নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়-রাণীর রাজা আমি

আহমদ মেহেদী

আমি দুরে চলে গেলেও আসব ফিরে প্রভাতের আলো এবং রাতের নিকষ কালো আঁধার হয়ে ।

আহমদ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

কুবাতাসের কবলে তনুরা

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪


চারদিকে যে যার মত ছুটে চলা জীবনের অলি গলিতে তনুর মৃত্যুর খবর নিতান্তই একটি খবর । খবর নিয়ে তোলপাড় মিডিয়া থেকে সামাজিক মাধ্যমগুলোতেও। এদেশে এরকম ঘটনা নতুন কিছু না, কয়দিন পরপর তনুদের বিদায় করে দিচ্ছে কিছু কুবাতাস। খুব শক্তিশালী বাতাস, যে বাতাসের খোঁজ বের করতে পারে না কেউই। সে বাতাসদের বিচার বাতাসে মিলে যায়-সব পানি হয়ে যায়। আজকে যে তনুর চলে যাওয়ার খবর তাও কিছুদিন পর মিলিয়ে যাবে আবার নতুন কোন কুবাতাসের তান্ডবে। উমুকে ঘটিয়েছে, তমুকে ঘটিয়েছে সেই বাতাসের সাথে আমরাও তাল হারিয়ে ফেলব, দেখা যাবে বিচার বাতাস আর বয় না। হয়তো আর কয় বছর পর এটাই হয়তো স্বাভাবিক হয়ে যাবে -সমাজে বাস করতে গেলে এমন দু্একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে ! সেই কুবাতাসের কত ক্ষমতা -কত সহজেই না সব কিছুতেই মিশে যায়। মনে রাখবেন -কুবাতাস একদিন আপনার আমার বোন অথবা মেয়েকেও এভাবে নাই করে দিতে পারে অনায়াসে।বাকিটা বিবেকের কাছে ছেড়ে দিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.