| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দন্ডিত অপুরুষ
আক্ষেপ নিয়ে বাঁচি না,সত্য বলতে পছন্দ করি আর দ্বিতীয় বিদ্যায় আস্থা রাখি।গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করি.....
প্রেম বেঁচে রুটি কিনে খাই,
আমরা একপাল ক্ষুধার্ত কবি.....
অবাক হই-
একদিন আমরা একটু ভালোবাসার দাবি রেখেছিলাম বলে;
তাতেই এক সহস্র বছরের দূর্ভিক্ষ নেমে এলো_
মরীচিকা পঙ্গপালে সওয়ার হয়ে চিবিয়ে খেলো আশার আঙুল।
আজকাল পুঁজিবাদের মন্ত্রপাঠ শুনতে পাই,
নার্সিসাসে সুগন্ধ নেই;মৃগনাভি দূর্লভ-
কবিদের বরং নারিদেহের খোঁজে যাবার সময় হলো......
ক্ষুধা আর কাব্য,
কারো অপেক্ষায় থাকে না।
এই সহজ সত্য কবে বুঝবে বলো....
২|
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ভাললাগা ![]()
+++
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:২২
লক্ষ্মীছেলে বলেছেন: নার্সিসাসে সুগন্ধ নেই;মৃগনাভি দূর্লভ-
কবিদের বরং নারিদেহের খোঁজে যাবার সময় হলো......
ক্ষুধা আর কাব্য,
কারো অপেক্ষায় থাকে না।
এই সহজ সত্য কবে বুঝবে বলো....
কখনো কখনো কাব্যই ক্ষুধা নিবারন করে, ভালো থাকুন কবি, সব সময়...