নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
আমার কবর পাশে দাঁড়িয়ে রোদন করো না ।
আমি ঘুমাইনা এবং কবরেও থাকি না,
আমি অযুত বায়ুর একটি যা তীর বেগে ধেয়ে চলে,
আমি শিশির বিন্দুর বুকে জমে থাকা চকমকি হিরা ।
আমি পাকা ধান ক্ষেতের উপর আছরে পড়া সুর্য ।
আমি শরৎ এর মৃদু বৃষ্টি,
আমি ভাঙ্গি ভোরের নিঝুমতা করি কোলাহল সৃষ্টি,
আমি সতত যোগাই তোমার সকল কাজে প্রেরণা,
আমি তোমার বৃত্তাবদ্ধ জীবনে শান্তনার পাখী ।
আমি স্নিগ্ধ রাতের চকমকি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকি ।
আমার কবর পাশে দাঁড়িয়ে কান্নার বাজনা বাজিও না :
আমি কবরে ঘুম যাইনা এবং আমার আত্মাও মৃত না ।
আমার জন্য যদি পার দুর হতেই সৃস্টি কর্তার কাছে প্রার্থনা কর ।
ছবি সুত্র: নেট
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: মুক্তমন যে কোন সীমা মানেনা তারপরেও সীমার মধ্যেই থাকতে হয় । ধন্যবাদ , সংগত কারণেই ব্যাতিক্রম ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১
কল্লোল পথিক বলেছেন: লেখাটা মন ছুয়ে গেল।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: পথিক ভাই আপনার কথাটা আমার মন ছুতে ছুতে একেবারে মনের গহীনে চলে গেল । অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬
রানার ব্লগ বলেছেন: ভালো লাগা এক প্রকার বিষের মত, যাহা ধিরে ধিরে সম্পূর্ণ হৃদয়কে দখল করে। ভালো লাগা রেখে গেলাম
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ , আপনার ভাললাগাটুকু হৃদয়ের গহীনে ধারণ করে নিলাম । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
এম. এ. কালাম বলেছেন: বাস্তবতাটা এতটা সহজে প্রকাশ করা যায!
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪
ডঃ এম এ আলী বলেছেন: জনাব কালাম ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য । অনেক ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪
কালনী নদী বলেছেন: কবিতাটি আমার বেশ পছন্দ হয়েছে ভাই, মৃত্যু নিয়ে আরেকটি ইংরেজি কবিতা আছে আমার অনেক প্রিয়! আজকে বাংলাতে আপনারটা যোগ হল- তাই সরাসরি প্রিয়তে।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় কথাতে অনেক অনেক খুশী হয়েছি, তারো চেয়ে বেশী হয়েছি পুড়া আঙ্গুলে যে লিখতে পারছেন । দোয়া করি সুস্থ থাকুন, অচিরেই নতুন একটি মন মাতানো লিখা দেখব সামুর পাতায় এ আশাই করি । শুভ কামনা থাকল দীর্ঘজীবি হোন ।
৭| ০১ লা জুন, ২০১৬ রাত ১:১৭
ঘটক কাজী সাহেব বলেছেন:
কারো কারো জীবনে বেঁচে থাকার নামই অন্ধকার কবর;
কতটা জেগেছি ওই অন্ধকারে, আর কতটা জাগতে হবে জানা নেই
যা আছে তা একবুক হাহাকার দীর্ঘশ্বাস, তা নিয়েই বয়ে যেতে হবে অবশেষ,
কবর নামক ওই অন্ধকার পুরীতে__ কিছুটা সস্থি আর রাজ্যর সব না ঘুমানো ঘুম গুলি নিয়ে____
এই তো জীবন, চলছে যখন যেমন, কবরের ওই শীতলতা পাই না কেন এখন!!!
ভালো থাকুন কবি, তবে কারো কবরে গিয়ে যে আমায় রোদন করতে হবেনা, সে নিশিচত; হয়তো যার অপেক্ষায় থেকে থেকে...... সেই কাঁদবে একদিন, আর তা খুব খুব অচিরে, সময় বহিয়া যায় ____ হায়;
০১ লা জুন, ২০১৬ রাত ১:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: কত সুন্দর নিখুত ভাবে জীবমৃত্যু কবরের অনুভবতা করেছেন প্রকাশ, যেমনি কাব্যময় তেমনি তার ভাবগম্ভীর প্রকাশ । মনের ভাবনাগুলিকে করেছে বাঙময় নিয়ে গেছে আধ্যাত্বিকতার অতলান্তে, সুফি ও মরমী ধারার চমৎকার মিল রেখে ছন্দের ভংগীতে দিলেন জানান, আপনি যে কত বড় মাপের কবি চিনতে হয়নিক ভুল , সালাম রইল কবি তব প্রতি। প্রথম দেখাতেই হয়ে ছিল ধারণা এযে সে নয় যেভাবে এসেছে এ ধরায়, এযে দেবমুনী অলক্ষে সে তা জানায় প্রতিক্ষনে প্রতি পলে ।
কারো জন্য কবর পাশে দাঁড়িয়ে করতে হবেনা রোদন বরং কাওকে করতে হবে রোদন অচিরেই এ শুধু এখন দেখার পালা ।
ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
আপনার মন্তব্য লিখুন
৮| ০১ লা জুন, ২০১৬ রাত ১:৫৩
ঘটক কাজী সাহেব বলেছেন: এটা তো এখনি বসে লিখে দিলাম, তাও আবার বলেন ভালো হয়েছে,
কারো জন্য কবর পাশে দাঁড়িয়ে করতে হবেনা রোদন বরং কাওকে করতে হবে রোদন অচিরেই এ শুধু এখন দেখার পালা ।
আপনার এই কথার উক্তিতে বলবো ...বিধাতা যেন তা কখনই না করে, আপনার কি কারো জন্য পথ চলতে সমস্যা হচ্ছে, আর সে জন কি আমি! আমি হলে, আজকের পর আর আমি কখনো আসবো না, কোনদিন না। কারন আমি .........।।
৯| ০১ লা জুন, ২০১৬ রাত ২:০০
ঘটক কাজী সাহেব বলেছেন: প্রথম দেখাতেই হয়ে ছিল ধারণা এযে সে নয় যেভাবে এসেছে এ ধরায়, এযে দেবমুনী অলক্ষে সে তা জানায় প্রতিক্ষনে প্রতি পলে
কোথায় দেখা হয়েছিল আপনার সঙ্গে আমার, ইকটু কি..................।। আপনার এফ বি কি দেয়া যাবে,
০১ লা জুন, ২০১৬ রাত ৩:১৬
ডঃ এম এ আলী বলেছেন: আমার লিখায় প্রথম দিনের কমেন্ট থেকেই বুঝেছিনু এত এত মুনির মাঝে একজনি পড়েছে এ কাব্যখানি বাকি সব ডটকম। চিনতে হয়নি ভুল একটু খানি । দেখা হবে এখানেই কথা হবে এখানেই । ফেবুর অভিজ্ঞতা তিক্ত । ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্য সামুতে আমার একটি কবিতা আছে । তারপর থেকে ফেবো স্টপ । আর হবোনা সে মুখী কোন দিন । না কেও আমার পথ চলায় সমস্যা নয় আমি নীজেকেই নীজেতে বিলীন । আপনি থাকুন আসুন অবারিত দ্বাড় শুন্যের মাঝার বেলা গিয়ে সন্ধা হলে দেখা হবে আবার ।
ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
১০| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬
অরুনি মায়া অনু বলেছেন: হুম এ অনুভূতি শুধু সেই জানে যে মৃত্যুর স্বাদ পেয়েছে। অনেক অনেক অনেক ভাল লেগেছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: অত্যন্ত দু:খিত , কোন নোটিশ পাইনি বলে এতদিন এই মুল্যবান মন্তব্যটি দেখতে পাইনি । কবিতা ভাল লেগেছে দেখে ভাল লাগল ।
অনেক শুভেচ্ছা রইল ।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৮
সোহানী বলেছেন: ও মাই গড!!! আপনি কবিতা লিখেন???? সরি আমার জানা ছিল না. আহ আপনার ব্লগ ঘাটতে ঘাটতে অনেকগুলো কবিতা একসাথে পড়লাম... সত্যিই আপনি অসাধারন লিখেন। প্লিজ এ ধরনের লিখা বন্ধ করবেন না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৩
ডঃ এম এ আলী বলেছেন: জীবনেও চোখে দেখেনি এমন এক ছন্দময়ীর প্রেরণায় কবিতা লেখা শুরু করেছিলাম । এখন ছন্দ ময়ীও নাই কবিতাও নাই ।
অনেকদিন কোন কবিতা লিখিনা । এটা বুঝতে পেরেছি কবিতা এমনি এমনি পয়দা হয়না । মহামুনী বাল্মিকীর মনেও কবিতা এমনি পয়দা হয়নি , রামায়ন লেখার আগে তার মনেও কবিতার ভাব জাগাতে হয়েছিল । এ বিষয়টা কবিগুরু তার ভাষা ও ছন্দ কবিতাতে ভাল করে ফুটিয়ে তুলেছেন । তাই আমিতো কোন ছাড় , এ কাজ আমার দ্বারা সহজে আর হবে বলে মনে মনে হয়না ।
খুব খুশী হলাম আমার অনেক পুরানো একটি পোষ্টে এসে কবিতা দেখার জন্য ।
শুভেচ্ছা রইল
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২
সোহানী বলেছেন: জীবনেও চোখে দেখেনি এমন এক ছন্দময়ীর প্রেরণায় কবিতা লেখা শুরু করেছিলাম । .......হাহাহাহা কঠিন প্রেমে পড়েছিলেন কবিতাগুলোতে সে ইঙ্গিতই ফুটে উঠেছে।
এখন ছন্দ ময়ীও নাই কবিতাও নাই । ............. বলেন কি...ছন্দময়ী থাকবে না বলে কবিতা ও থাকবে না !!! অন্তত কবিতার স্বার্থে একজন ছন্দময়ী খুঁজে নেন
মহামুনী বাল্মিকীর মনেও কবিতা এমনি পয়দা হয়নি , রামায়ন লেখার আগে তার মনেও কবিতার ভাব জাগাতে হয়েছিল ।...... শতভাগ সহমত। মনের ব্যাকুলতা না থাকলে সত্যিকারের ভাব আসবে না। যেমন আমি আগে দেশে জব করতাম তাই লিখাগুলো ছিল দৈনিক অফিসের গল্প আর এখন বিদেশে থাকি বলে এখানকার জীবন নিয়ে লিখি। সব কিছু ভুলে গেছি তা কিন্তু নয় শুধু মন থেকে আড়ালে আছে।.............. তারপর ও লিখে যায় কবি নজরুল বা শামসুর রহমান.. কোন ঘটনা ছাড়াই। যদিও আমি কাব্যের মানুষ নই তারপর অনুরোধ লিখবেন............
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ঠিকই বুঝতে পেরেছেন কবিতার জন্য মনের ভাব আসা প্রয়োজন সর্বাজ্ঞে । কবিতা লেখাতেও সুখ আছে । আবার অন্যভাবেও সুখ আছে । মনে পরে আমার কোন এক কবিতায় লিখেছিলাম
জ্বলে পুরে অঙ্গার হওয়াতেই
বুঝিবা লিখা ছিল আমার সুখ
ভাল হয় এখানেই যদি ইতি হয়
একাকিই নিয়ে থাকি সকল দুখ ।
তবে এটা নিশ্চিত পাগল মনে আবার ভাব উঠলেই কবিতা লেখা শুরু করব ।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখার বিষয় এ ভিন্নতা থাকে ,পাঠকের জন্য সেটা আনন্দ দায়ক ,
আমি অনেকভাবে চিন্তা করতে পারি না ক্ষুদ্রতা থেকে যায় চিন্তায় ;
সিরিয়াস বিষয় নিয়ে একেবারে সঠিক শব্দচয়নে লিখেছেন ,খুব ভালো লাগলো ।
সোহানী আপু কে ও ধন্যবাদ খুঁজে কবিতা টি সামনে আনার জন্য ।
শুভ কামনা !!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ আমার অনেক পুরাতন একটি কবিতা দেখে সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ।
আমার ধারনা ছিল পুরান কবিতাটি বুঝি হারিয়ে গেল কালের গর্ভে ।
কবিতারা যে হারায় না তা বুঝা গেল সোহানী আপু আর অপনার আগমনে
হয়তবা আরো অনেকেই কোন এক সময়ে করতে পারেন বিচরণ এখানে ।
দুজন আপুকেই এখন আর না বলে পারছিনা জীবনেও না দেখা আমার কবিতার ছন্দময়ী প্রেরণাদায়ী সে যে আমারই
নীজের ভিতরের কবিতার অনুভুতি জাগানিয়া একজন । আমার ধারণা কবিতার এমন প্রেরণাদায়ী ছন্দময়ী সব কবির মাঝেই আছে । এই ছন্দময়ীরা কখন যে আসে আর কখন যে চলে যায় তা কবি ছাড়া আর কেও জানেনা । এরা নীজের ইচ্ছেতে আসেও না আবার নীজের ইচ্ছাতে চলেও যায় না । এদের আসা যাওয়াটা এক বৈচিত্রময় ব্যপার যা একেক জনের কাছে একেক রকম।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৪| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: একই শিরোনামে একটা বিখ্যাত ইংরেজী কবিতা পড়েছিলাম বেশ ক' বছর আগে। সেটাও খুব ভাল লেগেছিল, আপনারটাও। কবিতায় প্রাকৃতিক বর্ণনাগুলো চমৎকার হয়েছে।
ঘটক কাজী সাহেব - এর মন্তব্যগুলো ভাল লেগেছে, আপনার প্রতিমন্তব্যগুলোও। তবে আপনার প্রতিমন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাল লেগেছে একেবারে শেষেরটা, ১৩ নং প্রতিমন্তব্য।
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরাতন একটি লেখা এসে দেখে পাঠ করে
সুন্দর প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
কঠিন সব আদেশ।
ব্যতিক্রম, আবারো প্রকৃতিকে নিয়ে