| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্য আবীর
মানুষ তুমি মানুষ হয়েই থাকো অমানুষ বা অন্য রূপে নয়
নৈঃসঙ্গ্য স্বপ্ন
অরণ্য আবীর
তুমি ও কি আমার মত
সঙ্গী বিহীন নীলাঞ্জনা
তোমার চোখে স্বপ্ন বুন
সঙ্গী হবে নীল জোছনা
আকাশ হবে তোমার বাড়ি
মেঘের ভিতর তোমার ঘর
চাঁদনী রাতে তোমার দাওয়ায়
আসবে অনেক নীল ভ্রমর
পাহাড় সম উপ-ঢৌকন
পাঠিয়ে দিবে রাজপুত্তুর
তোমার প্রাসাদ উঠবে ভরে
রঙিন সুধার সমুদ্দুর
পাখির গানে ফুলের ঘ্রাণে
মুখর রবে তুমি বেশ
নীলাঞ্জনা তোমার বুকের
দুঃখ হবে নিরুদ্দেশ
তখন তুমি আলতো করে
আমায় রেখো তোমার চোখে
আমিও নাহয় একটু খানি
ভাগ বসাবো তোমার সুখে
উত্তরা ।। ১৯ ফেব্রুয়ারী ।। ২০১৪
ছবিঃ Oronno Abir
©somewhere in net ltd.