নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

পাগল আমি চলেই যাব

০৫ ই মে, ২০১৬ সকাল ৮:৫৩


কাধে নিয়ে ঝোলা
ছন্দের তালে নাচছিল পাগল
গেয়ে গেয়ে বলছিল ভয় নেই
আমি তো চলেই যাব ।
এরপর যতপার নাচ তুমি
আমাকে ছাড়াই
মোটের পর তুমি তো
বসেই আছ মাথার পর।

তোমাকে ঘিরে
আমার বোধসুধ কল্পনা
সবইতো এলোমেলো
কেবলই খায় শুধু ঘোরপাক
দেয় করে সম্বিতহারা।
ছোট সে বিষয়
তাও বুঝিনা কিছুই
যদিও তা পরিস্কার
জলের মতই ।

সজ্ঞানে না থাকায়
সেভাবে টাননি আমায়
প্রেমের খেলাতেই
আমি যে নেই ।
না থাকলে সাহস
এগিওনা আর
কামড়ে দিব
হৃদয় খানি ।
এক অশরিরি ছায়া
রেখেছে মোরে
বেষ্টন করে
চাইলেই পাবেনা
যতই ডাকনা কেন
যতন করে ।

যত ছলেই বাধতে চাও
পারবেনা বাধতে
পাগল তো আমি
রয়েই যাব বাঁধন হাঁরা
চলেই যাব দুর হতে দুরে
কাধে নিয়ে তোরে ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: এক অশরিরি ছায়া
রেখেছে মোরে
বেষ্টন করে
চাইলেই পাবেনা
যতই ডাকনা কেন
যতন করে । খুব সুন্দর লিখেছেন।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এত চমৎকার ভাবে মুল্যায়নের জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

২| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:১৩

প্রামানিক বলেছেন: কবিতায় ভালোলাগা রেখে গেলাম। ধন্যবাদ

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৫

ডঃ এম এ আলী বলেছেন: এ ভাললাগা নিরন্তন রইবে মোর শিরপরে । কবির প্রতি রইল ভাল থাকার শুভ কামনা ।

৩| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ভাল লাগল
আরো লিখুন
শুভেচ্ছা কবিকে

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ও ভাল লাগার সাথে লিখায় অনুপ্রানিত করার জন্য প্রথিতজশা কবির শুভেচ্ছাবাণী সেতো প্রত্যাশারও বেশী । অনেক অনেক ভাল থাকুন এ শুভ কামনা রইল কবির প্রতিও ।

৪| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



কার সাথে এত কথা? ঘুরে ফিরে কি ব্লগের লোকজন, নাকি আরো কেহ আছে?

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: দীর্ঘদিনের পুঞ্জিভুত ব্যাথা এক কথায় বলে কি শেষ করা যায় তবে দেখুন আর কেহটা কে:

তালপাতার ফালি দিয়ে গড়া খেলার সাথির পুতুলের বিয়ের বাসরঘর সাজানোর কথা
যায়না যে ভুলা, কেমন করে ভেঙ্গে যে তা গেল এক নিদারুন কাল বোশেখীর ঝড়ে ,
ভাংগা ঘরের সাথে হারিয়ে সে গেছে, খরি মাটি দিয়ে শুধু লিখে গেছে দেয়ালের ফাকে
আবার হবে দেখা পশ্চিমের দেশে, বুজেছিনু হয়েছে সে নিরুদ্দেশ, আজো খুঁজি তাকে।

নিরুদ্দেশকেই খুঁজে ফিরি, ব্লগের পাতাতেও তাই রাখি কিছু চিহ্ন যদি চোখে পড়ে যায়
অনেক ভাল থাকুন চাদগাজী ভাই, মনের গহীণে জমা কথার চরণ কটি উৎসর্গিত অাপনায়।

৫| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: বাধন হাঁরা , বাউডুলে শব্দগুলো আমাকে টানে ..
বৈরাগী মন বাঁধন হাঁরা ই থাকতে চায় ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় পেয়ে হয়েছি খুশী মনে মনে
বৈরাগী মন বাঁধন হাঁরা ই থাকতে চায়
গুণিজন এভাবেই শিষ্যকে শিখায়
যথাযথভাবে যথাস্থানে হয়েছে পালন
কৃতজ্ঞচিত্তে রেখে গেলাম অভিবাদন
পরিশেষে বলি অনেক ভাল থাকুন ।

৬| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: বাধন হাঁরা , বাউডুলে শব্দগুলো আমাকে টানে ..
বৈরাগী মন বাঁধন হাঁরা ই থাকতে চায় ।

৭| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪০

কালনী নদী বলেছেন: অনেক সুন্দর ভাইয়া।

০৬ ই মে, ২০১৬ ভোর ৪:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া সুন্দরতো বুঝলাম এতদিন ছিলেন কোথায় । ছিলাম আধা পাগল না পেয়ে চলেই যেতে চেয়েছিলাম । আপনাকে পেয়ে আবার এখান মনটাকে পাল্টালাম এবার বলব তাকে পাগলটা যাবেনা চলে যদি বল তাই । যাচ্ছি এখনই পোষ্ট দিয়ে অাসি এটা পরে কথা হবে অন্য কোথাও ।
ভাল থাকুন এ কামনা থাকল ।

৮| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া সুন্দরতো বুঝলাম এতদিন ছিলেন কোথায় । ছিলাম আধা পাগল না পেয়ে চলেই যেতে চেয়েছিলাম । আপনাকে পেয়ে আবার এখান মনটাকে পাল্টালাম এবার বলব তাকে পাগলটা যাবেনা চলে যদি বল তাই । যাচ্ছি এখনই পোষ্ট দিয়ে অাসি এটা পরে কথা হবে অন্য কোথাও ।
ভাল থাকুন এ কামনা থাকল ।

৯| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: বাঁধনহারা পাগলের কথাগুলো স্পর্শ করে গেল! ৪ নং প্রতিমন্তব্যে দেয়া ব্যাখ্যাটিও ভালো লেগেছে। প্রশ্ন করে এ উত্তরটি আনার জন্য চাঁদগাজী কে ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

ডঃ এম এ আলী বলেছেন:

বেশ পুরাতন একটি লেখা পাঠের পর
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার
জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.