| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ শালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে সৈয়দ তাজদ্দিন আহমেদের জান বাছানোর চুক্তি অবশেষে গলার কাঁটা হয়ে দাঁড়ালো
সেই চুক্তির একটা ধারা ছিল ,
বাংলাদেশের সকল সরকারী পোস্তে ভারতীয় নাগরিকরা দায়িত্ত পালন করবে ।
যার সুত্র ধরে ই বুদ্ধি জীবী হত্যা ক্যান্ডও ঘটে
সরকার কে সেই চুক্তি এর সকল ধারা জনতার সামনে আনার আহবান জানাচ্ছি
বাংলাদেশের পুলিশ বাহিনীতে ভারতীয় লোক আছে। গত ২৯ তারিখে এমন কয়েকজন ভিনদেশী সুপ্রীম কোর্ট ও প্রেসক্লাব হামলার সময় উপস্থিত ছিল। একজন সাংবাদিক ঘটনাস্থলে এক পুলিশ অফিসারকে প্রশ্ন করেছিল, “আপনারা দেখছেন না কি হচ্ছে? ওদের থামান।” ঐ অফিসারটি নিরুত্তর থাকেন। এরপর সাংবাদিকটি প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি এদেশের পুলিশ, নাকি ভিন দেশী?” তার জবাবে পুলিশ অফিসারটি যা বলেন, সেটা বাংলায় তর্জমা করতে আরেকজন দেশী পুলিশকে এগিয়ে আসতে হয়।
প্রসঙ্গত, বছর দু’য়েক আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস রেইড দেয়ার সময় এরকম বিদেশী চেহারার লোক ডিবি ড্রেসে দেখা গেছে। সিলেটে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের নেতাদের খোঁজাখুজি কালে হিন্দিতে কথা বলতে শোনা গেছে। এ নিয়ে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট আছে।
বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছে!
দেখুন সেই রিপোর্ট
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
জাগো বাঙ্গালী জাগো তোমার মায়ের আঁচল রক্ষা কর
২|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫
খন্দকার আঃ মোমিন বলেছেন: এখানে প্রশ্ন করার কিছু নেই বরতমান সময়ের সরকারে পরামর্শ দাতা থেকে সুরু করে বাংলাদেশে চা দকান পর্যন্ত ভারতীয় র এর বিচরন আছে । এবং এই বিচরন এর ই বা ( র) এর কি প্রয়োজন তা জানতে
বঙ্গবন্ধু পাকিস্তান ও বাংলাদেশের মুক্তি যুদ্ধ " নামক বইটা পড়ে দেখতে পারেন বইটির লেখক আবির আহাদ
এক বার নয় বার বার পড়ে দেখুন তা হলে দেখতে পারবেন আগামি দিনের বাংলাদেশ কেমন হতে পারে
৩|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭
কলাবাগান১ বলেছেন: তো কয় টাকায় বিক্রি হল... আপনি কিছু পান নাই ??? আপনার বিছানায় র কে এখনও পান নাই........
৪|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৪
কামের কথা কন!! বলেছেন: @লেখক কে বলছি, কলা বাগানের পাছা উপুত কইরা কলা ডুকান এর পর কাছা কঞ্ছি দিয়া খারায় খারায় পাছা লাল কইরা দেন, হালার পুত দল কান, দেশের বাহিরে থাইকা আওয়ামী জোট করে আর ব্লগে গুটি বাজী করে।
https://www.youtube.com/watch?v=3o_tZUnvQ6w বিশ্বাস না হলে এই লিংকে গিয়ে দেখেন। হাসিনা নার সময় অল্প আর বাঙ্গালি কে এখনও চিনে নাই । ৫২ -৯৬ ইতিহাস বলে কথা, সময় হলে কথা বলবে, ইতিহাস ফিরে ফিরে আসে
লেখক কে ধন্যবাদ। আমরা ফাকিস্তান এবং রেন্ডিয়া ২ টারে ঘৃণা করে। বিষয় গুলো নিয়ে সকল দেশপ্রেমিক ব্লগার ভাই দের লেখার আহবান জানাচ্ছি।
৫|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯
খন্দকার আঃ মোমিন বলেছেন: ধন্নবাধ ভাই ( কামের কথা কন ) আর কলা বাগান তো কলা বাগানই ছাগলের খোরাক দালালি করাই যাদের আসল কাম এতে করে নিজের বউ, জী যাগা মত আছে নাকি কেউ নিয়া গেছে সেই খবর নেয়ার সময় কি আর তাদের আছে ? নাকি যোগ্যতা আছে ?
যে বই টির কথা বললাম আর যে লেখকের কথা বললাম
কে এই লেখক ?
ইনি হলেন আমন এক বেক্তি যাকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমান বন্দরে নাম ধরে ডেকে বুকে নিয়েছিলেন
বঙ্গ বন্ধু অলপ ঘিলুর মানুষ ছিলেন না ,যেমন টি এখন কার দালাল গুলায় তাকে মনে করে ।
৬|
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
কলাবাগান১ বলেছেন: আমি খুবই খুশী যে রাজাকারদের গায়ে আগুন লেগেছে বলে......।জ্বলে পুড়ে ছারখার হয়ে ই রাজাকার রা বাংলাদেশ ছেড়ে যাবে
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
খন্দকার আঃ মোমিন বলেছেন: আমিও চাই বাংলাদেশ রাজাকার মুক্ত হোক
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬
Safin বলেছেন: ? ? ?