| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওটিতে ঢোকার বিশ মিনিটের মাথায়
আমার জান এলো পৃথিবীতে;
হঠাৎ হুরোহুরি করে
সব চুপচাপ,
ডাক্তার নার্স সহকারী
সব শুরুর মতন নিরব;
কয়েকজনের দ্রুত প্রস্থান।
বাচ্চা কাঁদছে না কেনো আমার?
দুনিয়ায় এসে?
ওরে দেখান নয়তো
বসিয়ে দিন আমায়
এই অতিরিক্ত উঁচু বেডটায়
কাটাকাটি পড়ে সেলাই করুন;
আগে দেখতে দিন কি ঘটনা!
বাচ্চাকে এন আই সিউতে
পাঠিয়ে দিয়েছি; জানায় ডাক্তার,
অক্সিজেনের অভাবে
কালচে নীল ওর সমস্ত শরীর।
আমি নিজ চোখে দেখতে চাই সব;
না দেখালে ওটিতে
যারা আছেন;
এক্ষুনি বের হয়ে যান
সহ্য হচ্ছে না কাউকে।
আমার বাচ্চা না কাঁদার জন্য আপনারা ডাক্তার দুইটা দায়ী
বাচ্চা না কাঁদার জন্য ওটির কম অক্সিজেন দায়ী
বাচ্চা না কাঁদার জন্য মুচকি হাসির নার্সটা দায়ী
বাচ্চা না কাঁদার জন্য রূমের ঠান্ডা এসি দায়ী
বাচ্চা না কাঁদার জন্য আমার লো প্রেসার দায়ী
বাচ্চা না কাঁদার জন্য অপারেশন শেষ না হওয়া দায়ী।
ডাক্তার দুজন ফিসফিস করে
হাতে লাগানো সদ্য ক্যানোলায়
কোন একটা ইনজেকশন দিয়ে জানায়;
বাবু কত ভালো আছে এন আই সিউতে!!
সেটার প্রভাবে;
ফুরফুরে মেজাজ আমার!
মৃদু হেসে বলি
বাচ্চা কই আমার?
দেখাতে বলছিনা?
এক্ষুনি নিয়ে আসুন।
অথবা
এন আই সিউ কোন দিকে বলেন
আমিই দেখে আসি গিয়ে।
পেট কাটা? অসুবিধা নেই
চেপে ধরে নেব জায়গাটা।
আমি আমার বাচ্চার কাছে যাবো
বাচ্চা কই আমার?
হ্যাঁ?
পুরুষ ডাক্তারটা ভয় পেয়ে
ইনজেকশন দেয় আবার;
এবার;
কথা বলাই কঠিন লাগছে
মন হালকা শুধু শুধু।
বাবুর কাছে যাবার পরিকল্পনা
আরো বেড়েছে তবু;
খালি উঠে একটা দৌড় দিলেই
সুবিধাজনক কিছু করা যায় ভাবছি।
ভাবছি;
যেহেতু আমি এখন থেকে মা
এখন থেকেই এসব আমার দায়িত্ব।
তারপর মনে নেই
তারপর আবছায়া সব
তারপর
তারপর
তারপর
সমস্ত রাত্রি পর
আমার প্রথম সন্তান
আমার কোলে;
লম্বা সময় তার কাছে না থাকার অভিযোগ;
ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে থাকে সে;
আমিও বলি আমার সমস্ত জীবনের
অভিযোগ অভিমান আক্ষেপের কথা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
সামিয়া বলেছেন: আমাদের একমাত্র পৃথিবী সে। ধন্যবাদ আপু।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
ডার্ক ম্যান বলেছেন: রাজকন্যার ছবির সাথে কথার ফুলঝুরি
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬
সামিয়া বলেছেন: তার পৃথিবীতে আসার মুহূর্তটা
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমার রাজকন্যাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনা। রাজকন্যা আলোকিত মানুষ হোক।
দুজন ব্লগারের নতুন জীবন কেমন চলছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
আমাদের জীবন আলহামদুলিল্লাহ ভালো কাটছে আপনাদের সবার দোয়ায়।
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০২
ইমতিয়াজ ১৩ বলেছেন: রাজা , রানী আর রাজকন্যার জন্য শুভ কামনা
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২০
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, যদিও আমরা রাজা রানী না তবে আমাদের বাবু আমাদের কাছে আসলেই রাজকন্যা।
৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০২
ফয়সাল রকি বলেছেন: মিষ্টি পাওনা হয়ে গেলো!
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২২
সামিয়া বলেছেন: কিশের মিস্টি? কবিতার জন্য? না বাবুর জন্য? বাবু হয়েছে তো বছর হয়ে গেল। ![]()
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫২
মেহেদি_হাসান. বলেছেন: বাহ কি কিউটি!
কতো সুন্দর করে ক্যামেরার দিয়ে তাকিয়েছে। বাবা-মা দুজনেই ব্লগার একটু বড়ো হলে মেয়েকেও নিক খুলে দিবেন তারপর তিনজনে ব্লগিং করবেন।
দোয়া করি সারাজীবন ভালো থাকেন।
আপনাদের জন্যে শুভকামনা।
৮|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪
ফয়সাল রকি বলেছেন: বছর হয়ে গেল? তাহলে পরেরটার জন্য পাওয়া থাকলো!
৯|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: সার্থক মা আপনি । রাজকন্যার জণ্য শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯
শায়মা বলেছেন: একটা সত্যিকারের রাজকন্যা.....