| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যতটা মনোযোগ দিতে চেয়েছিলাম, সমুদ্রের দিকে তাকিয়েই মন কেড়ে নিল। ঢেউ আর রোদ একসাথে মিশে তৈরি করেছে এমন এক দৃশ্য যা কথায় বোঝানো সম্ভব নয়। পাথর, বালি, জল সবই যেন একাকার হয়ে একটিমাত্র অনুভূতিতে বদলে যায়। সমুদ্রের জলের নীল আর সূর্যাস্তের আলোর রং একসাথে মিশে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য তৈরি করে। যতবার এই দৃশ্য দেখি ততবারই মুগ্ধ হই।
সমুদ্রের থেকে সুন্দর আর কি হতে পারে, যে সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়েও ফুটে ওঠে, হৃদয়কে প্রসন্ন করে, শান্ত করে, বছরের ১২ মাসের ক্লান্তি ভুলিয়ে শান্তি দেয়।
আমি প্রতিবার ভালোবাসি ঢেউয়ের প্রতিটি শব্দের গর্জন, সূর্যাস্তের রক্তিম আলো, প্রতিটি পাথরের নীরবতা।
যখন সূর্য সম্পূর্ণ ডুবে গেল, আকাশ হয়ে উঠলো গভীর রক্তিম, সমুদ্রের আকাশ ধীরে ধীরে ঢেকে গেল ঢেউয়ের গর্জনে।
এত সুন্দর দৃশ্যের সামনে কোনো শব্দ যথেষ্ট নয়। 
প্রতিবছর কত মানুষ আসে, যায়, কিন্তু এই সমুদ্র থেকে যায় একভাবে চিরকাল।
১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৩
সামিয়া বলেছেন: এটা তো একটু মন খারাপ করা কথা হলো, হুম অবশ্যই শেয়ার করবো। ভালো থাকবেন, দোয়া রইলো।
২|
১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৮
সুলাইমান হোসেন বলেছেন: সুমুদ্র ভয়ংকর সুন্দর
১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৩
সামিয়া বলেছেন: আসলেই আসলেই
৩|
১০ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি আমাদের সমুদ্রটাকে 'ডাঃ বঙ্গোপসাগর' ডাকি।
১০ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪
সামিয়া বলেছেন: একদম পারফেক্ট নাম দিয়েছেন আসলেই সমুদ্র আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল সবরকম অসুস্থতা দূর করে দেয়, অনেক ধন্যবাদ।
৪|
১০ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: অনেকদিন সমুদ্র দেখি না!!!
১০ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪
সামিয়া বলেছেন: একদিন সময় করে দেখে আসুন তাহলে...
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়েও ফুটে ওঠে, হৃদয়কে প্রসন্ন করে, শান্ত করে,

..........................................................................................................
এই সৌভাগ্য কয়জনার হয় ?
নাহয় আপনার চোখ দিয়ে দেখবো ?
সুতরাং যা কিছু ভালো লাগে
আমাদের জানান, শেয়ার করুন
আমরাও আনন্দিত হই ।