নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

নিদারুণ অভিলাষ

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২


নিজের তোলা


আজকাল খুব তোমাকে দেখতে ইচ্ছে করে।
ইচ্ছেটা একবারে বাসা বাঁধেনি আড়ালে
একটু একটু করে এখানে পৌঁছেছে ।
সূচনা হয়েছিল কোন এক পড়ন্ত বিকেলে
অথবা কোন একক্ষণের মিষ্টি বাতাসের আদরে
হঠাৎ পাশ ফিরেই যেন মনে হলো বাতাসের মৃদুতায়
সরে সরে যাচ্ছে তোমার কপালের কিছু চুল।

তোমাকে দেখার ইচ্ছেটা এখন তীব্র প্রতি মুহূর্তে।
এই উগ্রতা টের পেয়েছিলাম কোন এক পূর্ণচন্দ্র রাতে জোৎস্নার মায়ায়
অথবা হঠাৎ আধ ঘুমের ঘোরে তুমি এসেছিলে
অদ্ভুত সেই কল্পনার পঙ্খিরাজে চেপে রাজকুমারের মত
যেন এই রহস্যময় পৃথিবী জয় করে আমায় নিয়ে রাজ্যে ফিরবে ।

তোমাকে দেখবো ক্রমশ ইচ্ছের বৃদ্ধিতে
বেহিসেবী বেসামাল দিনরাত ছুটছে শহরের পথে পথে
রাস্তার ধারের টঙের দোকানে দোকানে
অথবা বুড়িগঙ্গা ও তুরাগের বুকে
নৌকা ভাসিয়ে ভাবছি বেরিয়েছি দুজনে ভ্রমণে।

ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর হয়েছে।
পরন্ত, কপালের, টাইপো আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭

সামরিন হক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর। ছবিও সুন্দর হয়েছে...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

সামরিন হক বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭

নিবারণ বলেছেন: পড়ন্ত বানানডা ভুল অইছে।

গদ্য কবিতা ভালা লিখছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

সামরিন হক বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

সামরিন হক বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

এম ডি মুসা বলেছেন: হারিয়ে যাওয়া রত্ন গুলো একদিন মনেহয় সেটা কত মূল্যবান ছিল। তবে আমি গতকাল একজন কে হারিয়ে ফেলছি, আমাকে ব্লক করে ফেলছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০

সামরিন হক বলেছেন: ফিরে আসুক সে যে চলে গেছে দোয়া রইল ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এক সময় কবিতা মোটেও পড়তে চাইতাম না।
কিন্তু সে কবিতা পড়ে।
সৃন্দর করে আবৃত্তি করে।
তাই আমিও ধীরে কবিতার মুগ্ধ পাঠক হয়ে গেছি।
কষ্ট একটাই তাকে কখনো জানানোর সুযোগ পাইনি।
সে এখন অন্য কোথাও অন্য কোন খানে ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর কবিতা৷ ভালো লাগা জানালাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৭

সামরিন হক বলেছেন: ধন্যবাদ।


শুভেচ্ছা রইল।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কবিতা। এক জায়গায় উগ্রতা বলেছেন। এই নিদারুণ অভিলাষকে উগ্রতা কেন বললেন। এটা তো উগ্রতা না বরং তীব্র ভালোবাসা। হতে পারে আমি বুঝতে পারিনি কবির মনের ভাব।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭

সামরিন হক বলেছেন: বাস্তব জীবনে এই নিদারুণ অভিলাষ কাম্য নয় তাই তীব্রতাকে এক সময়ে উগ্র মনে হয়।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো আছেন আশা করি।


শুভ অপরাহ্ন ।

৯| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনের অভিলাষ : তোমাকে দেখবো ক্রমশ ইচ্ছের বৃদ্ধিতে বেহিসেবী বেসামাল দিনরাত
..........................................................................................................................
জীবনটা বড়ই অদ্ভুত কখন কি চায় বুঝি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.