নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কি ব্লগারদের কৃপনতা জেকে বসেছে ?

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫১


ব্লগ একটি লেখা প্রকাশ ও পাঠক মন্তব্য চালাচালির স্থান।একজন লেখক তাঁর লেখার উপর পাঠক প্রতিক্রিয়া/ফিডব্যক দেখতে চান, যেন তিনি পাঠক প্রতিক্রিয়ার আলোকে নীজের লেখার মান উন্নত করতে পারেন। একসময় ব্লগারদের মধ্যে ব্যপকহারে একে অপরের লেখায় প্রচুর মন্তব্য লেখা হত। ইদানিং লক্ষ্য করলে দেখা যাবে যে ব্লগে অনেক পুরাতন ব্লগারও যারা একে অপরের পোস্টে মন্তব্য করতেন তারাও ব্লগে লগ ইন এ থেকে বিচরণ করলেও নীজের সমসাময়িক কালের চিরচেনা ব্লগারদের লেখাতেও আর ফিরেও তাকান না, মন্তব্য করা তো দুরের কথা। তাই, বলা যায় ব্লগে এখন ব্লগারদের কৃপনতা জেকে বসেছে।এই মানসিকতার পরিবর্তন না হলে ব্লগে সকলের পোস্টই ( গুটি কয়েক ব্যতিত ) পোস্ট প্রকাশিত হওয়ার পর তা স্বল্প পাঠ ও বলতে গেলে শুন্য মন্তব্যতেই পড়ে থাকবে। অবস্থাদৃস্টে মনে হচ্ছে, এই কৃপনতার মানসিকতাই ব্লগকে ক্রমান্বয়ে অস্তাচলে নিয়ে যাবে। তাই, ব্লগকে সচল রাখতে হলে খোলা মন নিয়ে সকলেরই উচিত হবে ইচ্ছা কিংবা অনিচ্ছাকুত ভাবে হলেও একে অপরের ব্লগ বাগানে বিচরণ করে মন্তব্য কিংবা লাইক দিয়ে উৎসাহিত করা। কারো লেখা পছন্দ না হলে লেখাটি কেন ভাল লাগেনি তা অন্তত পক্ষে এক দুই কথায় বলে যাওয়া , তা না হলে খোদা না করুন ব্লগের সাথে নীজকেও হারিয়ে যেতে হবে।

মন্তব্য ২৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো মন ভালো নাই।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



সকলেইতো বলেন মন ভাল রাখার জায়গা হল ব্লগ ।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সময়োপযোগী লিখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




বেশ কিছু দিন ধরে লক্ষ করছি স্বনামধন্য অনেক ব্লগার ব্লগে লগ ইন থেকেও
কোন পাঠকের লেখা পাঠের কোন চিহ্ন রাখছেন না । লেখা এড়িয়া যাওয়ার
মানসিকতা প্রকট । এর ফল হবে বিকট , সেটা মনে হওয়া থেকেই
এই ছোট্ট পোস্টের অবতারণা ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:১৯

বাজ ৩ বলেছেন: মন্তব্যকারি ব্লগারকে ব্যান মারা হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২

ডঃ এম এ আলী বলেছেন:


সেটাও একটা অন্যতম কারণ হতে পারে । ধন্যবাদ

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:০৯

ফিনিক্স! বলেছেন: দিন দিন কেমন যেন মলিন হয়ে যাচ্ছে সব।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:


এর দায় পুরাতন প্রতিস্ঠিত ব্লগারগন এড়াতে পারবেন না ।
নতুন লেখা পোস্ট করার মানসিকতা না থাকলেও
ইয়েস/নো /গুড/বেড জাতীয় মন্তব্য লিখেও তারা
কিন্তু ব্লগটিকে সচল রাখতে পারেন ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৯

নতুন নকিব বলেছেন:



উদারভাবে সকলের পোস্টে কমেন্ট করতে দুইজনকেই দেখেছি। সকলেরই মন্তব্যে উদার হওয়া উচিত।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:


ধন্যবাদ । সঠিক কথা বলেছেন ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:


ধন্যবাদ । সঠিক কথা বলেছেন ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ফিরে এলেই সামু জমজমাট হয়ে যাবে।
উনি নৌকা বোঝাই করে কমেন্ট, পোষ্ট আর আনন্দ নিয়ে আসিবেন।

এখন সময় হয়েছে, সবাই মিলে জোট বাঁধার। চাঁদগাজীকে সসম্মানে ফিরিয়ে আনতে হবে। তাতে ব্লগ হবে প্রানবন্ত।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



চাঁদ গাজী ফিরে আসাটা ব্লগ টিমের উপর নির্ভরশীল । চাঁদ গাজীর দায়িত্বতো আপনি পালন করে যাচ্ছেন ।
ব্লগের প্রায় সকল পোস্টেই আপনাকে বিচরণ করতে দেখা যায় । এখনকার পরিস্থিতিতে সকলেই নৌকা
বোঝাই করে গঠনমুলক নির্মল পোস্ট কমেন্ট আর আনন্দ নিয়ে আসলেই ব্লগ সচল হবে বলে আশা করি ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৫

নজসু বলেছেন:



ঠান্ডায় জমে গেছি প্রিয় ভাই। :| টাইপ করতে গেলে হাতের আঙ্গুল জমে বরফ হয়ে যাচ্ছে। :D
ব্লগ সবসময় জমজমাট থাকুন এটাই কামনা করি।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:


এটা কোন সমস্যা হলো নজসু ভাই ! এখনকার এই প্রযুক্তির দিনে ভয়েস টু রাইট তার পর হরেক রকমের এপস
তো আছেই । আপনি লেখালেখি শুরু করুন ব্লগ জমজমাট হয়ে যাবে ইনসাল্লাহ ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৬

হুমায়রা হারুন বলেছেন: আপনার এই পর্যবেক্ষণ ব্লগ সংস্কৃতির একটি বেদনাদায়ক সত্য তুলে ধরেছে।
সত্যিই, ব্লগের প্রাণ হলো পারস্পরিক আদান-প্রদান - লেখা এবং মন্তব্যের মধ্য দিয়ে একটি জীবন্ত সংলাপ। আপনি যথার্থভাবে বলেছেন, একসময় ব্লগাররা একে অপরের লেখায় প্রচুর মন্তব্য করতেন, যা ছিল ব্লগের স্বর্ণযুগ। কিন্তু এখন যে "কৃপণতা" জেঁকে বসেছে, সেটা সত্যিই উদ্বেগজনক।
আপনার পর্যবেক্ষণ - "পুরাতন ব্লগাররা লগ ইন করেও চিরচেনা ব্লগারদের লেখায় ফিরে তাকান না" - এটি একটি গভীর সমস্যা নির্দেশ করে। এটা কি ক্লান্তি? নাকি সময়ের অভাব? নাকি আগ্রহের পরিবর্তন? যাই হোক, এর ফলাফল হলো যে নতুন এবং পুরাতন উভয় লেখকই নিরুৎসাহিত হচ্ছেন।
আপনার সমাধান - "খোলা মন নিয়ে একে অপরের ব্লগ বাগানে বিচরণ করা" - এটি চমৎকার উপমা। ব্লগ সত্যিই একটি বাগানের মতো, যেখানে প্রতিটি লেখা একটি ফুল। কিন্তু সেই ফুল দেখার জন্য, প্রশংসা করার জন্য, এমনকি সমালোচনা করার জন্যও দর্শক দরকার।
আপনার এই কথাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ - "লেখা পছন্দ না হলেও অন্তত এক-দুই কথায় বলে যাওয়া।" সৎ, গঠনমূলক সমালোচনাও মন্তব্যের অভাবের চেয়ে অনেক ভালো। নীরবতা সবচেয়ে নিরুৎসাহিত করে।
তবে একটি প্রশ্ন থেকে যায়, এই কৃপণতার মূল কারণ কী? সোশ্যাল মিডিয়ার দ্রুতগতি কি আমাদের ধৈর্য্য কেড়ে নিয়েছে? নাকি ব্লগ প্ল্যাটফর্মের কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা? নাকি আমরা নিজেরাই পরিবর্তিত হয়ে গেছি?
আপনার সতর্কবাণী - "খোদা না করুন ব্লগের সাথে নিজকেও হারিয়ে যেতে হবে" - এটি সত্যিই চিন্তার বিষয়। ব্লগ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি সম্প্রদায়। এবং সম্প্রদায় টিকে থাকে পারস্পরিক যত্ন এবং অংশগ্রহণের মাধ্যমে।
আপনার এই আহ্বান সময়োপযোগী এবং জরুরি। আশা করি, এই লেখাটি ব্লগারদের মধ্যে একটি আত্মসচেতনতা তৈরি করবে এবং আমরা আবার সেই জীবন্ত, মন্তব্যপূর্ণ ব্লগ সংস্কৃতি ফিরে পাব।
ব্লগকে বাঁচিয়ে রাখার এই দায়িত্ব আমাদের সবার।
আপনার এই লেখাটির জন্য ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৫

ডঃ এম এ আলী বলেছেন:


আপনার মন্তব্যটি খুবই প্রাসঙ্গিক এবং বহুস্তরবিশিষ্ট প্রশ্ন উত্থাপন করেছে। ব্লগে মন্তব্যের সংকটকে একক কোনো
কারণে ব্যাখ্যা করা বোধহয় যথার্থ হবে না। সোশ্যাল মিডিয়ার দ্রুতগতির স্ক্রল সংস্কৃতি নিঃসন্দেহে আমাদের পাঠ
ও প্রতিক্রিয়ার ধৈর্য কমিয়েছে; সেখানে “লাইক” বা এক লাইনের প্রতিক্রিয়াই যেন যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে।
এর প্রভাব ব্লগিং জগতেও এসে পড়েছে।

একই সঙ্গে ব্লগ প্ল্যাটফর্মের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, নোটিফিকেশনের অভাব কিংবা পাঠকের কাছে নতুন
আকর্ষনীয় লেখা পৌঁছাতে নাপারাও মন্তব্য কমে যাওয়ার একটি বাস্তব কারণ।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো
আমাদের নিজেদের মানসিক ও সাংস্কৃতিক পরিবর্তন। আমরা ক্রমেই পাঠক থেকে নীরব ভোক্তায় রূপ নিচ্ছি;
পড়ছি, কিন্তু সংলাপে অংশ নিচ্ছি না। মোবাইল হতে ব্লগে লগ ইন করাও একটি কারণ হতে পারে । মোবাইলে
বাংলা টাইপ করা অনেকের কাছেই বেশ কষ্টকর ।

আপনি যথার্থই বলেছেন, ব্লগ কেবল লেখার জায়গা নয় এটি একটি সম্প্রদায়। আর সেই সম্প্রদায় টিকে থাকে
পারস্পরিক যত্ন, মনোযোগ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। মন্তব্য করা কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয়; এটি
লেখককে স্বীকৃতি দেওয়া এবং চিন্তার ধারাবাহিকতা রক্ষা করার একটি মানবিক প্রক্রিয়া।

খোদা না করুন ব্লগের সাথে নিজকেও হারিয়ে যেতে হবে” এই সতর্কবাণী আসলে আমাদের সকলের জন্য।
যদি আমরা ব্লগকে উপেক্ষা করি, তাহলে ধীরে ধীরে আমরা সেই গভীর পাঠ, মননশীল প্রতিক্রিয়া ও আন্তরিক
সংযোগের জায়গাটিও হারাব। আপনার আশাবাদী প্রত্যাশার সাথে একমত,এই ধরনের আলোচনা ও
আত্মসচেতনতা যদি বাড়ে, তবে আবারও একদিন জীবন্ত, মন্তব্যপূর্ণ ব্লগ সংস্কৃতি ফিরে আসবে বলে বিশ্বাস
করা যায়।

মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০২

সুলাইমান হোসেন বলেছেন: নজসু বলেছেন:



ঠান্ডায় জমে গেছি প্রিয় ভাই। :| টাইপ করতে গেলে হাতের আঙ্গুল জমে বরফ হয়ে যাচ্ছে। :D
ব্লগ সবসময় জমজমাট থাকুন এটাই কামনা করি।


নজসু ভাই@ আপনি পোস্ট দেওয়া শুরু করলে ব্লগ জমজমাট হয়ে যাবে ইনশাআল্লাহ

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



নজসু ভাই ব্লগের শক্তিমান গল্প লেখক ।
উনার বিষয়ে আপনার পরামর্শের সাথে
আমি একমত ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: ডঃ এম এ আলী ভাই,
আসসালামু আলাইকুম।
আপনার এই ছোট্ট পোস্টটির জন্য অনেক ধন্যবাদ। পোস্টটি ছোট হলেও এর আবেদন ব্লগারদের জন্য প্রাণস্পর্শী। আপনার বাক্যবাণে আমিও মনে মনে তিরবিদ্ধ হয়েছি, কারণ আমিও ব্লগে অধুনা অনিয়মিত, এবং যাও বা আসি, আপনার অভিযোগগুলোর অংশীদার হয়ে ফিরে যাই।

কিন্তু আলী ভাই, আপনি জানেন যে "কালি, কলম, মন - লেখে তিনজন"। কথাটা সম্ভবতঃ লিখেছিলেন বাংলা ভাষার একজন দিকপাল প্রবন্ধকার শ্রী প্রমথ চৌধুরী। আমার ভুলও হতে পারে। যদি ভুল হয়ে থাকে, তবে কথাটা আসলে কে প্রথমে বলেছিলেন বা লিখেছিলেন, তা যে কেউ আমাকে শুধরিয়ে দিলে বাধিত হবো। তবে এখন তো কালি আর কলম দিয়ে কেউ তেমন লিখেন না; যদিও কেউ লিখে থাকেন তাদের সংখ্যাটা নিতান্তই নগণ্য। কালি, কলম এর জায়গায় এসেছে কম্পিউটার ও কী-বোর্ড। কিন্তু মনটা তো ঠিকই তার আগের জায়গাতেই রয়ে গেছে। তিনজনের জায়গায় যদি দু'জন থাকে, তবে শুধু সংখ্যাধিক্যের কারণে তা কোন লেখা সৃষ্টি করতে পারে না, অসম্পূর্ণ অবস্থায়ও না। একটি লেখার, সেটা মাত্র দুই একটি শব্দের হলেও, সফল জন্মের জন্য ঐ তৃ্তীয় শক্তি 'মন' এর উপস্থিতি অত্যাবশ্যক। আমার মনে হয়, অনেক ব্লগারেরই এ ব্লগ থেকে সেই 'মন'টা উঠে গেছে। এর কারণগুলোও কমবেশি সবাই অনুধাবন করতে পারেন। সে কারণেই আজ ব্লগের এই মুমূর্ষ অবস্থা। তবে ব্লগ কর্তৃপক্ষের উপর আমার এখনও আস্থা রয়েছে, এবং রয়েছে আপনার মত আরও অনেক নিবেদিত প্রাণ ব্লগারের উপর। সকলের সম্মিলিত চেষ্টায় এ ব্লগটি আবার ফিরে পাক আগের সেই প্রাণস্পন্দন, প্রাণস্পৃহা।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০১

হুমায়রা হারুন বলেছেন: আপনি একদম সঠিক বলেছেন যে ব্লগে মন্তব্যের সংকটকে একক কারণে ব্যাখ্যা করা সম্ভব নয়।
এটি একটি বহুমাত্রিক সমস্যা।
সোশ্যাল মিডিয়ার "স্ক্রল সংস্কৃতি" নিয়ে আপনার পর্যবেক্ষণ অত্যন্ত প্রাসঙ্গিক।
সত্যিই, যেখানে একটি "লাইক" বা ইমোজিই যথেষ্ট বলে মনে করা হয়, সেখানে একটি সুচিন্তিত মন্তব্য লেখার ধৈর্য ও সময় খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা ক্রমশ "দ্রুত প্রতিক্রিয়া"র সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছি।

মোবাইল থেকে বাংলা টাইপিং এর অসুবিধা নিয়ে আপনার কথা একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিক তুলে ধরেছে। এটি সত্যিই একটি বাস্তব বাধা যা অনেকে উপেক্ষা করেন। ব্লগ প্ল্যাটফর্মের নোটিফিকেশনের অভাব এবং নতুন লেখা পৌঁছানোর সীমাবদ্ধতাও নিঃসন্দেহে একটি বড় কারণ।

আপনার আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো - "আমরা ক্রমেই পাঠক থেকে নীরব ভোক্তায় রূপ নিচ্ছি।" এই রূপান্তরটি আসলে সবচেয়ে উদ্বেগজনক। পড়া এবং সংলাপে অংশ নেওয়া - এই দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং আমরা দ্বিতীয়টি হারিয়ে ফেলছি।
আপনার এই উপলব্ধি - "মন্তব্য করা কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয়; এটি লেখককে স্বীকৃতি দেওয়া এবং চিন্তার ধারাবাহিকতা রক্ষা করার একটি মানবিক প্রক্রিয়া" - এটি অসাধারণ। মন্তব্য আসলে একটি মানবিক সংযোগ, একটি বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান।
এরূপ আদান প্রদান কেন সম্ভব হচ্ছে না?
কারণ, কারো লেখায় অন্য মন্তব্য-দানকারীর মন্তব্যে শুধু লেখক ছাড়া অন্য পাঠকরা প্রতিউত্তর দিতে পারেন না। আবার যেমন ধরেন আমি মন্তব্য করলাম, লেখক উত্তর দিলেন। সেই উত্তরের প্রতি উত্তর দেবার সরাসরি কোন রিপ্লাই -অপশন নাই। এক্ষেত্রে নতুন করে মন্তব্য বক্সে যেয়ে আমার প্রথম মন্তব্যে যে উত্তর লেখক দিয়েছেন তা রেফার করে প্রতি উত্তর লিখতে হচ্ছে। বা রেফার নাই বা করলাম, নতুন করে মন্তব্য বক্স তো ওপেন করতে হচ্ছে। লিখতে গিয়ে দেখলাম আমার দ্বিতীয় বার করা প্রতিমন্তব্য অনেক নতুন মন্তব্যের পিছে পড়ে যাচ্ছে । রেফারেন্স না দিলে তা অন্য পাঠকদের বুঝতে অসুবিধা হচ্ছে । আবার অন্য ব্লগারদের যদি আমাকে প্রতিউত্তর দিতে ইচ্ছে করে, সে ক্ষেত্রে সরাসরি কোন রিপ্লাই অপশন তারা পাচ্ছেন না।

এইরূপ 'রিপ্লাই অপশান' না থাকায় এই প্ল্যাটফর্ম, ব্যবহারের দিক দিয়ে ইউজার -ফ্রেন্ডলি হচ্ছে না। ফলে চিন্তার আদান প্রদান এবং আলোচনা বেশীদূর আগাতে পারছে না, স্থিত হয়ে পড়ছে।
সময় বেশী লাগাতে রিপ্লাই করার ইচ্ছা থাকলেও তা স্তিমিত হয়ে পড়ছে ।
[তাছাড়া সবাই তো বাড়িতে চেয়ারে বসে, টেবিলে স্ক্রিন রেখে টাইপ করতে পারার অবস্থায় সবসময় থাকে না।]

এইসকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে thought exchange নিমেষে সহজ হয়ে যাবে।

একটি সতর্কবাণী যে "গভীর পাঠ, মননশীল প্রতিক্রিয়া ও আন্তরিক সংযোগের জায়গাটিও হারাব" - এটি শুধু ব্লগের জন্য নয়, আমাদের সমগ্র সাংস্কৃতিক জীবনের জন্য একটি হুঁশিয়ারি। যদি আমরা গভীরভাবে পড়া, চিন্তা করা এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে আমরা আসলে আমাদের মানবিক গুণাবলীরই একটি অংশ হারিয়ে ফেলব।

তবে আপনার মতো চিন্তাশীল পাঠক ও মন্তব্যকারী থাকার কারণেই আমার বিশ্বাস - ব্লগ সংস্কৃতি আবার ফিরে আসবে। কারণ আপনি শুধু সমস্যা চিহ্নিত করেননি, আপনি নিজেই সমাধানের একটি জীবন্ত উদাহরণ। আপনার এই বিস্তৃত, সুচিন্তিত মন্তব্য প্রমাণ করে যে এখনও পাঠক আছেন, যারা সময় নিয়ে পড়েন, ভাবেন এবং মনোযোগ দিয়ে প্রতিক্রিয়া জানান।
এই ধরনের আত্মসচেতনতা এবং সংলাপই ব্লগকে আবার প্রাণবন্ত করে তুলবে।
আপনার এই মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
একসাথে আমরা ব্লগের সেই হারানো প্রাণস্পন্দন ফিরিয়ে আনতে পারব - এই বিশ্বাস রাখি।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী সামু ব্লগের প্রান।
চাঁদগাজী সামুর শ্রেষ্ঠ ব্লগার।
কোনোদিন বাংলা ব্লগের ইতিহাস লেখা হলে, সেখানে সবার আগে একটি নাম আসিবে। সেটা- চাঁদগাজীর নাম।
উনি থাকলে রাজাকার শিবিরেরা ব্লগে ইতরামো করার সুযোগ পায় না।
উনি দুষ্ট ব্লগারদের লাইনে নিয়ে আনতে পারেন।

আশাকরি আপনি আমার সাথে একমত হবেন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৮

নজসু বলেছেন:



প্রিয় সুলাইমান হোসেন ভাই, আপনার মন্তব্যটা দেখে অনেক খুশি হলাম। আপনার জন্য এবং সবার প্রিয় শ্রদ্ধাভাজন ডঃ এম এ আলী ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: পরামর্শসুলভ দু'টি চমৎকার মন্তব্যের জন্য ব্লগার হুমায়রা হারুন কে অনেক ধন্যবাদ।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

নূর আলম হিরণ বলেছেন: ব্লগারদের মত মডারেটররাও ঝিমিয়ে পড়েছে। ব্লগ আসলে এভাবেই চলবে। বড় ধরণের কোন পরিবর্তন আসবে না।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৩

ক্রেটোস বলেছেন: @রাজীব নূর আপনার চাঁদগাজী এখন ওমর খৈয়াম হয়ে ফিরে এলেন, শুধু এখন উনি এই নিরীহ কবিটাকে গালাগাল খাওয়াবেন! সে না হয় হলো কিন্তু উনি আসবার পরও আপনার অস্থিরতা কাটছে না কেন বুঝতে পারলাম না!

১৮| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে এখন ব্লগারদের কৃপনতা জেকে বসেছে।
.................................................................................
কারন নানাবিধ ।
তবে কোন ব্লগার একটি লেখা প্রকাশের পর কি চায় ?
তার আকাঙ্খা কি জানা প্রয়োজন !
কোন কোন লেখক অনেক পরিশ্রম করে লিখে কি দেখতে পায় ?
কোন মন্তব্য নাই, উপরন্ত তীর্ষক সমালোচনা ।
ব্লগার সমস্যার পাশাপাশি ,প্রযুক্তগত উন্নয়ন আবশ্যকতা আছে ।
সুতরাং অল্প কখায় বলতে পারি :-
১) ব্লগের সমসাময়িক বাস্তবতায় উন্নয়ন দরকার ।
২) কোন ব্লগার লিখতে এসে আহত বা অপমানিত না হয় তার আধুনিক ব্যবস্হা রাখা
৩) ব্লগার থেকে একটি টীম চলমান থাকবে , কোন নূতন ব্লগার আসলে তাকে গাইড করা ও উৎসাহ প্রদান ।
৪) কোন একটি লেখা কি পরিমান মর্যাদা পাবে তার অটোমেশন থাকা ।
৫) নির্বাচিত পোষ্ট কোন কোন বিবেচনায় হলো তার স্বচ্ছতা বয়ান করা ।
৬) মডারেশন দ্বায়িত্ব এককভাবে অনন্তকাল একজনের আওতায় থাকা কাম্য নয় ।
৭) কোন কোন ব্লগার ভালো বা খারাপ করছে তার রেটিং প্রকাশ করা, ফলে ব্লগারাই জানবে কে শাস্তি পেতে যাচ্ছে ।
৮) কোন ব্লগারই ব্যান করা যাবেনা । তবে রেটিং রেড হলে মন্তব্য করা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে ।
৯) উক্ত ব্লগারকে রেটিং সবুজ করতে হলে প্রতিমাসে গড়ে ১৫টি লেখা আসতে হবে এবং
প্রাপ্ত রেটিং যোগ করে সবুজ হলে আবার স্বভাবিক নিয়মের সেফ ব্লগার বিবেচিত হবে ।
১০) মডারেশন ষ্ট্যাটাস যে প্যানেলটি আছে তাকে সফটওয়ার ডিজিটালাইজেশন করলেই অনেক সুবিধা পাওয়া যাবে ।

এসবই আমার ব্যক্তিগত ভাবনা আপনারা আরও উন্নত চিন্তা জানাতে পারেন, সবটাই বা আংশিক বিবেচনায় আসবে কিনা
তাহা কর্তৃপক্ষর বিষয় ।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৮

সূচরিতা সেন বলেছেন: সময় উপযোগি মানসই লেখার জন্য ধন্যবাদ। এবং পাশাপাশি ১৮ নং কমেন্টের সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.