| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্য আবীর
মানুষ তুমি মানুষ হয়েই থাকো অমানুষ বা অন্য রূপে নয়
সঙ্গী হবি
অরণ্য আবীর
তুই কি আমার মায়ের মত
দুঃখ খাবি
কষ্ট খাবি
তুই কি আমার বাবার মত
দেয়াল হয়ে
আগলে রাখবি
তুই কি আমার ভাইয়ের মত
আদর দিবি
শাসন দিবি
তুই কি আমার বোনের মত
স্নেহের ডোরে
বেঁধে রাখবি
তুই কি আমার
শুধুই আমার
মায়ের মত ভাইয়ের মত
বাবার মত বোনের মত
এক জনমের
সঙ্গী হবি
উত্তরা ।। ৪ ফেব্রুয়ারী ।। ২০১৪
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
অরণ্য আবীর বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ
আপনিও ভালো থাকবেন
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
ডট কম ০০৯ বলেছেন: ছোট কিন্তু কথা গুলি দামী।
ভাল থাকুন। আরো লিখুন। :ী
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চালিয়ে যান।শুভকামনা।
৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
অরণ্য আবীর বলেছেন: ধন্যবাদ ডট কম ০০৯। আপনাদের আশীর্বাদ থাকলে হয়ত আরো ভাল ও বড় কিছু লিখতে পারব।
ভালো থাকবেন।
৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪
অরণ্য আবীর বলেছেন: রেজওয়ানা আলী তনিমা
আপনাদের এই শুভকামনাই আমাকে লিখতে সহায়তা করে।
চালিয়ে যাব আশা রাখি।
শুভকামনার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মায়ের মত ভাইয়ের মত
বাবার মত বোনের মত
এক জনমের
সঙ্গী হবি...
ভালো লাগলো..।
ভালো থাকুন ।