| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমদ মেহেদী
আমি দুরে চলে গেলেও আসব ফিরে প্রভাতের আলো এবং রাতের নিকষ কালো আঁধার হয়ে ।
।
জন্ম থেকে একজন মানুষ কেবল ছুটে চলেছে অবিরাম।চারদিকে মহা ব্যস্ততা চোখে পড়ার মত। কেউ আঁধারে, কেউ আলোতে জীবন-ঘুড়ি উড়িয়ে চলেছে । জীবনের প্রয়োজন মানুষকে ধীরে ধীরে ঘনান্ধকার মোহের প্রতি লালায়িত করে তুলছে । কারো নাটাই-এ রঙিন সুতা,কারো আবার দুঃখে ভরা। আমাদের জীবন যেহেতু আমাদেরই নাটাই দ্বারা অন্ধকারে ছুটে যায় সেহেতু আমাদের ইচ্ছের নাটাইকে অনায়াসেই আলোর ভুবনে উড়াতে পারি । আহারে আমার হাতে যদি এমন একটি নাটাই থাকতো যে নাটাই দিয়ে কোটি কোটি আলোর ঘুড়ি উড়িয়ে দিতাম এই বাংলার আকাশে... সেখানে শুধুই আলো আর আলো । সে আলোর মোহে আমি পথ চেয়ে থাকি । চারদিকে শুধু আলোর ঘুড়ির জ্বলকানিতে পুড়ে যাবে এই দেশের হানাহানি,মারামারি,ঠকবাজির নেশা কিছু মানুষের ।
©somewhere in net ltd.