নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

ভারতের লেজ গুটিয়ে পালানো কেবল শুরু

২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪



বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিআইএফপিসিএল) শনিবার সকালে খাবারের টেবিলে ৯ কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিতে শুরু করে। একপর্যায়ে জানা যায়, তারা কাউকে না জানিয়েই প্ল্যান্ট এরিয়া ছেড়েছেন। কিন্তু কখন এভাবে পালিয়ে গেছেন কেউ জানে না। একইদিন দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশ করার কথা জানা যায়।

দেশ ছাড়া ৯ কর্মকর্তা হলেন- ন্যাশনাল থারর্মার পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ভারত থেকে পেশনে পাওয়ার প্লান্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে কর্মরত জি এম সিউজ প্রতিম ভর্মন, জি এম বিশ্বজিৎ মন্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজিএম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজি এম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা সিএফ ও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

এর আগে সিলেট সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ভারতের তুষার কান্তি সাহা । ২০১৮-২০১৯ সালের দিকে তাঁর ভারতীয় পাসপোর্ট নিয়ে অবৈধভাবে বাংলাদেশে চাকরী করেছেন। এরপর ধরা পরলে বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছেন।

এখন দরকার গ্রামীন ফোন থেকে প্রায় ৭০০ ভারতীয় কর্মকর্তা বিতারন, গার্মেন্টস থেকে প্রায় ৩০ হাজার ভারতীয় বিতারন, সবশেষে সশস্ত্রবাহিনী থেকে ভারতীয়দের নির্মূল।

তারপর ঘরের খবর আর অন্যে জানবে না। দেশ তখন বাংলদেশ রেলগাড়ির মত হেলেদুলে ঝুকঝুক করে চলবে।

সুসংবাদ হল, গেল সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র কর্মকর্তাদের বাংলাদেশ ছাড়ার অনুরোধ করেছিল ভারত সরকার। তারও আগে ১৫ ডিসেম্বর ২০২৫ এ কিছু কিছূ ভারতীয় ভিসা কেন্দ্র তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষনা দিয়েছিল। বাস্তবে সব ইন্ডিয়ান ভিসা কেন্দ্রের সার্ভিস বন্ধ ছিল।



সত্য কথা হল, জোঁক পেট ফুলে রক্ত খেতে খেতে, একসময় নিজ থেকেই খসে পরে।


রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়াই দেশত্যাগ

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭

কিরকুট বলেছেন: আপনি হয়তো খবর টা শোনেন নাই । ভারত তাদের বাংলাদেশে কর্মরত সকল ব্যক্তির পরিবার সহ গুটিয়ে নেয়ার আদেশ দিয়েছে আরো দশ দিন আগেই ।

২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৮

অপলক বলেছেন: হুম... খবরটা শুনেছি। স্ট্রং রেফারেন্স খুজে পাইনি। ধন্যবাদ কিরকুট।

এখন কলকাতার লীগ কলোনিতে একটা ধামাক্কা অভিযান চালালে দুধ চায়ে নোনতা বিস্কুট খাবার স্বাদ পাওয়া যেত... আপেক্ষায় আছি...

২| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক ভাল হয়েছে। আর শেষ লাইনটা একদম সত্য।

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০১

অপলক বলেছেন: রক্ত চুষতে চুষতে পেট ফুলে গেলে, জোঁক এক সময় নিজ থেকেই খসে পড়ে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৫

নতুন নকিব বলেছেন:



কথা হলো, রক্তচোষারা এভাবে পালিয়ে যাচ্ছে কেন?

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

অপলক বলেছেন: মুখ চেনা হয়ে গেছে। তাদের দিয়ে কাম হচ্ছে না। নতুন নিয়োগ হবে। নতুন মোড়কে ইন্ডায়ান মাল আবারও পাবেন। নো চিন্তা ডু ফুর্তি। তারেক রহমানকে শুধু সরকার প্রধান হবার অপেক্ষায় থাকেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫১

রায়হান চৌঃ বলেছেন: এটা নিঃসন্দেহে ভালো খবর। আরো ভালো খবর হবে, যদি যোগ্য লোক দিয়ে খালি জায়গা গুলো পুরণ করতে পারেন। আপনি নিষ্চিই যোগ্যতা প্রমাণ করতে যাচ্ছেন...... অভিন্দন আপনা কে..... সুখবর টা জানিয়ে মিষ্টি খেয়ে যাবেন প্লীজ

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১

অপলক বলেছেন: মিষ্টি খাবার কথা মাথায় রাখলাম। ডায়াবেটিক্সটা একটু কন্ট্রোলে আসছিল। তারেক উঠলে আবার কন্ট্রোললেস হয়ে যাবে।

যোগ্য লোক আছে, কিন্তু দাদাদের রেফারেন্স থাকায় নতুন প্যাকেটে ইন্ডায়ান মাল আবার জায়গা মত সেট হবে। সেক্ষেত্রে নি:সন্দেহে সুসংবাদ আর হয়ত দিতে পারব না।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশ তখন বাংলদেশ রেলগাড়ির মত হেলেদুলে ঝুকঝুক করে চলবে।
....................................................................................................
তাহলে বিগত ১৫ মাস রেলগাড়ি কিভাবে চলেছে
লাভবান কারা হলো ?
মোস্তাফিজ যেদিন আউট হলো ,সেদিন কেন ঘাড় ধরে
কিছু বের করে দেয়া হলোনা,
তাহলে রাগটা মিটত, আই.পি.এল এর কারনে অন্ধ হয়ে
আই.সি.সির সাথে বিবাদে যেতে হতোনা ।
( কোথায় হিল্লী কোথায় দিল্লী )
....................................................................
জীবনে একটি বড়সড় উদাহরন দেখলাম,
নিজের নাক কেটে অন্যর যাত্রা ভঙ্গ করা ।

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২১

অপলক বলেছেন: আর কারও নাক কাটতে দেবেন না প্লিজ। বিশ্রি দেখায়। ধরে ধরে দাদাদের ঐটা কেটে দিন। খাতনা করা থাকলে খোচ পাচড়া কম হবে ওনাদের।

যে খেলোয়াড়রা খেলতে গিয়ে তোয়ালা চুরি করে, সেই টিমদের নিয়ে আমি মাথা গলাই না। দু:খিত জনাব।

আর ভালকথা: গত ১৫ মাস দেশ ৬ষ্ঠ প্রজন্মের ম্যাগনেট ট্রেনের গতিতে চলেছে। ২০০০ সালের পর থেকে যা হয়নি, গত ১৫ মাসে তার চেয়ে বেশি কিছু হয়েছে। ১২ ফ্রেব্রুয়ারীর নির্বাচনের পর, আবারও হেলেদুলে চলা ঝুকুঝুকু রেলগাড়ি হয়ে যাবে বাংলাদেশ। অপেক্ষায় থাকুন, আর মাত্র কটা দিন।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

রায়হান চৌঃ বলেছেন: এবার এইছ এস সি তে সিজিপিএ ৫ পাওয়া এক ছাত্র কে প্রাক্টিস করার জন্য আইআইটি & জেইই এর কিছু বই দিয়ে বলে ছিলাম, সলভ কর... হার্ডলি ট্রাই কর যত্ক্ষন না তোমার ঘাম ছুটে, প্রয়োজনে একটা মেথ নিয়ে সপ্তাহ পার করবে তার পর ও সমাধাণ দেখবেন না...... পরবর্তিতে একে বারে ই না পারলে দেখে নিবে এর সমাধান কী ভাবে করেছে।

তার পর ঐ ছাত্র দুই দিন পর মেসেজ দেয় তার দ্বারা এর সমাধান করা সম্ভব নয়, উত্তরে আমি তাকে বলে ছিলাম তোমার দ্বারা ইন্জিয়ারিং ও সম্ভব নয়।

আপনার জ্ঞাতর্থে বলি, ঠিক এক ই বই প্রেক্টস করে ভারতীয় ছেলে মেয়ে রা ইন্জিনিরিং পড়ার জন্য কম্পিটিশন করে থাকে।

এবার বার বুঝতে পারছেন? পার্থক্য টা কোথায়?

পরিশষে বলব, সঠিক যায়গায় সঠিক মানুষ দ্বারা প্রতিস্থাপিত করতে না পারলে, এতে এত খুশি বা উৎফুল্ল হওযার কিছু নেই। পরবর্তীতে হিতে বিপরীত না হয়ে দাঁড়ায়, এটা একটা ভাবার বিষয়।

২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮

অপলক বলেছেন: ২০১০ এর পর থেকে যারা এসএসসি পাশ করেছে এবং উচ্চ শিক্ষার ডিগ্রি আছে, তাদের সিংহভাগ কোন প্রকারের শিক্ষিত বলা যায় না। তাদের কাছে কিছু আশাও করা যায় না।

বাকি থাকল যারা, তারা ব্রেইন ড্রেইনে অন্য দেশে আছে। স্ব স্ব স্থানে ভাল করছে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:০০

অপলক বলেছেন:

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

কিরকুট বলেছেন: রায়হান @ বাংলাদেশের জেন জি (ছাগল) বেহেশতের ম্যাকানিজম নিয়ে গবেষণায় মত্ত তুচ্ছ পার্থিব ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবার সময় নাই

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:০১

অপলক বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.