ নাম্বারে আবারো অগ্নিসংযোগ ও ভাংচুর।
৪. ইন্দিরা গান্ধী কালচালার সেন্টার ভাংচুর, অগ্নিসংযোগ।
৫. উত্তরাতে ৩২টি দোকান ভাংচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ।
৬. রাজশাহীতে ডেইলিস্টার-প্রথম আলোর কার্যালয় ভাংচুর।
৭. ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবক-কে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা!
৮. চট্রগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনর্বার অগ্নি-সংযোগ, ভাংচুর।
৯.খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা।

দেখেন আপনারা যা ভালো মনে করেন....

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৩

নতুন নকিব বলেছেন:



ভাংচূর, অগ্নি সংযোগ এগুলো করা অন্যায়। যারাই এগুলো করেছে, এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এগুলো কখনোই প্রতিবাদের মাধ্যম হওয়া উচিত নয়।

কিন্তু আপনি/ আপনারা কি ওসমান হাদির উপরে গুলি করাকে নৈতিকভাবে সমর্থন করেন? হাদিকে যে মেরে ফেলা হলো, এই বিষয়ে আপনার কোন প্রতিক্রিয়া আছে?

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

খুনিরা হাঁসে ভারতে.....

আপনার এই উক্তির মতো দেশের একটা গোষ্ঠীর এমন মনোভাবের বলির পাঠা
গতকাল রাতে ডেইলি স্টার,‌ প্রথম আলো, ছায়ানটের
অগ্নিসংযোগ ও মব সন্ত্রাস।

আপনাকে ভদ্র, মার্জিত, শিক্ষিত বলেই মনে হয়।
কিন্তু মাঝে মাঝে ধর্মান্ধতা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কিছু ছোঁয়া পাই।
হাদির মৃত্যু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক ব্যার্থতার
এক চুড়ান্ত নিদর্শন। সেই বিষয়ে কিছু উল্লেখ না করে সমগ্র বিষয়টি ভারতীয়
আগ্রাসনের প্রলেপ দিয়ে ডেকে দিলেন।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫

নতুন নকিব বলেছেন:



ভারতের কথা বললেই কিছু মানুষের উটকো টাইপের খামোকা দরদ উথলে ওঠার কারণটা আমরা বেশ ভালোভাবেই বুঝি। আমি ভারতকে খুনি বলিনি, আর ভারতের উপরে সব দায়ও চাপিয়ে দিইনি। আমার প্রশ্নটা খুবই সিম্পল, ভারত কেন খুনির আশ্রয়স্থলে পরিনত হলো?

দফাদার, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাজারও খুনি ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে আড়ম্বরপূূর্ণ জীবন যাপন করছে- এসব সম্ভবতঃ আপনারও অজানা নয়। হাদির খুনিও একই কায়দায় ভারতে আশ্রয় নিয়েছে। ভারতও তাকে আশ্রয় দিয়েছে, যা এদেশের পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে সকলেই জানতে পেরেছে। এগুলো বললেই যদি অভদ্রতা, ধর্মান্ধতা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ছোঁয়া আবিষ্কার করে বসেন, তাহলে তো বলার কিছু থাকে না। আপনার নিকট থেকে নয়, কেবল ফ্যাসিবাদের দোসরদের পক্ষেই এমন উদ্ভট মন্তব্য করা শোভা পায়।

ধন্যবাদ।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

অগ্নিবাবা বলেছেন: @নকিব ভাই, যুগান্তর বলছে, ভারতের ফোন ধরলে দালাল ট্যাগ দিয়ে আপনারা অফিস জ্বালিয়ে দেবেন, তারা ভয় পেয়ে গেছে। আপনি যখন খুনির ব্যাপারে সিওর হয়েই গেছেন আর একটু কস্ট করে লোকাশনটা বলুন। আমরা কেউই ওসমান হাদির উপরে গুলি করাকে নৈতিকভাবে সমর্থন করি না, সে না হয় ভারতকে একটু গালিই দিয়েছে তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে, আমিও তো মাঝে আল্লাহ ও নবির কঠোর সমালোচনা করে থাকি, তাই বলে কি আমাকে পাইলে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করবেন? নিশ্চয়ই করবেন না। ওসমান হাদির বিচার চাই। আপনি ধানাই পানাই না করে হাদির খুনির লোকেশন দিয়ে সাহায্য করুন প্লিজ।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। দেখুন ভাই, আপত্তিকরভাবে আপনার মন্তব্যের উত্তরে এমন কিছু বলতে চাই না, যাতে আপনি কষ্ট পান। একইভাবে আপনাকেও অনুরোধ, এমন কিছু বলা থেকে দয়া করে বিরত থাকুন, যা আমাদের মাঝে তিক্ততা সৃষ্টি করতে পারে।

বি: দ্র: এরপরে অপ্রয়োজনীয় এবং ফালতু যে কোন কমেন্ট মুছে দেওয়া হতে পারে।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৬

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: আমার প্রশ্নটা খুবই সিম্পল, ভারত কেন খুনির আশ্রয়স্থলে পরিনত হলো?

এই প্রথম সুন্দর একটা কথা বলেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ন প্রশ্ন। ভারতের তো উচিত এসব খুনিদের ধরিয়ে দিতে বাংলাদেশকে সহযোগিতা করা। ধরে নিলাম "হাসিনা" বিশেষ প্রোটকলে আছেন। কিন্তু লীগের বাকি সব অপরাধীগুলা তো ভারতে ঠিকই পার্টি করছে এবং আমি এটা অনুমান করতে পারি সব অপরাধীর এক্সাট লোকেশন ভারত গোয়েন্দা বিভাগের কাছে আছে।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩

ঊণকৌটী বলেছেন: দিনের আলোর মতো পরিষ্কার নির্বাচন ঘোষণার পরের দিনই হাদী গুলি খেলো | খালেদা জিয়ার নিউজ পেছনের পাতায় চলে গেল | তারেক জিয়া আসছে তিনিও নিউজ হবেনা | কারণ প্ল্যান মাফিক হাদি কে খুন করেছে তাঁর নিজের লোকেরাই | কোন প্রমাণ নেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট নাই | এক সাংবাদিক বললো আর সবাই চুদির ভাই আনন্দের সীমা নাই ভারতের পিছে দৌড়ছে | ভারত ক্ষেপে কিছু পদক্ষেপ নিলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেইটা না হলে পাবলিকের নজর থাকবে সাম্প্রতিক ঘটনার উপরে সেই ক্ষেত্রে জনাব তারিক আলগি | পরিষ্কার গেম প্ল্যান আর এইখানেই কিছু ব্লগার জমি তৈরী করতে ভয়ানক উদ্যোগী হয়েছেন | দৃষ্টি সরাতে চাইছেন ওই ভারতের দিকে যে কানু বেটাই চোর |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.