নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

আনাড়ী

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৫৭




ছবি- নিজের তোলা

জীবন, সাধ মৃত্যু।
অপেক্ষা,নিদারুণ ফাঁসের দড়ি।
প্রতিদিন,একটু একটু মরি।

ভালোবাসা,ঘুণে ধরা কাঠের টুল।
ক্ষয়ে ক্ষয়ে করে যায় খুন।
বেঁচে থাকা,আপ্রাণ লড়াই।
ভুলে যাই মূহূর্তে কি চাই!

যন্ত্রণা প্রকৃত ত্রুটি
নইলে কি আর
দোটানায় ভুগি।

ঝুলে থাকি জন্ম-মৃত্যু।
জুড়ে থাকি অলীক, নিষিদ্ধ কীর্তি!





মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ২:৩৭

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৩

সামরিন হক বলেছেন: অনেক শুভকামনা।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৪:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসা,ঘুণে ধরা কাঠের টুল।
ক্ষয়ে ক্ষয়ে করে যায় খুন।

.............................................................
প্রানের আবেগে করি আমরা ভূল,
তবুও কথা থেকে যায়,
উষ্ঞতায় জীবন চলে আশা নিরাশার কালে
নেই তার একুল বা দো-কুল ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



আনাড়ী কবিতার শেষ দুটি লাইনে কবিতার আত্মস্বীকার যেন চূড়ান্ত রূপ পেয়েছে। যে কোন পাঠকের চোখে
ঝুলে থাকি জন্ম–মৃত্যু মানবজীবনের এক গভীর অনিশ্চয়তা ও স্থগিতাবস্থার প্রতীক,যেখানে মানুষ না
পুরোপুরি বাঁচে, না পুরোপুরি মরে; বরং দুই প্রান্তের মাঝখানে দোল খায়। আর জুড়ে থাকি অলীক নিষিদ্ধ-কীর্তি
পঙ্‌ক্তিটি সেই অস্তিত্বের সঙ্গে যুক্ত করে মানুষের অবদমিত আকাঙ্ক্ষা, নিষিদ্ধ স্বপ্ন আর অবাস্তব অথচ মোহময়
কর্মচেষ্টাকে। এখানে আনাড়ী সত্যিই কি শুধু অজ্ঞ!!, বরং সে এমন এক সত্তা, যে জানে তার পথ ভুল, তবু সেই
ভুলের সঙ্গেই নিজের জীবনকে জুড়ে রাখে। এই দ্বন্দ্বই কবিতার শেষে এর লেখকের সাথে পাঠক হিসাবে
আমাদেরকেও এক ধরনের নীরব বিষাদ ও গভীর আত্মঅনুসন্ধানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০২

সামরিন হক বলেছেন: ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৪

সামরিন হক বলেছেন: আস্ সালামু আলাইকুম।
ধন্যবাদ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৪

সামরিন হক বলেছেন: অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.