| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটা বোধ হয় আমরা সবাই জানি। একবার কোন এক মাহফিলে ওয়াজের এক পর্যায়ে হুজুর জিজ্ঞাসা করল, সেখানে কেউ নোয়াখালীর মানুষ আছে কিনা, কারণ নোয়াখাইল্লা থাকলে ঘটনাটা বলা যাবে না। উপস্থিত সকলে অভয় দিলে তিনি বলা শুরু করলেন। কোন এক নদীর তীরে এক অপার্থিব বিশাল গাছ আছে। সেই গাছের প্রত্যেক পাতায় নাকি একজন করে মানুষের নাম লিপিবদ্ধ আছে। কোন মানুষের মৃত্যুর সময় সেই গাছ হতে তার নামাঙ্কিত পাতা নীচে পড়ে যায়। পাতাটি যদি নদীর পনিতে পড়ে তাহলে সে স্বর্গবাসী আর যদি মাটিতে পড়ে তাহলে নরকবাসী। হুজুরের গল্প শেষ হতে না হতেই এক ব্যক্তি বলে উঠল, হুজুর পাতাটার যদি অর্ধেক পানিতে আর অর্ধেক মাটিতে পড়ে তাহলে কী হবে? হুজুর জিগায়, আন্নের বাড়ি নোয়াখালী নি? সে মাথা উপর-নীচ করতেই, তিনি বললেন আমি তো আগেই বলেছিলাম এখানে কোন নোয়াখাইল্লা থাকলে গল্পটা বলা যাবে না। বলাই বাহু্ল্য, গল্পটা কাল্পনিক।
উপরেরটা কৌতুক হলেও বাস্তবে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন- কোথাও এক নাস্তিক ব্লগার লিখলেন, প্রস্রাব যদি অপবিত্র হয় তাহলে, এর প্রতিটি উপাদান ল্যাবরেটরীতে বানিয়ে প্রস্রাবের মতো একটি মিশ্রণ তৈরি করলে তার ব্যাপারে কী ফতোয়া? কিংবা আমরা ফসলের মাঠে যে ইউরিয়া সার দিই সেটা কিন্তু প্রস্রাবের একটা উপাদান। তাহলে ইউরিয়া গায়ে লাগলে অযু কি আবার করতে হবে?
আমাদের সর্বজ্ঞানী মহাজাগতিক ভাই কী বলবেন?
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৫
আলামিন১০৪ বলেছেন: একমত- ধন্যবাদ..
এ নিয়ে এক গল্প প্রচলিত আছে...বাগদাদে তাতারদের আক্রমণকালে নাকি সেখানকার আলেমরা গাধার প্রস্রাব পাক না নাপাক তর্ক করছিল..
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭
যারীন তাসনীম আরিশা বলেছেন: শুনেছি।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২২
আলামিন১০৪ বলেছেন: আমি গল্পটা প্রথম শুনি বুয়েটের এক ওয়ার্কশপের ইন্সট্রাক্টরের কাছে, যতদূর মনে পড়ে তিনি ছিলেন নোয়াখাইল্লা.আমরা সিভিলের পোলাপাইন তার কাছে কাঠ-মিস্ত্রির কাজ শিখেছিলাম..
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: আমিতো অবাক!!!
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮
আলামিন১০৪ বলেছেন: কেন ভাই? অবাক হওয়াের মতো কি কিছু লিখেছি?
৪|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
আলামিন১০৪ বলেছেন: আপনার গুরুকে সংশোধনের অনেক চেস্টা করলাম, বৃথা,,,
৫|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৭
জেন একাত্তর বলেছেন:
আপনি ইডিওটিক ধরণের পোষ্ট লিখে আসছেন বরাবরই।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮
আলামিন১০৪ বলেছেন: আপনার জন্য একরাশ সমবেদনা....একদিন ভয়ানক কস্ট পাবেন কিন্ত বড্ড দেরি হয়ে যাবে ততক্ষনে,,,,
৬|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষের মনে প্রশ্ন আসা স্বাভাবিক।
যার মনে কোন প্রশ্ন আসে না সে শিখতে পারবে না।
প্রশ্ন করতে পারাটা একটা যোগ্যতাও বটে।
আপনার জন্য শুভ কামনা।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৬
আলামিন১০৪ বলেছেন: আপনি কি পরিবর্তন হয়েছেন কিছু? নাকি সেই তিমিরেই আছেন?
৭|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫
আলামিন১০৪ বলেছেন: এটার উত্তর খুব কঠিন কিছু না। আপনার গায়ে কেউ যদি প্রস্রাব করে দেয়, তাহলে গা ঘিন-ঘিন করবে না, এরকম লোক বোধ হয় পাওয়া যাবে না, কিন্তু, গায়ে ইউরিয়ার পানি লাগলে সেই ঘিন ঘিন ভাব মনে আসবে না...কি বুঝলেন? যদিও ল্যাবে প্রস্তুত ইউরিয়া মিশানো পানিতেও ঝাঁঝালো গন্ধ থাকে।
প্রস্রাব কেন নাপাক? আল্লাহ ইচ্ছা করেই সেখানে একটা কটু-বিশ্রী গন্ধ দিয়েছেন যেস মানুষ সেটা গায়ে লাগানো থেকে বিরত হয় আর জীবানুর বিষয় তো আছেই।
অপেক্ষা করছিলাম যদি মহাজাগতিকের উত্তর পেয়ে যাই.সে তো নতুন নতুন বিদাতী থিওরী দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার মিশন নিয়ে এসেছে, কার কাছ থেকে মাশোহারা পায়, কে জানে?
৮|
১০ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনি কি পরিবর্তন হয়েছেন কিছু? নাকি সেই তিমিরেই আছেন?
আপনার প্রশ্নটা একটু বুঝিয়ে বললে আমার পক্ষে উত্তর দেয়াটা সহজ হবে।
আশা করছি- সহজ করে প্রশ্ন করবেন।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫২
কলাবাগান১ বলেছেন: বাংগালীরা অদরকারী জিনিষ নিয়ে যে সময় ব্যয় করে আর তাতেই সে অর্থনৈতিক/জাতিগত ভাবে আগাতে পারে না। সে ব্যস্ত কোনটা হালাল/হারাম তা নির্ধারন করার জন্য আপ্রান সময় ব্যয়...প্যান্ট পায়ের গিরার নীচে না উপরে পড়বে তা নিয়ে প্রায় মল্লযুদ্ধ...অন্য দিকে পশ্চিমা বিশ্বের মানুষ দরকারী কাজেই সব সময় ব্যয় করে তরতর করে এগিয়ে যাচ্ছে আর 'মুসলীম' দেশ সমুহ অদরকারী জিনিষ নিয়েই পড়ে আছে............