নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হতে হতে বুড়ো হয়ে গেলাম

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস)

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস) › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সম্পর্কে তর্থ্য নির্ভর ই-বুক চাই!!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সম্পর্কে আগেই পড়াশোনা ছিলো, সামার ভেকেশন চলা অবস্থায় বাংলাদেশের রাজনীতির কালো অধ্যায়ের উপর পড়াশোনা শুরুকরলাম, নতুন করেও মেজর জিয়া সম্পর্কে আরো পড়তে চাই! বুঝতে চাই ঠিক কি কারনে একজন মানুষ নিজেকে জিয়ার সৈনিক বলতে লজ্জা পায় না?? মেজর জিয়ার ঠিক কোন জাদুতে একজন মানুষ জিয়ার নামশুনে লজ্জায় মাথানত করে না?? মেজর জিয়া সম্পর্কে তর্থ্য নির্ভর বই সাজেষ্ট করুন... পিডিএপ লিংক দিলে কৃতজ্ঞ থাকবো!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

নেয়ামূল হক বলেছেন: এখানে কিছু পাবেন আরো পেলে দিয়ে যাব।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯

আবদুর রহমান (রোমাস) বলেছেন: পোষ্ট ভালোমতে পড়ুন, আমি বই চেয়েছি!!

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

আবদুর রহমান (রোমাস) বলেছেন: জয়াউর রহমান সম্পর্কে রশিদ এবং ফারুকের বক্তব্য!
Click This Link

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

সেফানুয়েল বলেছেন: এখানে কিছু পেতে পারেন। এখানে ক্লিক করুন

ইচ্ছে করলে পিডিএফ করে নিতে পারবেন। পেজের উপরের দিকে বাম পাশে পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করলেই হবে।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৫

আবদুর রহমান (রোমাস) বলেছেন: অনেক ধন্যবাদ ....দেখি কয়েকটা নামিয়ে নেই!!

৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫১

ইকবাল পারভেজ বলেছেন:
তুই না মিডল ইস্টে ঝাড়ুদারের কাম করস, লেখা পড়ার কথা কইয়া পাঠ লও?? গাজী পুরে পুটুমারা খাইয়া মাথা নস্ট হইয়া গেছে, বেজন্মা আওমীলীগার??

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

আবদুর রহমান (রোমাস) বলেছেন: আরে চুতিয়া তোর এই পরিমান জ্বলে উঠার কারন কি?? তুই খালেদা-ফালুর নাজায়েজ আওলাদ?? বাইঞ্চোৎ তেতুল সফিরা তোদের সাথে মিলে যে মিথ্যাচার করেছে তার ফল মাত্র সিটি কর্পোরেশন নির্বাচনে দেখছিস!! তবে বাচ্ছু ভুলে যাসনে মিত্যার জাহাজ আস্তিকতা-নাস্তিকতা নিয়ে তোদের শেষ রকরক্ষা হবে না!!

৬| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: দেশপ্রেমী কর্ণেল তাহেরকে খূন করার নির্দেশ এল পাকিস্তান থেকে। পাকিস্তানী প্রভূদের তুস্ট করতে ক্রুটি করল না সে।
কর্ণেল তাহেরকে হত্যা করা ছাড়াও আরো কিছু দায়িত্ব তাকে দেয়া হয়েছিল। গোলাম আযমদের পুনর্বাসন করা। পাকি প্রভূদের এই দায়িত্বও সে পালন করতে ভূল করে নাই।

গোলাম আযমের আত্নজীবনীর ২য় খন্ডের ১৭৭ পৃস্ঠায় সে লিখেছে, ‘রাজনৈতিক প্রজ্ঞার কারণেই জিয়া স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজন বর্জন করে সকলকেই তার সংগঠনে সমবেত করে।’





এই জিয়ার মূল পরিচয়।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

আবদুর রহমান (রোমাস) বলেছেন: যারা জিয়াকে তাদের আদর্শ মানে তারা সবাই জিয়াউর রহমানের মত দূর্ত ও নিঃলজ্জ খুনির চরিত্রের অধিকার নিতে চায়!!

৭| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

সরকার৮৪ বলেছেন: @ ইন্ড্রাস্ট্রিয়াল জয় + লেখক,

রাজাকার গোলাম আযমের খ্যাতা পুড়েন,গোলাম আযমের বাপে (রাও ফরমান আলী) কি কয় এইডা দ্যাকেন



@ লেখক,

ইংরেজী জানলে এইগুলান পড়েন.........

1. Ziaur Rahman Encyclopedia Biography

2. Ziaur Rahman Bangabhaban Biography

3. Ziaur Rahman Banglapedia Biography

4. Ziaur Rahman Virtual Bangladesh Biography

5. Ziaur Rahman Gunijan Biography

6. Ziaur Rahman Biography

7. প্রথম আলো-গোপন মার্কিন দলিল-‘একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’

8. প্রথম আলো-জিয়াউর রহমান,বীর উত্তম-তোমাদের এ ঋণ শোধ হবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.