| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
হামলা ভাংচুর অগ্নিসংযোগ নয়, আমরা শান্তি চাই
ছবি এআই জেনারেটেড
হামলা ভাংচুর অগ্নিসংযোগ প্রতিবাদের ভাষা নয় কখনোই
আমরা এসব আর দেখতে চাই না কোনভাবেই
আততায়ীর বুলেট কেড়ে নিয়েছে আমাদের হাদিকে
হাদিকে ফিরে পাব না আমরা আর কোনোদিন
পুরো দেশ যখন হাদির বিয়োগ ব্যথায় শোকে মূহ্যমান
সুযোগ সন্ধানীরা তখন হামলা ভাংচুর অগ্নিসংযোগে লিপ্ত
তারা দায় চাপাতে চায় হাদির পক্ষের প্রতিবাদকারীদের উপরে
আমরা বলি, ধ্বংসাত্মক এই দুষ্কর্মে জড়িতদের চিহ্নিত করুন
পুলিশকে সাহায্য করুন এদেরকে আইনের আওতায় আনতে
হামলা ভাংচুর অগ্নিসংযোগ দেখতে চাই না আমরা ঘুনাক্ষরেও
আগুনের লেলিহান শিখা যখন ছড়িয়ে পড়ে রক্তিম আভায়
ভাঙা কাঁচের ঝনঝনানি রাতের বুকে ছুরির মতো বিঁধে যায়
ধোঁয়ার কালো মেঘে শহরের আকাশ কাঁদতে থাকে নীরবে
তখন প্রতিবাদ জাগে না মরে যায় মানুষের শেষ ভাষা
হাতে ইট চোখে লাল আগুন মুখে অন্ধ চিৎকারের ঝড়
ধ্বংসের ধুলোয় কি জন্ম নেয় ন্যায়ের মধুর সুর?
না, জন্ম নেয় শুধু ভয়ের কাঁটা অশান্তির কালো ছায়া
জন্ম নেয় এক মায়ের বুকে চেপে থাকা চিরকালের কান্না
সত্যিকারের প্রতিবাদ তো শান্তির কণ্ঠে উচ্চারিত দৃঢ় কথামালা
যুক্তির আলোয় জ্বালানো মোমবাতির কাঁপা সারি আশার দীপ্তিতে
থামো, ভাই থামো, এই আগুন নিভিয়ে দাও হৃদয়ের দয়ায়
ইট ফেলে তুলে নাও কলম, হাতে হাত রেখে দাঁড়াও অটুট বন্ধনে
প্রতিবাদ করো এমন করে যেন কোনো মাকে রাত জেগে
তার সন্তানের নাম ধরে বিলাপ করতে না হয় বিদীর্ণ হৃদয়ে
আমরা শান্তি চাই, ন্যায় চাই, একটা দেশ চাই স্বপ্নের মতো
আত্মপরিচয়ে ঋদ্ধ যে দেশটির চিত্র এঁকেছিলেন হাদি তার কোমল অন্তরে
থামো, শান্তি ফিরে আসুক, ফিরে আসুক আমাদের হারানো আলো
চির শান্তির জান্নাতে আল্লাহ হাদিকে দান করুন উচ্চ মাকাম
২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪
নতুন নকিব বলেছেন:
আমরা সবসময়ই শান্তির পক্ষে। ধন্যবাদ।
২|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
নতুন নকিব ভাই, এভাবে ছেলে-মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে
শোক প্রকাশ শয়তানী "ওয়াসওয়াসা" এবং "শিরকি" কাজ কারবার।
এআই কে ইসলামিক ছবি জেনারেট করার নির্দেশনা দিবেন।
২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬
নতুন নকিব বলেছেন:
বিষয়টা দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। ছবিটা চেঞ্জ করে দিয়েছি।
৩|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
সুলাইমান হোসেন বলেছেন: ওরা দেশ ও জাতীর শত্রু,জাতীয় শত্রু।সংকটকে ব্যাবহার করে এইসমন্ত অপরাধ যারা করে,এরা জাতীয় শত্রু।ধৈর্যের াথে সবকিু মোকাবেলা করা উচিত।
২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৯
নতুন নকিব বলেছেন:
জ্বি, সেটাই এখন করণীয়। একইসাথে শত্রুদের থেকে দেশবাসীকে সাবধানে থাকতে হবে যাতে তারা অঘটন ঘটানোর কোন সুযোগ নিতে না পারে। জাজাকুমুল্লাহু তাআ'লা খাইরান।
৪|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০
কিরকুট বলেছেন: মাছের মায়ের পুত্র শোক ।
২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১২
নতুন নকিব বলেছেন:
আপনি যেটা ভালো মনে করেন। তবে, একটা কথা আছে, "যে যেমন, অন্যকেও সে তেমনই মনে করে"। কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। ধন্যবাদ।
৫|
২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আপনি যেটা ভালো মনে করেন। তবে, একটা কথা আছে, "যে যেমন, অন্যকেও সে তেমনই মনে করে"। কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। ধন্যবাদ।
ধন্যবাদ । আপনার এই মন্তব্য কোড করা হবে ।
২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। "কোড করা" বলতে আসলে কী বুঝাচ্ছেন? "কোড" শব্দটা ব্যবহার করতে চেয়েছেন? নাকি, "কোট" বলতে চেয়েছিলেন? কনফিউজিং।
৬|
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: যারাই হামলা ভাঙচুর করছে, এদের পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলা উচিৎ।
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭
নতুন নকিব বলেছেন:
অবশ্যই বিচার হওয়া উচিত। তবে তা হতে হবে রাষ্ট্রীয় আইনের আওতায়। পিটিয়ে পিঠের চামড়া তুলে দেওয়া তো মব কালচার। আপনি কি মবের পক্ষে বলছেন?
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪
লুধুয়া বলেছেন: আপনারা শান্তির পক্ষে কবে ই বা ছিলেন।