| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ উজ্জ্বল
উড়ব আমি বিশাল নিলাকাশে, জ্বালিয়ে দিবো ঐ সূর্যটাকে, লামিয়ে আনব সেই চাঁদটাকে!
প্রথম রিলেশান এর পরে দ্বিতীয়ত যার সাথে রিলেশান হয়েছিল, তার নাম ছিল বৃষ্টি। বৃষ্টি নামটা যেই রকম তার কথা ও মুখের হাসিটি সেই রকম মিষ্ট। বৃষ্টির সাথে আমার যে ভাবে রিলেশান হয়েছিল- আমার এক পরিচিত ছোট ভাই তার নাম তপু। তপুর বাড়ী কুমিল্লাতে, কি একটা কাজে তপু তার দেশের বাড়ীতে ফোন করবে, হয়তো তার সেই বাড়ীর নাম্বার মুখস্ত ছিল তাই সে ডায়াল করে কল করল, কিন্তু তারই অজান্তে রঙ নাম্বারে চলে গেল ঐ মিষ্টি কণ্টের বৃষ্টি মেয়ের কাছে।
-মেয়েটি ফোন ধরে বলল হ্যালো কে বলছেন?
তপু বুজতে পারছে যে এটা রঙ নাম্বার ডায়াল করেছে।
-তপু বলল আমি
-আমি কে? নাম বলে কিছু নাই না কি?
-জ্বি আপু আমার নাম তপু।
-ফোন কেন করলে, কাকে চাচ্ছেন?
(তপু কেন যে দুষ্টামি করে আমার নাম বলল, সেই একমাত্র জানে।)
-তপু মেয়েটিকে বলল, আমাকে উজ্জ্বল ভাইয়্যা আপনার নাম্বারটি দিছেন আপনাকে কল করার জন্য।
পরে তপু আমাকে সব খুলে বলল, ঐ রকম একটি মেয়ের নাম্বারে সে ভুল করে কল করে ছিল। মেয়েটি জানতে চাইছি নাম্বার কোথায় থেকে পাইছি, আমি বলছি উজ্জ্বল ভাইয়্যার কাছ থেকে। আমি তপুর কথা শুনে তেমন একটি গুরুত্ব সহকারে নেইনি। সাপ্তাহ খানিক পর তপুর নাম্বারে ফোন করে ঐ মেয়েটি আমার নাম্বার চেয়ে নিল। আর তপুও গাধার মত আমার নাম্বারটিও দিয়ে দিল। বিকেলের দিকে ঐ মেয়েটি আমাক এক রবি নাম্বারে ফোন করল।
-আমি বললাম হ্যালো কে?
-মেয়েটি আমাকে বলল আপনার নাম কি উজ্জ্বল?
-আমি বললাম হ্যা।
-আচ্ছা আপনি আমার নাম্বার কোথায় পাইলেন?
-আমি বললাম, আসলে বোন তপু আপনাকে মিথ্যে বলেছে। আপনার নাম্বার আমি থাকে দেইনাই। ও ভুল করেই আপনার নাম্বার ডায়াল করেছিল, তাই চলে গিয়েছিল।
-আচ্ছা বোন আপনার বাড়ী কোথায়?
-আমার বাড়ী ফেনিতে।
-ও, আর আপনার নাম কি?
-বৃষ্টি।
এইভাবে বৃষ্টির সাথে কিছুক্ষণ কথা বলার পর রেখে দিলাম। আমার সম্পর্কে অনেক কিছু আগেই জেনেছিল তপুর কাছ থেকে।
পরে ঐ দিন রাতে বৃষ্টি আবার আমাকে ফোন করল। আমার মুখ থেকেও সে আমার সমন্ধেও বিস্তারিত জানল। তার সমন্ধেও যা জানতে চাইলাম সব কিছু বলল। শেষের দিকে এক পর্যায়ে বলল সে আমাকে ভালবাসে। আমি ভাবলাম এতক্ষণ যে মেয়েটি হাসি মুখে কথা বলল এখন দেখি কাদু কাদু হয়ে আমাকে I love You কথাটা বলছে। বিষ্টির হয়তো সেই দিন আমি চোখের জল দেখি নাই। কিন্তু ক্ষণিকের জন্য হলেও তার চোখের জল মুছা আমার কর্তব্য বলে মনে হল।এবং আমাকে সে ভালবাসার সুযোগ করে দিলাম। আমিও হঠাৎ বৃষ্টির মায়া জালে আটকা পরলাম। আমি থাকে দ্বিতীয়ত প্রেমের দ্বিতীয় বারের মত “আই লাভ ইউ” কথাটা বলে ফেললাম। এই ভাবে আমাদের রিলেশানটা শুরু হল।
২|
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
আহমেদ উজ্জ্বল বলেছেন: আমরা দুজন তখন একটু বেশি আবেগি ছিলাম এই জন্য! # রেজাউল করীম ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
রেজাউল করীম বলেছেন: দুয়েক ফোনালাপেই প্রেম!!