| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ উজ্জ্বল
উড়ব আমি বিশাল নিলাকাশে, জ্বালিয়ে দিবো ঐ সূর্যটাকে, লামিয়ে আনব সেই চাঁদটাকে!
আজ অনেক মজা হল
লিমন তানভীর আর আমি
বিকেলে বেড়াতে গেলাম হাজীগঞ্জে
শিপু রুকম শুভ্র আর আসল পুলক
আমরা সবাই একত্রিত হলাম
চলে গেলাম অসীমের বাড়ী
অনেক্ষণ গল্প করলাম
পরে সবাই বেরিয়ে পড়লাম
রাস্তার দু'ধারে গাং
বন্ধু, আড্ডা, গান
চারিদিকে প্রাণ
কথ প্রাণ
অবশেষে চলে এলাম
রেল লাইনের উপড়ে
মজার মজার গল্প করলাম
অনেক্ষণ আমরা হাঠলাম
মন জুড়িয়ে গেল
হাঠতে হাঠতে একটা সময়
চলে এলাম ব্রীজের উপড়ে
বসে পড়লাম এখানেই
অথিতের ধূসর শূণ্য
স্মৃতি মনে পড়ে গেল
সুপ্ত এই প্রকৃতিতে
তানভীর মিশে গেল
ফিস্ ফিস করে
একটা গান গেল
আমায় ব্যবহার করুণ
আমার শুনে
অনেক দারুণ লাগল
হঠাৎ বিমল গলা ছেড়ে
বেসুরা গান ধরল
আমরা সবাই
এক সাথে গাইলাম
লিমন পাথরে পাথর
ঘষে তোল্ল সুর
সুরের তালে তালে
সিগারেট পুড়লাম
হঠাৎ সময় ফুড়িয়ে এল
সন্ধা গড়িয়ে এল
নামিয়ে আধাঁর বেলা
ফুরাবার ক্ষণে
তাই উঠে গেলাম গাড়ীতে
চলে এলাম বাড়ীতে।
©somewhere in net ltd.