নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুমের ব্লগ

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

শওকত হোসেন মাসুম

আকাল-তবু স্বপ্ন থাকে বিরোধ-তবু স্বপ্ন থাকে ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে

শওকত হোসেন মাসুম › বিস্তারিত পোস্টঃ

১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য

১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৯

সেরা ছবির তালিকা করা সহজ না। সবারই ব্যক্তিগত তালিকা আছে এবং কারো সাথেই কারো মিলবে না। আর তালিকাও প্রতিনিয়ত পাল্টায়।



আমেরিকান ফিল্ম ইন্সটিউট মাত্রই বিষয়ভিত্তিক ১০ টি সেরা ছবির তালিকা প্রকাশ করেছে। ১০টি বিষয়ে ১০টি সেরা ছবি। তালিকা মিলিয়ে নেই এবং দেখা না থাকলে দেখেও নিতে পারি।





সেরা এনিমেশন



১. স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস। ২. পিনোকিও। ৩. বাম্বি। ৪. দি লায়ন কিং। ৫. ফ্যান্টাসিয়া। ৬. টয় স্টোরি। ৭. দি বিউটি অ্যান্ড দি বিস্ট। ৮. শ্রেক। ৯. সিন্ডারেলা এবং ১০. ফাইন্ডিং নিমো।



আমার তালিকায় ফাইন্ডিং নিমো তুলনাহীন। ফ্যান্টাসিয়া ছাড়া সবই দেখা।





সেরা ফ্যান্টাসি



১.দি উইজার্ড অব ওজ। ২. দি লর্ড অব দ্য রিংগস: ফেলোশিপ অব দ্য রিংগস। ৩. ইটস এ ওয়ান্ডারফুল লাইফ। ৪. কিং কং (পুরানোটা)। ৫. মিরাক্যল অন থার্টিফোর্থ ষ্ট্রীট। ৬. ফিল্ড অব ড্রিমস। ৭. হার্ভে। ৮. গ্রাউন্ডহগ ডে। ৯. দি থিফ অব বাগদাদ ও ১০. বিগ



দি লর্ড অব দি রিংগস ছবিটাকে কেন জানি আমার সহ্য হলো না।



সেরা গ্যাংস্টার



১. দি গড ফাদার। ২. গুডফেলাস। ৩. গডফাদার (২য় পর্ব)। ৪. হোয়াইট হিট। ৫. বনি অ্যান্ড কাইড। ৬. স্ক্যারফেস (১৯৩২ সালে মুক্তি পাওয়া)। ৭. পাল্প ফিকশন। ৮. দি পাবলিক এনিমি। ৯. লিটন সিজার। ১০. স্ক্যারফেস (আল পাচিনো)।



গড ফাদার বা গুডফেলাস তো আছেই। পাল্প ফিকশন এখনো চোখে লেগে আছে।



সেরা স্পোর্টস

১. রেগিং বুল। ২. রকি। ৩. দি প্রাইড অব ইয়াঙ্কিস। ৪. হোসিয়ার্স। ৫. বুল ডারহাম। ৬. দি হাসলার। ৭. কেডিশ্যাক। ৮. ব্রেকিং এওয়ে। ৯. ন্যাশনাল ভেলভেট।



রেগিং বুলকে কি খালি স্পোর্টস মুভি বলা যায়? স্করসিজকে এই ছবিতে সেরা পরিচালকের অস্কার না দেওয়ার লজ্জা তাদের কোনোদিনও যাবে না।



সেরা রোমান্টিক কমেডি



১. সিটি লাইটস। ২. এনি হল। ৩. ইট হ্যাপেন্ড ওয়ান নাইট। ৪. রোমান হলিডে। ৫. দি ফিলাডেলফিয়া স্টোরি। ৬. হোয়েন হ্যারি মেট শ্যালি। ৭. এডামস রিব। ৮. মুনস্ট্রাক। ৯. হ্যারল্ড অ্যান্ড মউড এবং ১০. স্লিপলেস ইন সিয়াটল।



তালিকার বেশিরভাগই মেলে। হ্যারল্ড নামের এই ছবির তো আগে নামই শুনি নাই।



সেরা রহস্য



১। ভার্টিগো। ২. চায়নাটাউন। ৩. রিয়ার উইন্ডে। ৪. লরা। ৫. দি থার্ড ম্যান। ৬. দি মলটেজ ফ্যালকন। ৭. নর্থ বাই নর্থওয়েস্ট। ৮. ব্ল– ভেলবেট। ৯. ডায়াল এম ফর মার্ডার এবং ১০. দি ইউজুয়াল সাসপেক্টস।

রহস্য মানেই হিচকক। সবসময়ের পছন্দ।



সেরা কোর্টরুম ড্রামা



১। টু কিল এ মকিংবার্ড। ২. ১২ অ্যাংগরি ম্যান। ৩. ক্রামার ভার্সেস ক্রামার। ৪. দি ভার্ডিক্ট। ৫. এ ফিউ গুড ম্যান। ৬. উইটনেস ফর দি প্রোসেকিউশন। ৭. এনাটমি অফ এ মার্ডার। ৮. ইন কোল্ড ব্লাড। ৯. এ ক্রাই ইন দি ডার্ক এবং ১০. ডাজমেন্ট অ্যাট নুরেমবার্গ।



জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ আমার অল টাইম ফেভারেট। ক্রামার ভার্সেসও তাই। টু কিল এ মকিংবার্ড কেন জানি ভালো লাগে নাই।



সেরা এপিক



১। লরেন্স অব আরাবিয়া। ২. বেন-হার। ৩. সিন্ডার্স লিস্ট। ৪. গন উইথ দ্য উইন্ড। ৫. স্পার্টার্কাস। ৬. টাইটানিক। ৭. অল কোয়াইট অন দি ওয়েষ্টার্ণ ফ্রন্ট। ৮. সেভিং প্রাইভেট রায়ান। ৯. রেডস এবং ১০. দি টেন কমান্ডামেন্টস।



টাইটানিক কেমনে ঢুকলো এপিক হিসাবে?



সেরা ওয়েষ্টার্ন



১। দি সার্চার্স। ২. হাইনুন। ৩. শেইন। ৪. আনফরগিভেন। ৫. রেড রাইভার। ৬. দি ওয়াইল্ড বাঞ্চ। ৭. বুচ ক্যাসিডি অ্যান্ড সানডাঞ্চ কিড। ৮. ম্যাককাবে অ্যান্ড মিসেস মিলার। ৯. স্টেজকোচ এবং ১০. ক্যাট বালাউ।



ওয়েস্টার্ণে এখন আর মজা পাই না।



সেরা কল্পবিজ্ঞান



১. ২০০১: এ স্পেস ওডেসি। ২. স্টার ওয়ার্স। ৩. ই.টি.। ৪. এ ককওয়ার্ক অরেঞ্জ। ৫. দি ডে দি আর্থ স্টুড স্টিল। ৬. ব্লেড রানার। ৭. এলিয়েন। ৮. টার্মিনেটোর-২। ৯. ইনভেশন অব দি বডি øাচার্স এবং ১০. ব্যাক টু দি ফিউচার।



সাই-ফাই মজা নাই।



মন্তব্য ১০০ টি রেটিং +৮৮/-২

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৪

ফয়সল নোই বলেছেন: থ্যাংকস ।অধিকাংশগুলোই না দেখা।কিছু দেখা।সংগ্রহ করার জন্য প্রিন্ট নিলাম।:)

১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৬

শওকত হোসেন মাসুম বলেছেন: আমারও আছে না দেখা অনেক ছবি। এতো ছবি দেখি তারপরেও তো কয়েকটি ছবির নামই তো আগে শুনি নাই।

২| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৬

আরিফুর রহমান বলেছেন: সুইট!!

টেঙকু!

১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৯

শওকত হোসেন মাসুম বলেছেন: আপনারেও টেঙকু

৩| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ইংরেজী মুভি বেশি একটা দেখা হয়না। তারপরও কিছু কিছু দেখা। তবে পরিমাণে খুব-ই কম।


আইস এইজের নাম নেই কেন?

১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০১

শওকত হোসেন মাসুম বলেছেন: কোনো তালিকাই মিলবে না।

৪| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৯

মেসবাহ য়াযাদ বলেছেন: অল্প কিছু দেখা। তারমধ্যে:

ফ্যান্টাসিয়া / দি বিউটি অ্যান্ড দি বিস্ট / সিন্ডারেলা / ফাইন্ডিং নিমো

কিং কং (পুরানোটা) / দি থিফ অব বাগদাদ

১২ অ্যাংগরি ম্যান / এ ফিউ গুড ম্যান / ইন কোল্ড ব্লাড

বেন-হার / টাইটানিক / অল কোয়াইট অন দি ওয়েষ্টার্ণ ফ্রন্ট

রেড রাইভার / দি ওয়াইল্ড বাঞ্চ

ই.টি./ এলিয়েন / টার্মিনেটোর-২ / ব্যাক টু দি ফিউচার।


লিস্টটা রাখলাম। সময় সুযোগ মত দেখবো..... ধন্যবাদ বস ।






১৯ শে জুন, ২০০৮ রাত ৮:৩০

শওকত হোসেন মাসুম বলেছেন: অয়েলকাম আপনারেও

৫| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:২১

নামহীন মানব বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। সংগ্রহের জন্য প্রিয়তে রাখলাম।

১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ

৬| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:২২

প্রবাস কন্ঠ বলেছেন: প্রিয়তে রাখলাম +

৭| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩০

রিয়াজ শাহেদ বলেছেন: ১. সেরা এনিমেশন ক্যাটাগরিতে অ্যান্টজ, মন্সটারস ইনকর্পোরেটেড আর দ্য ইনক্রেডিবলস-এর একটাও নাই দেইখা চেয়ার থেইকা পইড়া গেছি।

২. উইঠা বসতে না বসতেই দেখি সেরা রোমান্টিক কমেডি ক্যাটাগরিতে ফিফটি ফার্স্ট ডেটস আর ইট কুড হ্যাপেন টু ইউ নাই; আবার পইড়া গেছি।

৩. আবার উইঠা বইসাই আবার পইড়া গেছি, কারণ সেরা ওয়েষ্টার্ন ক্যাটাগরিতে আ ফিস্টফুল অভ ডলারস আর দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি-র নাম দেখিনাই।

আমারে এইরকম হেনস্থা করনের অভিযোগে মাসুম ভাইয়ের আইপিসহ ব্যান চাই। X((

১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৪

শওকত হোসেন মাসুম বলেছেন: সাইকো আর শশাঙ্ক রিডেমশনের নাম না দেইখা আমিও টাসকি খাইলাম।

আমেরিকান ফিল্ম ইন্সটিউটের আইপি সহ ব্যান চাই।

৮| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৮

স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: সংগ্রহে রাখলাম।

~

১৯ শে জুন, ২০০৮ রাত ৮:০৬

শওকত হোসেন মাসুম বলেছেন: রাখার মতোই

৯| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৪

অদ্ভুত আঁধার এক বলেছেন: ভাই চিন্তাই পড়লাম,
এত মুভি দেখি,
তারপরো কত দেখা হয়নায়।
এ মুহুর্তে খুব মনে পড়ছে সেভিং প্রাইভেট রায়ান এর কথা।
ভাই বঅহুত মভি দেখতে হবে।এত সময় পাব কোথায়।
ধন্যবাদ।

১০| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৬

আবু সালেহ বলেছেন: থ্যাংকস ।অধিকাংশগুলোই না দেখা।কিছু দেখা।সংগ্রহ করার জন্য প্রিন্ট নিলাম।

১১| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৬

আকাশচুরি বলেছেন: দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি- নাই দেইখা আমিও টাসকি খাইছি!

যাউকগা ++

১২| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১১

ঐক্যতান বলেছেন: রোমান্টিক ক্যাটাগরিতে ওয়াক ইন দা ক্লাউডস নাই দেখে হতাশ হলাম। লিস্ট টা মনে হয় পুরোপুরি পারফেক্ট না!

১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

শওকত হোসেন মাসুম বলেছেন: সবার পছন্দ অনুযায়ী তালিকা করা কি সম্ভব। জরিপ করে অধিকাংশের মতামত নিয়ে এই লিস্ট। আর ক্যাটাগরি হচ্ছে রোমান্টিক কমেডি, খালি রোমান্টিক না।

১৩| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

মোঃ মোশাররফ হোসেন বলেছেন: গুড কালেকশন ফর ফিউচার। ধন্যবাদ

১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ

১৪| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

একরামুল হক শামীম বলেছেন: দারুন একটা লিস্টি। সবগুলা মুভি দেখমু সময় কইরা। :)

১৫| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

রিয়াজ শাহেদ বলেছেন: খালি কমেডি ছবির লাইগা কোনো ক্যাটাগরি নাই ক্যান? জিম ক্যারী এত্তো ভালো কিছু মুভি করলো...

১৬| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

রিয়াজ শাহেদ বলেছেন: বস কি ফ্রেন্ডস দেখছেন নাকি? ফ্রেন্ডস ভক্তগো লাইগা একটা পোস্ট দিছিলাম- Click This Link

১৭| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

নতুন বলেছেন: দি ম্যাট্রক্স,
দি গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি,
মন্সটারস ইনকর্পোরেটেড
আর দ্য ইনক্রেডিবলস,
শশাঙ্ক রিডেমশন
স্টারডাস্ট
আরু কিছু নাম না দেইখা আমিও টাসকি খাইলাম।

আমেরিকান ফিল্ম ইন্সটিউটের আইপি সহ ব্যান চাই।

১৮| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

শওকত হোসেন মাসুম বলেছেন: শশাঙ্ক রিডেমশন তালিকায় না থাকাটাই আমার কাছে অপরাধ মনে হয়।

১৯| ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

শফিকুল বলেছেন: চমৎকার।+++++++

২০| ১৯ শে জুন, ২০০৮ রাত ৮:৪০

তানজু রাহমান বলেছেন: সেরা ১০ বানানো খুবই কঠিন কাজ! মনে হচ্ছে প্রায় সব হলিউডের। তারপরও লিস্টটা দেয়ার জন্য ধন্যবাদ।
লক, স্টক & টু স্মোকিং ব্যারেলস্ কোন ক্যাটেগরিতে পড়বে?

১৯ শে জুন, ২০০৮ রাত ৯:১৪

শওকত হোসেন মাসুম বলেছেন: হেরা ফেরি ক্যাটাগরিতে

২১| ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:০১

কিসলু বলেছেন: গুড কালেকশন

১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪২

শওকত হোসেন মাসুম বলেছেন: হুমমমমম

২২| ২০ শে জুন, ২০০৮ রাত ১:১৭

হাসান মইখল বলেছেন: জন ফোর্ডে'র "হাউ গ্রীণ ওয়াজ মাই ভ্যালী" ছবিটা না থাকায় হতাশ হলাম। "টু কিল এ মকিং বার্ড" অসাধারণ লাগছে আর "ক্র্যামার ভার্সাস ক্র্যামার " ফালতু মনে হয়ছে।
আপনার ঠিক পুরা উলটা না!

২১ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৭

শওকত হোসেন মাসুম বলেছেন: পছন্দের পার্থ্ক্য হতেই পারে। ক্রামার ভার্সেস হয়তো আবেগ নিয়ে খেলা করেছে একটু বেশি।

২৩| ২০ শে জুন, ২০০৮ রাত ৩:০৩

ফারহান দাউদ বলেছেন: শশাঙ্ক রিডেমশন তালিকায় না থাকাটাই আমার কাছে অপরাধ মনে হয়।
পাল্প ফিকশন এখনো চোখে লেগে আছে।
লর্ড অভ দ্য রিংস রে যে অন্যতম সেরা ফ্যান্টাসি না বলবে তার আইপি সুদ্ধা ব্যান চাই।
ফরেস্ট গাম্প কই গেলো?
টাইটানিক কেমনে ঢুকলো এপিক হিসাবে?
শ্রেক,সিন্ডারেলা,লায়ন কিং,ফাইন্ডিং নিমো জোশ,তবে স্পিরিট আর মনস্টারস ইন্ক বাদ পড়লো কেমনে?
সবশেষে,বুকমার্কড।

২১ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

শওকত হোসেন মাসুম বলেছেন: কি করুম কন, লর্ড সিরিজ আমার সহ্যই হইলো না।

২৪| ২০ শে জুন, ২০০৮ রাত ৩:১৫

দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম।
প্রায় একবছর যাবত কোনো সিনেমা দেখার সুযোগ পাচ্ছিনা। দেখি আপনার লিস্ট ধরেই আবার শুরু করবো।

২৫| ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৩৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: মুভি সিজন চালাচ্ছি , নাইট শো প্রতিদিন

so , প্রিয় পোস্টে

২৬| ২১ শে জুন, ২০০৮ সকাল ১১:২০

মুহিব বলেছেন: বিরাট কালেকশন

২৭| ২১ শে জুন, ২০০৮ রাত ৯:৪০

সবুজ বলেছেন: +

২৮| ২১ শে জুন, ২০০৮ রাত ১০:০৬

নোক্সেনডার বলেছেন: বেশীরভাগ ছবিই দেখা। + সহকারে ধন্যবাদ

২২ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪১

শওকত হোসেন মাসুম বলেছেন: অয়েলকাম

২৯| ২১ শে জুন, ২০০৮ রাত ১০:৩৩

. . . এখনো খুঁজি বলেছেন: ভাল লাগলো।

৩০| ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৫

তারেক আনোয়ার বলেছেন: রেখে দিলাম । সংগ্রহ করতে হবে ।

৩১| ১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৯

রাকিব বলেছেন: ইটস আ ওয়ান্ডারফুল লাইফ ফ্যান্টাসিতে ঢুকল কিভাবে?

৩২| ২১ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২০

আনিকা বলেছেন: স্পেশালি বই পড়ার পরে লর্ড সিরিজটা এমনই পানসা লাগে... লেখকের কল্পনা বাস্তবে আনা অসম্ভব। শশাংক রিডেম্পশান টা লিস্টিতে চরম মিস করলাম.. এখন পর্যন্ত বেশিরভাগ লিস্টিতেই এইটা ছিলো...

২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:০০

শওকত হোসেন মাসুম বলেছেন: শশাঙ্ক রিডেম্পশন আমার অল টাইম ফেব এর মধ্যে পড়ে

৩৩| ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৮

মুসতাইন জহির বলেছেন: থ্যাংকস...

৩৪| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৫

হুমায়ূন সাধু বলেছেন: এইমুহূর্তে মনে পড়ছে -ক্যাসাব্লান্কা, দ্যা ব্যালাড অফ আ্য সোলজার, সানফ্লাওয়ার, টু উইম্যান, সাউন্ড অফ মিউজিক, সাইকো। এরপর ট্যাক্সি,ফরেস্টগাম্প, আইস এইজ। এগুলাতো লিস্টে থাকেই।

৩৫| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮

মারুফ হায়দার নিপু বলেছেন:
গুডি গুডি!!

৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

মাহবুব সুমন বলেছেন: Tsotsi মুভিটা দেইখেন মাসুম ভাই।

৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

চাচামিঞা বলেছেন: very good post............
In sincefiction group I like to add "The Island" very good movie.

৩৮| ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২

নীল লাল সবুজ বলেছেন: সেরা স্পোর্টস এ কুল রানিং আসতে পারে..

৩৯| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

মাহবুব সুমন বলেছেন: Nyfes (২০০৪) মুভিটা দেইখেন মাসুম ভাই, গ্রীক মুভি। এই মাত্র দেখলাম

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩০

শওকত হোসেন মাসুম বলেছেন: ঢাকায় পাওয়া যায় কীনা, দেখি।

৪০| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০

ভাইরাস! বলেছেন: সেরা কল্পবিজ্ঞান

১. ২০০১: এ স্পেস ওডেসি। ২. স্টার ওয়ার্স। ৩. ই.টি.। ৪. এ ককওয়ার্ক অরেঞ্জ। ৫. দি ডে দি আর্থ স্টুড স্টিল। ৬. ব্লেড রানার। ৭. এলিয়েন। ৮. টার্মিনেটোর-২। ৯. ইনভেশন অব দি বডি øাচার্স এবং ১০. ব্যাক টু দি ফিউচার।


ম্যাট্রিক্স ছাড়া যে কল্পবিজ্ঞান মুভির লিস্ট বানাতে পারে সে সিনেমার স ও জানেনা

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

শওকত হোসেন মাসুম বলেছেন: একমত পুরাটাই

৪১| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭

নিপপন বলেছেন: পাল্প ফিকশন সর্বকালের সেরা গ্যাংষ্টার মুভি আমার কাছে।
কিনতু লিষ্ট কারো সাথে কারো মিলবে না।

৪২| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫২

বিডি আইডল বলেছেন: অনেকগুলো ভালো মুভিই নেই তালিকায়

৪৩| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৪

লংকার রাজা বলেছেন: সেরা কল্পবিজ্ঞানএ ম্যাট্রিক্স নাইX(X(X( কমেডি নাকি???

৪৪| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৫

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এনিমেশন এ গারফিল্ড এর মত আর কিচু লাগে নাই আমার কাছে ...

৪৫| ২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

হাসান বিপুল বলেছেন: লিস্টি মোটামুটি পছন্দ হইছে। তবে কয়টা খটকা আছে।

০১. কল্পবিজ্ঞানে মেট্রিক্স বাদ গেল কেমনে?
০২. স্পের্টসে বুল ডারহাম থাকলে জেরি ম্যাগওয়্যার থাকার দাবী রাখে।
০৩. এপিকে মিউটিনি অন দি বাউন্টি অথবা ব্রিজ অন দি রিভার কাওয়াই বাদ গেল কেমনে?
০৪. সশাঙ্ক রিডেম্পশন এমনই একটা মুভি যেটা লিস্টে রাখারর জন্যই একটা ক্যাটেগরি করা উচিৎ ছিল। একই হিসাব সাইলেন্স অফ দি ল্যাম্বসের জন্যও।
০৫. ক্র্যামার খুবই ভালো মুভি, কিন্তু কেবল কোর্টরুম ড্রামা হিসেবে মানতে পারলাম না।
০৬. ইনফ্লুয়েনশিয়াল মুভির একটা লিস্ট থাকা উচিৎ ছিল, যেখানে অলটাইম ফেভারিট কয়েকটা মুভি আসতে পারত যা এই তালিকার কোনো শ্রেণীতে এককভাবে ফেলা সম্ভব নয়।

অনেক দেরিতে দেখলাম, তবু লিস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫

শওকত হোসেন মাসুম বলেছেন: সম্পূর্ণ একমত। তবে যে কোনো লিস্টেই সমস্যা থাকে। কোনোটাই মনমত হয় না। সম্ভবও না।

৪৬| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮

উপমাআহমদ বলেছেন: ভেরী গুড পোস্ট। প্রিয়তে রাখলাম।

৪৭| ২৮ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৮

সিংহ বলেছেন: হরর ছবির তালিকা কই ??

৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৪

আন্দালিব পান্থ বলেছেন: ১. ম্যাট্রিক্স ছাড়া কোন লিস্ট হতে পারে না
২.রোমান্টিক এ মাই ফেয়ার লেডি নাই, কেমনে হইলো?
৩. সাইকো ছাড়া, থ্রিলার তাও তি সম্ভব
৪. ক্রার্মাস ভার্সাস ক্রার্মাস হলো কোর্ট রুম মুভি, এটা কোন যুক্তি বুঝার চেষ্টা করুছ, পারলে কেউ সাহায্য কইরেন
৫. বাগস লাইফ ছাড়া এনিমেশন মানা সম্ভন না
আসলে আমেরিকানরা একটা হুতোশে চলে

৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৭

মাহবুব সুমন বলেছেন: Le Regard ফ্রেন্স-মরোক্কান মুভিটা দেখার চেস্টা করবেন মাসুম ভাই। অন্য রকম। আমাদের দেশের ইতিহাসের সাথে অনেক টুকুই মিল পাবেন।

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

শওকত হোসেন মাসুম বলেছেন: বাংলাদেশে যদি পাই, অবশ্যই। থ্যাংকস।

৫০| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

মিঠি বলেছেন: এর মাঝে কোনটা দেখা কোনটা অদেখা....যেগুলো অদেখা....দেখে নিব...

৫১| ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪

সবুজপাতা বলেছেন: সংগ্রহে রাখলাম।

৫২| ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

মুয়ীয মাহফুজ বলেছেন: কুবরিকের ককওয়ার্জ অরেন্জ কি সাই ফাই!!!!!

১৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪১

শওকত হোসেন মাসুম বলেছেন: ছবিটা কেন জানি আমার ভালো লাগে নাই।

৫৩| ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৭

হাসান মাহবুব বলেছেন: না।কিছুটা মিশেল আছে,কিন্ত ওটা একচু্যালি ক্রাইম-ড্রামা।

৫৪| ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

ফিউশন ফাইভ বলেছেন: লেখাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। বেশ চমৎকার বুনোন!

৫৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮

ল্যাটিচুড বলেছেন: ভালো দাগানোর জন্য এক আটি ধন্যাপাতা।

৫৬| ২০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৩৯

মাহফুজ ইসলাম বলেছেন: অ্যানিমেশনের মধ্যে wall e. চাই।

৫৭| ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

মাহবুব সুমন বলেছেন: I Saw Ben Barka Get Killed ( Director: Serge Le Péron, Saïd Smihi )

দেখার চেস্টা করবেন বড় ভাই। রাজনৈতিক , দারুন

৫৮| ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

রানা বলেছেন: ওয়েস্টার্ন মুভি The Good, The Bad and The Ugly, For a few dollars more, Magnificent Seven কে বাদ দেয়া খুবই অন্যায়।
এপিকে Ballad of a soldier
রহস্যে Psycho

৫৯| ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৭

লুথা বলেছেন: ধন্নবাদ

৬০| ২৬ শে মে, ২০০৯ রাত ১২:৩৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ম্যাট্রিক্স বাদ দিয়া সাই ফাই এর লিস্ট করা মৃত্যুদন্ডযোগ্য অপরাধ।

৬১| ২৬ শে মে, ২০০৯ রাত ১২:৩৮

রন্টি চৌধুরী বলেছেন: আমার মাথায় মনে হয় বড় ধরনের কোন সমস্যা আছে, কেননা পাল্প ফিকশন আমার কেন জানি তেমন ভাল লাগে নাই।

৬২| ০১ লা জুন, ২০০৯ রাত ১১:২১

মেহরাব শাহরিয়ার বলেছেন: Ronty vai. Amaro same case

৬৩| ০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৯

অদ্রোহ বলেছেন: ইয়ে,আমিও বলতে সাহস পাচ্ছিলামনা,এখন বলেই ফেলি,আসলে টারান্টিনোর স্টাইলই আমার পছন্দ হয়না।আর পাল্প ফিকশনকে আমার সবসময়ই ওভাররেটেড মনে হয়।

৬৪| ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:০৩

আহমেদ রাকিব বলেছেন: প্রিয়তে থাকলো।

৬৫| ১১ ই জুন, ২০০৯ সকাল ১০:৩০

তায়েফ আহমাদ বলেছেন: সেরা ওয়েষ্টার্নের তালিকাতে গুড-ব্যাড-আগলী নাই! যান! খেলুম না!

৬৬| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১১

সাইলেন্সার বলেছেন:

তায়েফ আহমাদ বলেছেন: সেরা ওয়েষ্টার্নের তালিকাতে গুড-ব্যাড-আগলী নাই! যান! খেলুম না!

৬৭| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২২

অপরিচিত_আবির বলেছেন: সেরা ওয়েস্টার্নের তালিকায় গুড ব্যাড অ্যান্ড দা আগলি আর ৩.১০ টু ইয়ুমা নাই, কল্পবিজ্ঞানে ম্যাট্রিক্স, মাইনরিটি রিপোর্ট, ব্যাক টু দা ফিউচার, রহস্য তে এল এ কসফিডেনশিয়াল ডাবল ইনডেমনিটি নাই ক্যান, খেলমু না :(


৬৮| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০

নবজট বলেছেন: একটা সাইকো সিরিজ কেন দেয় নাই..... Saw series and Dr. Haniball series(Red dragon, Silecnce of the lambs & Haniball).......... এইগুলা বাদ গেলে তো কোন লিস্ট ই হয় না......।

৬৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩২

লুনা রুশদী বলেছেন: clockwork orange কল্পবিজ্ঞান না। psychological thriller বলা যায়। দেখে ভয় পাইীছলাম

৭০| ১৪ ই মে, ২০১০ সকাল ৭:০৯

নুরুন নেসা বেগম বলেছেন: আমার ধৈর্য থাকে না।
বোধহয় বুঝি কম টাই। রোমান হলিডে ভাল লাগে। ভাল লাগছিল সানফ্লাওয়ার। আরো কিছু। ভাল তালিকা। তবে এত ছবি তা' থেকে সর্টলিস্ট করলে অনেকেই খেলবে না। কিছু বাদ যাবেই।ধন্যবাদ।

৭১| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১:৪৯

আমি তুমি আমরা বলেছেন: the dark knight কৈ???

৭২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৮

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ+++
চরম পোস্ট

৭৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫০

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information

৭৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৩

রুমানবিডি বলেছেন: সংগ্রহে রাখলাম।

৭৫| ৩১ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৪

তানভীর হাসান অিন বলেছেন: Scent of a Woman, The Shawshank Redemption,
12 Angry Men, One Flew Over the Cuckoo's Nest,
Fight Club , Se7en, Casablanca,
The Silence of the Lambs, Forrest Gump,
Tangled, এই গুলা কি দোষ করছিলো :(

৭৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯

ছায়াপাখির অরণ্য বলেছেন: সংগ্রহে রাখলাম!

৭৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

ইকবাল পারভেজ বলেছেন: অনেক গুলাই দেখা তাও প্রিয়তে নিয়ে রাখলাম।

৭৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০১

sumon3d বলেছেন:
লিষ্টগুলো পড়ে মনে হলো দেখা তো দূরে থাক, নামই শুনি নাই। :P :P :P

৭৯| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

গুল্লা বলেছেন: very nice post!!

৮০| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

সুপ্ত শিপন বলেছেন: পারফিউম সিনেমা টা লিস্ট এ নাই।
আমেরিকান ফিল্ম ইন্সটিউট খেলা শিখে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.