নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
পাগলী তোরে না বলছি
আমারে আর জালাছনি
তুই কেনে বার বার
খোলা দরজার কাঠ ধরে
জানালার কাছে এসে
শিশ দিয়ে যাছ
জানছনা এখন আমি
পিরিতির কবিতা লিখি ।
তুই যদি আবার আসিছ
জানালার কাছে শিশ দিছ
বাঘের মত দিব হুঙ্কার
কাল চুলের বেণি ধরে
পরায় দিমু কালির মালা
রক্ত জবা যাবে খসি
ভাল মত টের পাবি
কারে কয় জালা।
বুঝে যায় পাগলি
ভয়ে সে তরপায়
ভিরু অনুরাগে ভাবে
পাগলটা গেছে রেগে
শুরু করবে চিতকার
পাড়া করবে গরম
মরব আমি শরমে ।
ভয়াতুর দুটি চোখে
পাগলের চেহারা দেখে
কাঁপে পাগলীর মন
ভিরু কম্পিত মুখখানি্
ছড়ানো আঞ্চলে লোকায় ।
হঠাৎ শুনে পাগলের ডাক
গোমটা করে খানিক ফাক
শান্ত মিনমিনে গলায় বলে
খোলা দরজার চৌকাঠ ধরে
দাঁড়িয়ে থাকব কত কাল,
পাগলীর কথা শুনে
পাগলের ভিতর তন্ত্রী
করে উঠে শিন শিন
চোখে আসে মৃদু জল
গলাটাও যায় যে ধরে,
কিছুক্ষন থেকে চুপচাপ
ইশারায় পাগলীকে ডাকে ।
অবাক নয়নে পাগলী দেখে
পাগলটা কেমন করে কাঁদে
পাগলির চোখেও আসে জল
যেতে চায় পাগলের সাথ
জড়িয়ে ধরে বলতে চায়
আমার পাগল টা রে
মিছেই আর জালাবনা তোরে
শুধু একটু ভালবাসিছ মোরে
তোর সাথে বাচতে চাই
এক সাথে মরতেও চাই
করিছনা রাগ আমার সাথে ।
আমার মিঠা জালা তোর
ভালা লাগেনা কেরে
কেন কথায় কথায়
রাগ করিছ আর
অকারণে গাল ফুলাছ
আমার যে ডর করে ।
শান্ত গলায় পাগল বলে
ও আমার ময়নারে
তুই আর কাঁদিছ নারে
জোরে জোরে দিয়া শিশ
কান মোর ফাটায় দিছ
কবিতার খেতা কিলাই
আমারে জলদি পাগল
বইল্যা একখান ডাকদে,
এই ফাকে দুর গগনে
উঠে বেজে লালনের গান
দই পাগলের রংগীন মেলা
হোক সারা বেলার খেলা
সপে দিয়া লালনের নামে
পাগল আর পাগলীর গলাগলি
ক্ষনিকেই মিশে যায় আনন্দধামে ।
০৯ ই মে, ২০১৬ রাত ২:২৮
ডঃ এম এ আলী বলেছেন: নেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
২| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:২৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৩| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:৪৫
রিপি বলেছেন: পাগল-পাগলীর প্রেমময় কাব্য ভালোই লাগলো। পাগলীর প্রতি পাগলের প্রেম দেখে আমি মুগ্ধ।
০৯ ই মে, ২০১৬ সকাল ৮:০৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । কেন পাগলীটা কম যায় কিসে । সেতো ভালবাসা দিয়া পাগলটারে ভরিয়ে দিতে চায় ।
খুব খুশী হলাম এখানে এসে কবিতাটি পাঠের জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৪| ০৯ ই মে, ২০১৬ সকাল ৮:০২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । কেন পাগলীটা কম যায় কিসে । সেতো ভালবাসা দিয়া পাগলটারে ভরিয়ে দিতে চায় ।
খুব খুশী হলাম এখানে এসে কবিতাটি পাঠের জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৫| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগল পাগলীর সুন্দর বন্দনা ভাল লেগেছে
শুভেচ্ছাকবিকে আরো লিখুন
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য ।ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৬| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১৪
আমিই মিসির আলী বলেছেন: পাগলী তোরে না বলছি
আমারে আর জালাছনি
তুই কেনে বার বার
খোলা দরজার কাঠ ধরে
জানালার কাছে এসে
শিশ দিয়ে যাছ
জানছনা এখন আমি
পিরিতির কবিতা লিখি ।
এইরকম রূপসী একটা পাগলী পাইলে তো হৈতই।
কবিতা ভালো লাগলো।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৫২
ডঃ এম এ আলী বলেছেন: এইরকম রূপসী একটা পাগলী পাইতে চাইলে ভাই পাগল হইতে হইব । চাইনা কেও পাগল হোক । আপনার রুপসি এর থেকে অনেক অনেক বেশী রুপবান, হয়তবা সাথেই আছে না হয় অন্য কোথাও তবে তা আছে সর্বদাই আপনার মনের গহীনে । অনেক ভাল থাকুন শুভকামনা রইল ।
৭| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: হা হা পাগলা পাগলীরাই আসলে প্রেম করে প্রেমে পড়ে ভাইয়া!
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ভাল লাগল অাপুমনি এখানে এসে পাগলা পাগলীর প্রেম করে লালনের গান শুনতে শুনতে আনন্দধামে গমনের দৃশ্য দেখার জন্য । সতত ভাল থাকুন এ কামনা থাকল ।
৮| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মনে হলো, কোন সিনেমার একটা সুন্দর দৃশ্য দেখে উঠলাম, এখন বিরতি। বিরতির পরে বাকীটা দেখানো হবে।
অভ্যন্তরীন সুন্দর ভাবনা থেকেই এমন সুন্দর কবিতার ফুল ফোটে।
০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাই, এত উচ্চমার্গের মন্তব্যের ভাষার বহুমাত্রিকায় আমি বিমোহিত । ছবিটি নিয়ে নীজেও ছিলাম সন্দেহযুক্ত । দেখলাম ধারণা অমুলক নয় । দিব ঢেকে একে বিরতি পর্বে । তবে বিরতির পরে আসা পর্বটি হবেনা মধুর প্রেমালাপাপের পরিবর্তে তিতা কথায় থাকবে ভরপুর । বিষয়টি সকলের জন্য তবে ঘটনাক্রমে মিলে যদি যায় কারো সাথে, ক্ষমা চেয়ে নিচ্ছি অগ্রীম । পর্বটি হবে একান্তই রম্য কাব্য , কারো সাথে বাস্তবে কোন মিল নেই তাতে । বিষয়টি সকলের তরে তবে ঘটনাক্রমে মিলে যদি যায় কারো সাথে, অতি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি অগ্রীম ।বিষয়টি লিখছি মামুলী ধ্যান ধারণা হতে , ক্ষান্ত হতে চাই বিশেযজ্ঞের হাতে ছেড়ে দিয়ে, উদ্দেশ্য থাকবে শুধু চিন্তার সুতাটা ছোরা ।
অনেক ধন্যবাদ এখানে এসে মুল্যবান সময় দেয়ার জন্য । ভাল থাকুন অনেক শুভ কামনা থাকল ।
৯| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:২৬
মার্কোপলো বলেছেন:
আনন্দধাম কোথায় সেই ধাম?
কমেন্ট কি ছবির জন্য করবো, নাকি কবিতার জন্য?
০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৫
ডঃ এম এ আলী বলেছেন: আনন্দধাম মনের গহীনে ।
কমেন্ট ছবিটার প্রাপ্য , ছবিটার জন্যই কবিতা আর কবিতার খেতা কবি তো নীজেই কিলাইছে । অনেক ধন্যবাদ যুতসই কমেন্ট করার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৪
ভাবনা ২ বলেছেন: ভালই লাগল পাগল পাগলীর প্রেমকে আনন্দধাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য । চমতকার কবিতা পড়ে বেশ ভাল লাগল ।