নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়-রাণীর রাজা আমি

আহমদ মেহেদী

আমি দুরে চলে গেলেও আসব ফিরে প্রভাতের আলো এবং রাতের নিকষ কালো আঁধার হয়ে ।

আহমদ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

টাকা

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২২




কথায় আছে বন্ধুরা খুবই আপন হয়ে থাকে,তাই আজ গেলাম বন্ধুর নিকট অনেক দিন ধরে ধার চাওয়া ৫০০ টাকা আনার জন্য। সন্ধ্যা ঘনিয়ে এসেছে :টাকাটা পেলে মার জন্য কিছু ঔষধ নিয়ে যাব।

আমার প্রাণ প্রিয় বন্ধু আমাকে বদ্ধ ঘরের একটি খাটে বসিয়ে রেখে তাস খেলছে ( টাকা দিয়ে)। আমি কতক্ষন পর পর তাকে জিজ্ঞেস করছি – “রায়হান আর কত খেলবি? -সবে মাত্র শুরু করলাম, গতকালের লসটা উঠাতে হবে রে। বালিশের কাছে সিগারেট আছে, সিগারেট টান। -হুঁ, ঠিক আছে। দু ঘন্টা ধরে বসে আছি, রায়হান খেলায় তেমন ভাল করতে পারল না। সত্যি বলতে কি ঐ দিন আর টাকা টা চাইতে পারিনি! অনেক আশা নিয়ে বন্ধুর নিকট এসেছিলাম। এদিকে রাত হয়ে গেছে। আমার বাড়ি রায়হান দের বাসা থেকে অনেক দুরে। সিএনজি পাব কি না জানি না। কিংকর্তব্যবিমূঢ় আমি কি করব ভাবতে পারছি না। অবশেষে রায়হান খেলায় হেরে আমাকে কিছুই না বলে ঘর থেকে বের হয়ে যায় আর যাওয়ার সময় বলে যায় – সালাম (খেলা -সঙ্গী) সজল কে ২০০ টাকা দিয়ে দিস তো! তখনই ঘর থেকে বের হয়ে সোজা ফার্মেসিতে চলে গেলাম। ফার্মেসির লোকটাকে অনুনয় করে বললাম -“ভাই আমাকে এই ঔষধ গুলি দেন প্লিজ! পরে টাকা দিয়ে দেব। -বাকী বেচা যাবে না, তোমার বাবার টাকা টাও এখনো পাইনি। হেটেই বাড়িতে চললাম, রাতের অন্ধকারে চোখের জলকে লুকাতে পারলে ও মনের কষ্ট টাকে কিভাবে লুকাই? হে পৃথিবী? প্রচন্ড ঘোরের মধ্যে বন্ধুর একটি কথাই শুধু মনে পড়ছে -“দোস্ত কোন চিন্তা করিস না, আমি আছি না! বিকেলে বাসায় আসবি। যত লাগবে নিয়ে যাবি “!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.