নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম বনাম নাস্তিকতা

খন্দকার আঃ মোমিন

খন্দকার আঃ মোমিন › বিস্তারিত পোস্টঃ

কট্টর জঙ্গী ইসলামের বিরুদ্ধে শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলিমরা যুদ্ধ ঘোষণা করুন

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩


কট্টর জঙ্গী ইসলামের বিরুদ্ধে শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলিমরা যুদ্ধ ঘোষণা করুন

|কট্টর জঙ্গী ইসলামের বিরুদ্ধে শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলিমরা যুদ্ধ ঘোষণা করুন


লিখকের আবেগ কে সাগত জানাই , বলার ধরন ভাষার ব্যাবহার মোটেও গ্রহণীয় নয় ।

প্রথমেই বলি ইসলাম কে যানতে হলে ইসলামের মূলনীতি সম্পর্কে আগে যানতে হবে , আর তার জন্য আপনাকে কোরআন আর হাদিস সম্পর্কে জানা থাকেতে হবে কোন ধরনের গোঁড়ামির ভাবনা ছাড়া , একে বারে নিরুঙ্কুশ সত্যান্বেষণ প্রস্নেই আপনাকে কোরআন হাদিস অদ্ধায়ন করতে হবে , নিজের কোন ভাবনা কে প্রতিষ্ঠিত করার মানশে কোরআন হাদিসের থেকে দলিল তালাশ এর ভাবনা থাকতে পারবেনা, তাহলেই আপনি ইসলামের মুল অনুসন্ধানে আগিয়ে গেলেন বলে গন্ন হবেন ।

যা হোক ইস্লামে গোঁড়া বা কট্টর এর কোন সুযোগ নেই , যদি কেহ এই ধরনের ভাবনা রাখেন তাহলে সেটা ভুল ধারনা লিখক এখানে ইসলাম কে এ ধরনের একটা শ্রেণীতে বিন্যাস করেছেন যেটা দুঃখ জনক।

অন্য দিকে ইসলাম কে সমালচনার মুখোমুখি করতে দুনিয়ার তাবত ইসলাম বিরুধি শক্তি ইসলামের সুরু থেকেই তৎপর , তা হলে ইসলাম কে কুলশিত করতে আল কায়েদা বা তালেবান এর কার্যক্রম খুবি অবদান রাখতেছে ,( আই এস )ও এর বিকল্প নয় ।


|

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:২০

খন্দকার আমিন বলেছেন: অত্যন্ত চমৎকার একটি লিখা এত সুন্দর মনোভাবে আমি অভিভূত ।
লেখককে আন্তরিক ধন্যবাদ ।

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

খন্দকার আঃ মোমিন বলেছেন: ধন্যবাদ খন্দকার সাহেব আপনার সুন্দর মন্তব্ব এর জন্য ।

২| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৫২

প্রামানিক বলেছেন: প্রথমেই বলি ইসলাম কে যানতে হলে ইসলামের মূলনীতি সম্পর্কে আগে যানতে হবে , আর তার জন্য আপনাকে কোরআন আর হাদিস সম্পর্কে জানা থাকেতে হবে কোন ধরনের গোঁড়ামির ভাবনা ছাড়া

চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫২

খন্দকার আঃ মোমিন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

৩| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী ভাই আপনার সাথে সহমত। সত্যি কথাই বলেছেন। প্রকৃত অধ্যয়ন ছাড়া ইসলাম সম্পর্কে ধারণা লাভ সম্ভব নয়। ইসলামে গোঁড়ামি আর ধর্মান্ধতার জায়গা নাই। ধন্যবাদ আপনার চমৎকার পোস্টের জন্যে।
** কিছু মনে না করলে, আপনার সম্ভবত ফোনেটিকে লিখতে গেলে বানান বিপত্তি হয়। কিছু বানান এডিট করে নিবেন।

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫৪

খন্দকার আঃ মোমিন বলেছেন: মোঃ মঈনুদ্দিন @ আপনার পরামর্শ আর জন্য ধন্যবাদ ,সত্য বলতে কি বাংলায় আমার যোগ্যতা খুবী কম কারন আমাকে মিডিয়ামে পাইছে ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১

শাহজালাল হাওলাদার বলেছেন: ভাই খন্দকার আঃ মোমিন, পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
প্রথমত বানান গুলো দেখে নিবেন, দ্বিতীয়ত জঙ্গি নিয়ে অনেকেরই যে ভুল ভঙ্গি কাজ করছে সে বিষয়টি অবগত হওয়ার জন্য আমার " জঙ্গি শব্দের গায়ে কলঙ্কের চাঁদর" নামক লিখাটা পড়ে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.