| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ এক প্রহরীর মতো আমি জেগে থাকি একা কয়েকশো শতাব্দীর পুরাতন প্রাসাদের মতন।
বাতাসে শুকনো ফুলের গন্ধ।দেয়ালে ঝুলছে সময়ের দীর্ঘ প্রতিচ্ছবি, সোনালী ফ্রেমে বন্দী বিস্মৃত মুখগুলো।তারা এখনো চেয়ে আছে কারো অপেক্ষায়। সেই তাকানোয় একধরনের ক্লান্তি, একধরনের অমোচনীয় ভালোবাসাহীনতা।
আজকাল আমি বিশ্বাস করি প্রতিশ্রুতির চেয়ে বেশি পরিকল্পনা অপ্রয়োজনীয় ছিল জীবনে।
আমি দাঁড়িয়ে থাকি দূরে, এই বিশাল আকাশের নিচে, প্রাসাদের মতোই একলা ক্ষুদ্র আমি যার চোখে পৃথিবীটা ভারী, অথচ ভেতরটা ক্রমেই ফাঁকা হয়ে যায় ক্রমাগত ধূসর সময়ের সাথে।
মানুষের মুখে হাসি দেখি, কৃত্রিম
জিনিসের ঝলক দেখি,
আমার আসলে যেকোন ছোট স্বপ্ন দেখাও অভিশাপ।
তবু আমি বাঁচি।
প্রাসাদের মতো, সময়ের ভারে নুয়ে পড়েও টিকে থাকি।
শব্দে, নীরবে, অনুচ্চারিত এক প্রত্যাশার ভিতর।
হয়তো কোনোদিন ভালোবাসাহীন এই সময়ও ক্লান্ত হবে।
আর আমি আবার বিশ্বাস করতে শিখব,
যে, একফোঁটা মায়া এখনো পৃথিবীতে বাকি আছে।
ছবিঃনেট
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২২
সামিয়া বলেছেন: হুম যতদিন শ্বাস প্রশ্বাস অব্যাহত থাকবে। ধন্যবাদ ভালো থাকুন।
২|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময়ের ভারে নুয়ে পড়েও টিকে থাকি---- এই লাইনটি ভীষণ মনে ধরেছে। টিকে থাকা চাই, বার বার নুয়ে দাঁড়াতে হবে এই হলো জীবন।