নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়-রাণীর রাজা আমি

আহমদ মেহেদী

আমি দুরে চলে গেলেও আসব ফিরে প্রভাতের আলো এবং রাতের নিকষ কালো আঁধার হয়ে ।

আহমদ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন কারাগারে

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০



এইতো গতকাল অনার্স ভর্তি বাতিল করে দিয়ে এলাম। দুদিন পরই সাইপ্রাস চলে যাব । মাসে ৭০-৮০ হাজার টাকা ! পাব, এত টাকা দিয়ে কী করব ভাবছি। প্রথমে আমার বংশের গুরু মানে আমার বাবার দাদার কবরটাকে পাঁকা করব, বাড়ির রাস্তাটাকে ঠিক করতে হবে। এর মধ্যে আমি কয়েকবার স্বপ্নে সাইপ্রাস চলে গেলাম। কত দৌড়াদৌড়ি, কত কষ্ট করে যে সবকিছু ঠিক করলাম তা ঐ বিধাতাই জানেন। আমার কিছু অন্যের ভাল লাগা চুলকানো কাম আত্মীয়দের পরামর্শে মা একেবারেই নেগেটিভ হয়ে গেলেন। তখন আত্মীয়দের এমন ভালবাসার নমুনা দেখে সত্যিই সেদিন আমার এতিম হতে ইচ্ছে হয়েছিল । এদিকে আমার অনার্স ভর্তি বাতিল,নিজের কাছে কিছু টাকা ছিল ওটাও শেষ করে ফেললাম। অবশেষে তাদেরই জয় হল, আমার বিদেশ গমন বন্ধ করে তাদের যে কী হাসাহাসি, মাখামাখি! আমার মা সে জয়ের উৎসবে সবার আগে। মাকে কি করে বুঝাই যে সেদিন তোমার সরলতার সুযোগে তোমাকে হারিয়ে দিয়েছিল , আর তোমার ছেলের সুন্দর স্বপ্নগুলোকে কারাগারে পাঠিয়ে দিল । সেই কারাগার থেকে আমি আজও মুক্তি পাই নি; কবে পাব তুমি জান ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.