নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

প্রচুর ব্লগিং করুন, কিন্তু......

২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৯

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

তা প্রিয় ব্লগারস্,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা অনেকদিন পর আপনাদের সামনে লিখার সুযোগ হলো। তা আমি মূলত দুটি বিষয় লিখতে এসেছি যার একটি হচ্ছে ব্লগিং-এর বিষয়।

আপনারা যে যখন যেখানেই যেভাবে থাকুন না কেনো, এ্যাটলিস্ট ব্লগিং-এর সঙ্গে থাকুন। আর আশা করবো সোস্যাল মিডিয়ার রিলস্ ব্লগিং সিস্টেম আরো সহজ করে দিয়েছে, কেনোনা এখন ব্লগিং করতে সাবজেক্ট খুবই সহজলভ্য, কারণ আপনি নিজেই একমাত্র এবং অভিন্ন সাবজেক্ট। আর তারই জের ধরে আপনি কোন মুহুর্তে কোথায় কি করছেন তার লিখিতরূপই হতে পারে একেকটি প্রাণবন্ত ব্লগ। ধরুন খেতে বসেছেন। সেক্ষেত্রে কখন খাচ্ছেন, কিসে খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কি কি খাবার আছে ইত্যাদির লিখিতরূপই হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় ব্লগ। টয়লেটে গেলে চাপ কেমন, গন্ধ কেমন, রং কেমন, কয় বদনা পানি খরচ করলেন ইত্যাদি লিখেও ব্লগ তৈরী করতে পারেন। মোটকথা, লিখতে হবে। কি লিখছেন বা কে পড়ছে সেটা বিবেচ্য নয়। পাশাপাশি সাড়া জাগানো কাপল ব্লগও করতে পারেন। আপনি এক লাইন লিখলেন, আপনার পরিবার এক লাইন লিখলো, এভাবেও লিখে ফেলতে পারেন চমৎকার একটি ব্লগ।

শুধু দূরে থাকতে হবে অন্যের ব্লগ পড়া থেকে। কেননা অন্যের ব্লগ পড়তে গেলেই অমত বা দ্বিমতের তৈরি হবে। সেথেকে মডারেসন নিয়ে কথা উঠবে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেখার কেউ নেই। তাই ফলশ্রুতিতে নিজের শারীরিক ক্ষতি। তাই কম পড়ো, কম জানো, কম বুঝো পন্থাই উত্তম পন্থা।

যাইহোক সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। সবশেষে জটিলবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২১

আলামিন১০৪ বলেছেন: দেখার কি সত্যি কেউ নাই? মডুরামগুলো যুদ্ধের ভয়ে ব্লগ ছেড়ে পলায়ন করিয়াছে নাকি গো জটিল দা?

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪০

বাজ ৩ বলেছেন: কোথায় থিকা বের হইলেন এতদিন পর, জটিল ভাই।আপনাকে ছাড়া ব্লগ জমে না।ব্লগে নিয়মিত হন

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথায় থিকা বের হইলেন এতদিন পর, জটিল ভাই।আপনাকে ছাড়া ব্লগ জমে না।ব্লগে নিয়মিত হন-২


না আরও কিছু কইতে হইবো?

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

সুলাইমান হোসেন বলেছেন: আপনাকে আন্তরিক জটিলবাদ,জটিল গবেষনা সমৃদ্ধ একটি পোস্ট লেখার জন্য।তো আপনি কি হেলির ধুমকেতু নাকি, ছিয়াত্তর বছর পর পর আপনাকে ব্লগের আকাশে দেখা যায়।নাকি অমাবস্যার চাঁদ ;)

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

রাসেল বলেছেন: স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.