| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোমান্স বাবা
খুব সাধারণ একটা মানুষ। এতটাই সাধারণ যা কেও কখনো ছিল না আগে।
শীতের সকাল মানে ঠান্ডা। আর শীতের সকালে বৃষ্টি মানে সেইরকম ঠান্ডা।
চারপাশের সবাই প্রেমিককে খারাপ চোখে দেখে। অথচ স্বামীকে ভাল চোখে দেখে।
এটা দেখে ছেলেদের স্বামী হতে মন চায় কিনা জানিনা। তবে প্রেমিক হতে চায় না এমন ছেলে আমি দেখিনি!
অবোঝ বয়সের শুভ্রতা আমাকে ছেড়ে গেছে বহু আগে। মেয়েদের চোখ মুখ নয় স্রেফ বুক-ঠোঁট দেখা শুরু করেছি কবে মনে নেই।
ভালবাসাকে পুঁজি করে কারো সতীত্ব হরণের চিন্তা কখনো করিনি। নিজের পশুত্বকে জাগিয়ে তোলে এমন কারো সাথে কভু মিশিনি।
ভালবাসা প্রেম কতটা পবিত্র হতে পারে মানুষ সহজে বুঝতে পারেনা। যদি বুঝতে পারত পৃথিবীতে কোন ছলনাময়ী থাকত না, থাকত না কোন প্রতারক।
সম্পর্কগুলো সুন্দর করার প্রচেষ্টা আমাদের মাঝে খুব কমই থাকে। আমরা শুধু শুভ পরিণতি খুঁজি।
আমাদের ভুলে যাওয়া উচিত নয় একটা গাছ কেবল লাগানোর পরপরই ফল দেয় না। গাছ বড় হবে, গাছে ফুল ফুটবে দেন আস্তে আস্তে ফল আসবে। কালক্রমে ফল খাওয়ার উপযুক্ত হবে।
আমরা মানুষ। মানুষ চাইলেই সব পারে। আমরা পারিনা কেন?
এর উত্তর হয়তো এভাবে দেয়া যেতে পারে আমরা অমানুষ।
আগে মানুষ হয় তারপর প্রেমিক হব!
©somewhere in net ltd.