নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সে যাকে ভালবাসে তার বিষ তাকে ছোঁয় না ...

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০০



নাগিনীর মতো মাটি ঘষে ঘষে
বুকের জমিনে দাগ কেটে সে এগোয়
আধো আলো, আধো অন্ধকারে,
রূপের ছটায় মোহ মায়ায় ভ্রম হয়
শরীরে শিহরণ লাগে ....
চোখের কাজলে তার দীঘির জল
নেচে চলে ছন্দ-হীন নিথর মৃত মানুষের মতো
নিস্তব্ধ, বাক হীন অথচ ভংয়কর !
পথিক পথ ভুলে করে, কৌতূহল নিয়ে কাছে যায়
রূপের ছটায় মোহ মায়ায় ভ্রম হয়
শরীরে শিহরণ লাগে ... ভেঙ্গে পড়ে সংযমের আঁতুড় ঘর ;
দাঁতের বিষ সযত্নে লুকিয়ে সে হাসে,
ভালবেসে হাত বাড়ায়
মৃদু উষ্ণতায় ঠোটে ঠোট ঘষে
অথচ বুকে তার নিকষ কালো অন্ধকার
নিশুতি রাতে যমের মতো ঘাপটি মেরে
জেগে থাকে শিকারের নেশায় !
কে রাখে তার খোজ ?
সে তো জানে, সে যাকে ভালবাসে
তার বিষ তাকে ছোঁয় না।

সাখাওয়াত বাবন ,
চিত্র : বীথিকা জোদ্দার

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৯

জ্যাক স্মিথ বলেছেন: কথা মনে হয় সত্যি।

২| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর।

৩| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৪| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০৯

পুরানমানব বলেছেন: মিথ্যা কথা। ইহদিনে ভালোবাসার বিষের তুলনা হয় না। খাটি বিষ, ছোয়া মাত্রই জীবন ছারখার হইয়া যাইবে।
লেখনী সুন্দর হইয়াছে।

৫| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

৬| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৬

মিথমেকার বলেছেন: শেষের দুই পঙক্তি খুবই ভালো লাগল!
সুন্দর কবিতা।

৭| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.