নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়-রাণীর রাজা আমি

আহমদ মেহেদী

আমি দুরে চলে গেলেও আসব ফিরে প্রভাতের আলো এবং রাতের নিকষ কালো আঁধার হয়ে ।

আহমদ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

ও বন্ধু আমার

২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৪



এইতো যেন সেদিনের কথা।গোল্লাছুট,অকারনে মারামারি, কাঁচা আম নিয়ে কাড়াকাড়ি,নতুন বইয়ের গন্ধে দুজনে পাশাপাশি স্কুলে যেতাম । মনে পড়ে জহির মিয়ার বকুল গাছটির কথা ? দুই টাকায় ৮ টি বকুল কিনে ভাগাভাগি করে খেতাম । তুমি আমার জন্যে কখনো জাম,কখনো লিচু,কামরাঙা নিয়ে আসতে । আইসক্রীমের কথা বলে তো শেষই করা যাবেনা । দুরন্তপনা আর শৈশবের নিখাদ এই প্রেম জীবনকে ভালবাসতে, চিনে নিতে মনের আকাশে বন্ধু কথাটির মানে-আমরা দুজন দুজনের বন্ধু হয়ে গেলাম । সেই সময়গুলো আজ কই? প্রাইমারির পর আর তোমায় খুজে পেলাম না বললে ভুল হবে, হারিয়ে ফেললাম তোমায়। তোমার মনে আছে ? সখা -একদিন তোমাকে খুব মেরেছিলাম তুুমি স্কুলে আসনি বলে । একদিন আসনি বলে মেরেছিলাম কিন্তু তোমাকে দেখিনা কত বছর হয়ে গেল, সেই হিসাবে তুমি কত মার তোমার বকেয়া রয়ে গেছে ! আজ কি সেই বন্ধু আছ তুমি আমার ? চলে আস আরেকদিন -আবার আমরা শৈশবে ফিরে যাই । দেখা হওয়া মাত্রই কিল-ঘুষি শুরু করে দেই । কিছু ভালবাসাময় বকেয়া মিটিয়ে দেই। দুর আকাশে নেচে বেড়াই । তোমার সারাটা জীবন থেকে শুধু এই একটি ‍ দিন চাই... । ও প্রিয় বন্ধু আমার,তুমি আসবে বলে আজ বৃষ্টিকে বলে রেখেছি চৈত্রের এই দুপুরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.