| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্য আবীর
মানুষ তুমি মানুষ হয়েই থাকো অমানুষ বা অন্য রূপে নয়
কষ্ট খাদক
অরণ্য আবীর
মনমাধবী লক্ষীসোনা
একটি কথা শোন
তোর মনের সব কষ্ট গুলি
আমার বুকে বুন
আমার বুকটা কষ্ট চাষের
বিশাল বড় মাঠ
সবার কষ্ট নষ্ট করে
সুখের বসাই হাট
সবায় শুধু সুখ নিয়ে যায়
তুইও না হয় নিবি
তোর বুকের সব কষ্ট গুলো
আমায় যখন দিবি
আমি একটা কষ্ট খাদক
কষ্ট খেয়ে বাঁচি
তোর মনের সব কষ্ট গুলো
আমায় দে না চাঁচি
সবার মনের কষ্ট নিয়ে
আমি কষ্ট রাজা
মনমাধবী তুই যে আমার
কষ্ট নাশের ওঝা
উত্তরা ।। ৬ ফেব্রুয়ারী ।। ২০১৪
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
এম এ কাশেম বলেছেন: সুন্দর, ছন্দময় ও সাবলীল...................
শুভ কামনা।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
অরণ্য আবীর বলেছেন: সেলিম ভাই ধন্যবাদ
ভাল থাকবেন।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
অরণ্য আবীর বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ কাসেম ভাই।
ভাল থাকবেন।
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
অরুদ্ধ সকাল বলেছেন:
কবিতা হয়ে উঠলো শব্দগুলো
৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
সায়েদা সোহেলী বলেছেন: কস্ট খাদখ নাম টা অড শুনালেও এর বাস্তবিক অস্তিত্ব কিন্তু সত্যি আছে
।
৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
অরণ্য আবীর বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ সকাল
ভাল থাকবেন।
৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
অরণ্য আবীর বলেছেন: সায়েদা সোহেলী
কবিতার নামটা অড শুনালেও আমরা কিন্তু সকলেই কম বেশী কষ্ট খাদক। অনিচ্ছা সত্বেও আমাদের কখনো কখনো কষ্ট গুলো গিলে ফেলতে হয়। সেই উপলব্ধি থেকেই লেখা।
সহমতের জন্য ধন্যবাদ।
৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২
রাসেলহাসান বলেছেন: ছন্দময় কবিতা। ভালো লেগেছে।
১০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
অরণ্য আবীর বলেছেন: ধন্যবাদ রাসেলহাসান।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সবার মনের কষ্ট নিয়ে
আমি কষ্ট রাজা
মনমাধবী তুই যে আমার
কষ্ট নাশের ওঝা।
সুন্দর।
বেশ ছন্দময়।