| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজরাঈল আমি
অদ্ভুত এই নাম দেখে অবাক হবার কিছু নেই। মায়ের পেট থেকে বের হবার সময় মাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। তারপর গত কুড়িটি বছর তাকে জ্বালাচ্ছি। বিরক্ত হয়ে আজরাঈল বলে ডাকতেন। ভেবে দেখলাম নামটা ভালোই। আমার ক্যারেক্টারের সাথে মিলে যায়। তখন থেকেই আমি আজরাঈল, আজরাঈল আমি।
১.উনি এতোদিন পর
কিভাবে বেচে আছেন?
- ইভা রহমানের গান
শুইনা।
২.উনাকে এতো ফ্রেশ
লাগছে কেন?
- লাক্স সাবান
দিয়া গোসল
কইরা ফেয়ার এন্ড
লাভলি মাখছে তাই।
৩.১৭ দিন কোন খাবার
ছাড়া কিভাবে বেচে থা
কলেন?
- ওনার প্যাটের
মইধ্যে জীবিত
কৈ মাছ আছিলো তাই।
৪.উনার কাছে খাবার
কোথা থেকে আসল?
- সাহারা খাতুন গোপন
পাইপ লাইনের
মাধ্যমে সাপ্লাই দিচে।
৫/ উনার জামা কাপড়
গুলা এরকম নতুন
মনে হচ্ছে কোন
ময়লা নেই কেন?
- মাহফুজুর রহমান
পঁচা বল সাবান
দিয়া ধুইয়া দিছে তাই।
(সব প্রশ্নের একটাই
সহজ উত্তর।
রাখে আল্লাহ
মারে কে?)
২|
১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হাতীর ডিম বলেছেন: আমার একটা প্রশ্ন আছে। চুন্নি শাহা সিটিএন বাংলা ছাড়ে না কেন????
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ সকাল ১০:১০
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।